মা দিবসের eপুস্তক ...
মায়ের চেয়ে আপন কেহ নাইরে
মা জননী নাইরে যাহার
ত্রিভুবনে তাহার কেহ নাইরে... ...
আচ্ছা ... আপনার এত সুন্দর করে গড়গড়াইয়া কত্ত সব বিষয়ে কি চমৎকার ভাবে কত্ত কি লেখেন ... আর মা কে নিয়ে ১০০/২০০ ওয়ার্ডে কিছুই বের হয় না? এটা ভারি অন্যায় কিন্তু। আসলে একটা পোস্ট... একটা লেখায় আসলে মা কে ... মা'র অবদানকে ধারণ করা সম্ভব নয়। আমি জানি... তারপরেও যে যতটুকু পারেন... তারাতারি মায়ের জন্য একটা লেখা দেননা ... প্লিজ...
বন্ধুরা...
আগামী ১০ই মে সারাবিশ্বে পালিত হবে মা দিবস। সেই দিবসকে সামনে রেখে আমরাবন্ধু "মমতাময়ী মা" শিরোনামে eপুস্তক বের করবে। আগামী ৫ই মে'র মধ্যে আপনার লেখা absonkolon@gmail.com ঠিকানায় পোস্ট করুন
লেখা পাঠাবার ঠিকানাঃ absonkolon@gmail.com
লেখা দেবার শেষ সময়ঃ ৫ই মে ২০১০।
লেখার ফরম্যাটঃ ইউনিকোড অথবা বিজয়ে লেখা এম এস ওয়ার্ড ডকুমেন্ট
=====================================
পূর্বের পোস্ট:
মা দিবস ইবুক - লেখা আহবান
লিখেছেন: অদিতি | এপ্রিল ২১, ২০১০ - ৮:২৪ অপরাহ্ন
মা - ছোট্ট শিশুর প্রথম ভালবাসা। নিরাপত্তা আর মমতায় গড়া সেই কোল, সেই উষ্ণতার পরশে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মন। বড় হয়ে ওঠার সাথে সাথে মা'কে ঘিরে জমা হয় ভালবাসা, অভিমান আর দুষ্টুমির শত শত গল্প। সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মা'র স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্ষ করতে পারতোনা। দৃশ্বত মা কারও কাছে থাকেন, কারও বা দূরে - কিন্তু মা আছেন সবার হৃদয়ে - সব সময়। মা'কে নিয়ে লিখতে গেলেই মনে পড়ে যায় সেই ছেলেটির কথা, যে প্রিয়তমাকে উপহার দেবে বলে মা'র হৃৎপিন্ডটা ছিড়ে নিয়ে যাচ্ছিলো, পথে হোঁচট খেয়ে পড়ে গেলে মা'র হৃৎপিন্ড বলে ওঠে - "বাবা, ব্যাথা পেলি?"
১০ই মে ২০১০, মা দিবস উপলক্ষে আমরাবন্ধুর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হবে ই-বুক "মায়াবতি মা আমার"। মা'কে নিয়ে লিখুন, মা'র কথা লিখুন।
লেখা পাঠাবার ঠিকানাঃ absonkolon@gmail.com
লেখা দেবার শেষ সময়ঃ ৩০ এপ্রিল ২০১০
লেখার ফরম্যাটঃ ইউনিকোড অথবা বিজয়ে লেখা এম এস ওয়ার্ড ডকুমেন্ট
লেখার সাথে উল্লেখ করবেনঃ
১) আপনার ব্লগ নিক
২) আপনার সম্পর্কে কিছু কথা (অপশনাল)
৩) মূল লেখাটি
৪) লেখাটির পেছনের কিছু কথা (অপশনাল)
মনে রাখবেনঃ
দয়া করে অন্য কোন ব্লগে বা মিডিয়ায় পূর্বে প্রকাশিত কোন লেখা দেবেননা।
আমরা যাদের লেখা হাতে পাব, তাদের ইমেইলে কনফার্মেশন জানিয়ে দেয়া হবে। কারো লেখা পিডিএফ'এ দেবার অনুপযুক্ত মনে হলে তাকেও কারণ সহ ইমেইলে জানিয়ে দেয়া হবে।
বানান নিয়ে ভাববেননা, আমরা চেষ্টা করবো বানান ভুল সংশোধন করে নিতে। শুধু লিখে যান আপনার মনে যা আসে। লেখার সাবলীলতা নয়, এই পিডিএফ'এ মুখ্য হয়ে উঠুক মার জন্য ভালবাসা, যার মুল্য পৃথিবীর কোন কিছু দিয়েই মাপা সম্ভব নয়।
পিডিএফটি তৈরীতে আমাকে সহায়তা দেবে আড্ডাবাজ ও সুপ্তি।
আপনার হাতে সময় আছে ০৯ দিন। লেখার শুরুটা আজকেই করুন না, সময় খুব দ্রুত পেড়িয়ে যায়।
সবাইকে শুভেচ্ছা .......
