ইউজার লগইন
আলোক উৎসব
লিখেছেন: টুটুল | নভেম্বর ১৬, ২০১৩ - ২:২৭ অপরাহ্ন
সরকারের ১০ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদনের সাফল্য উপলক্ষ্যে হাতির ঝিলে আলোক উৎসব
লেজার শো : ০১
লেজার শো : ০২
লেজার শো : ০৩
লেজার শো : ০৪
আতশবাজী : ০৫
আতশবাজী : ০৬
লেজার শো এবং আতশবাজী দেখার পর মানুষের ফিরে যাওয়া: ০৭
পোস্টটি ২৩ জন ব্লগার পছন্দ করেছেন
টুটুল এর ব্লগ | ৭ টি মন্তব্য |  ২৭৩৯ বার পঠিত | ট্যাগঃ ছবি ব্লগ
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।
অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।
একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।
- হুমায়ুন আজাদ
সাম্প্রতিক মন্তব্য
- ১৪ ফেব্রুয়ারি : যে ইতিহাস আমরা ভুলতে বসেছি - অতিথি
- শুভ জন্মদিন বাবা :) - উচ্ছল
- বাংলাদেশের দর্শককুল... - জ্যোতি
- এসএসসি নিয়ে কিছু ভাবনা... এবং বাস্তবতা - মেসবাহ য়াযাদ
- ছবি ব্লগ: হঠাৎ বান্দরবনে একদিন :) - সাইফসোহেল
- মুক্তিযুদ্ধের প্রতিদিন মার্চ-ডিসেম্বর ১৯৭১ - বিষণ্ণ বাউন্ডুলে
- শুভ জন্মদিন এবি... - নিয়োনেট
- কৃষ্ণচুড়ায় রাঙানো জীবন... - এ টি এম কাদের
- কতিপয় প্রশ্ন, সংজ্ঞা কি সম্ভব? - তারেক আযামী
- ফটোগ্রাফী এবং গবেষণা - টুটুল
দুর্দান্ত!
দারুন সব ছবি। সুপার লাইক
শেষের ছবিটা মাস্টারপিস হইসে একটা। অন্যগুলা অ-সা-ধা-র-ণ!!!
:টিপসই :
এত বড় ফটোগ্রাফার আমার বন্ধু ভাবতেই ভালোলাগায় মন ভরে যায়।

আরো বড় হও দোয়া করি।
শেষের ছবিটা মাস্টারপিস হইসে একটা। অন্যগুলা অ-সা-ধা-র-ণ!!!
আমার যাওয়া হয়নাই ওইদিন,
আপ্নের এই ব্লগ দেইখা পুশাইয়া গেল।
মন্তব্য করুন