চেষ্টা করুম....তবে সময় কম দিছেন....।
আগের পোস্টে কৈলাম ম্যালা সুময় ছিল
বুঝচি..... বাসায় ইনটারনেট নাই গত দেড় সপ্তা ধৈরা। তাই মিস করছি।
পরশু লাগব লাইন। দেখি পারি নাকি।
রাফি, আছেন কেমুন? আমারে চিনছেন নি? কৃষিবিদ(ডট)ইনফো'র কথা মনে আছে? খেক খেক ..... লেখা পাইছি ভাই, থ্যাঙ্কু .....
লিখতে ছেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে কিছু লিখে উঠতে পারিনি।
অন্য ব্লগের লেখা না দিলাম, এই ব্লগের পোষ্ট দেয়া যায়?
আর মাঝে একটা না প্রস্তাব উঠছিলো, এক একটা এই-বুকের কন্টেন্ট নিয়া পোষ্ট আকারে দিয়া জটিল-কুটিন সমালোচনা, সেডা কি ভেস্তে গেলো?
"মা" রে নিয়া লেখা অনেক আবেগী লেখা পামু আশা করি সবার কাছ থেইকা-----
এই প্রস্তাবটা চমৎকার ছিল...
এইটার দায়িত্ব নিতে কাউরে অনুরোধ করি। মডুরা একটা "আমরাবন্ধুর পুস্তক" নামে একটা নিক খুলে সেটা দিয়ে প্রতিদিন/দুইদিন অন্তর এক একটা লেখার পোস্ট দিলে কিরম হয়?
দেখি লিখতে পারি কি না। ৩+ বছর মাকে দেখি না
ভাবতাছি.......
লেখা আসে না
হুমমম। দেখি।
দেখলেন কই মাসুম্ভাই?
শুভ কামনা রইলো
এইবার লিখা দিতাম মন চায়
হুমম।
হুমান কেন?
:
আজকে কিন্তু শেষ দিন... খিয়াল কৈরা
আধা লেখছিলাম কাল রাত জাইগা মাগার শেষ করতে পারিনাই অফিস লেইটের ডরে। দেখি আজ যদি শেষ করতাম পারি তয় দিমুনে।
অতিথিরা কি লিখতে পারবে? টুটুল ভাই, আমি লিখতে চাই। কিন্তু আজই জানলাম যে! আজি দিন শেষ। কালকে দিতে পারবো না?
লিখতে চাই। কিন্তু আজই জানলাম যে! আরেকটা দিন দেয়া যায় না, টুটুল ভাই?চিনতে পেরেছেন?
অতিথিদের লেখা প্রকাশ করা যেতে পারে। তবে অতিথিকে অবশ্যই পরিচিতিসহ নিজের সম্পর্কে ছোট্ট করে একটু বর্ণনা দিতে হবে।
টুটুল
এহ ! আজকে নাকি শেষ দিন .... (বিশাল আফসোসের ইমো !)
অন্তু, সমস্যা নাই, লিখা ফেল, তোমার জন্য জায়গা ফাকা আছে
ইচ্ছে ছিল লেখার, কিন্তু কিছু সমস্যায় পড়ে যাওয়াতে আর পারলাম না রে, স্যরি....
আপনেরে তো মনে হয় , আমার আগেই ছাড়ছে।
আমি বার বার লিখতে বসি, কিন্তু পারি না
ই-বুকের কাজ এখন শেষ করবো ইনশাআল্লাহ .... মনে মনে দোয়া দরুদ পড়তেছি
মন্তব্য করুন