হেলো ব্রাজিল......
যেই সময়টা মোহামেডান আবাহনীর ফুটবলের উন্মাদনা ছিল দ্যাশে ... আমি মোহামেডানের সাপোর্টার ছিলাম। সেই সময়ে আমার এমন কোন বই ছিল না যে বইয়ে MSC এবং সাদা জমিনের উপর তিনটা কালো দাগ দিয়া মোহামেডানের ফ্ল্যাগ আকি নাই। সেইটা ছিল ফুটবল যুদ্ধ। জড়িত ছিলাম ভালো ভাবেই... স্টেডিয়ামের পাশেই মোহামেডানের ক্লাব থাকায় বাজে খেলার জন্য ক্লাব হাউজ ভাংচুড় করতেও পিছপা হইতাম না। আবার বাজে রেফারিংয়ে আবাহনীর জয়ে আবাহনীর সাথে তুমুল ইট যুদ্ধে লিপ্ত হইতাম।
ঢাকা স্টেডিয়াম ছাইড়া ফুটবল যেই টাইমে মিরপুরে স্থানান্তরীত হইলো আবাহনীর সমর্থকদের দূবৃত্তায়নের জন্য স্টেডিয়ামে যাতায়াত কমাইতে বাধ্য হইলাম। নিজে একদিন দৌড়ানি খাইয়া মিরপুরের পেছনের গ্রাম হইয়া ধান ক্ষেতের আইল দিয়া গাবতলী পর্যন্ত পৌছাইছিলাম। অন্য একদিন আমার এক সমকর্মীর ভুড়ি বের কইরা দিছিলো। আর সেইটা ছিল মিরপুর আবাহনীর ঘাটি হওয়ার সুবাদে...
তখন ফুটবল উন্মাদনা ছিল ব্যাপক... দল হারলে কুকড়াইয়া যাইতাম। রাইতের খাওন বন্ধ হইয়া যাইত। গলার কাছে কষ্টটা আটকাইয়া থাকতো। লুকাইয়া কানছি এরম দিনও কম না। আর পুরাটাই ফুটবলের জন্য।
আইজকা যখন ব্রাজিল হারে... অনুভুতিটা কমে না। কষ্টটা টের পাই নিজের মইধ্যে। নি:ষ্পৃহ দৃষ্টিতে দেখি বিরোধী শিবিরের উল্লাস। কিছুটা নোংড়া লাগে... আবার এটাও ভাবি ওই একি যায়গায় থাকলে হয়তো উল্লাসটা আমাগো এরমি হইতো।
হেলো ব্রাজিল...
খুব কষ্ট পাইছো? মন খারাপ হইছে? আরে একটা খেলাইতো... কাউকে না কাউকে হারতেই হইবো। সবাইতো জিতবো না। তোমরা চেষ্টা করছো। কিন্তু দিনটা তোমাগো ছিল না। হল্যান্ড এইদিন তোমাগো চাইতে ভালো খেলছে। তাই জয়টা তাগো প্রাপ্য ছিল। চলো অভিনন্দন জানাই হল্যান্ডকে।
দেখা হইবো ৪ বছর পর... আমরা অপেক্ষায় রইলাম... ভালোবাসার ডালি সাজাইয়া। আশায় বুক বান্ধি... তোমরা চোখ ধাধানো পারফর্মেন্স দিয়া সারা বিশ্বরে উদ্বেলিত করবা.... মনে রাইখো... বিশ্বকাপ তোমরা হারাও নাই... বিশ্বকাপ তোমাগো হারালো। অনেক অনেক ভালোবাসা তোমাগো জন্য ...
আল্লাহ আপনাদের শোক সহ্য করার শক্তি দিন, এই শোকের দিনটা নামাজ-কালাম করে দিন পার করেন, মনে শান্তি আসলেও আসতে পারে
1970 er por 24 years wait korte hoyeche. Amar to mone hoi 2014 te brazil champ hobei. Brazil er valo khelata firey ashuk. 12 yr opekkha emon ki? Ebar netherlands champion hok. Ei team ta world football k onek kichu diyeche, kintu reward payni.
এ কথাটা আমার হাবি প্রায়ই বলেন। টোটাল ফুটবল ওরাই খেলে কিন্তু চমকদার ষ্টার এর অভাবে চ্যাম্পিওন হতে পারে না
চানখারপুল স্পোটিঙ কেলাব জিন্দাবাদ
টুটুল ভাই, রাত দশটা নাগাদ কষ্ট কেটে যাবে। নো টেনশন।
আহ হা রে!!
ঠিক, বিশ্বকাপই ব্রাজিলরে হারাইলো ...
স্বান্তনার বানী বুঝী এরুম ই হয়। যাইহোক শিখা রাখলাম, আইজকা কাজে লাগলেও লাগতে পারে আমগো...
তবে ব্রাজিল এর এই টীম টা রাগবী ওয়ার্ল্ড কাপ এ গেলে শিউর কাপ নিয়া আসত

আল্লাহ আপনাদের শোক সহ্য করার শক্তি দিন, এই শোকের দিনটা নামাজ-কালাম করে দিন পার করেন, মনে শান্তি আসলেও আসতে পারে
ব্রাজিল ভক্তদের এমন কষ্ট দেইক্ষা অনেক শান্তি লাগতাসে
আল্লায় জানে আজকে আমগো কপালে কি রাখছে!
ফিঙ্গার ক্রস, কাপ এইবার আমরাই নিতাসি
ব্রাজিল ভক্তদের জন্য সমবেদনা। আল্লাহ ব্রা জিল ভক্তদের শোক সহ্য করার শক্তি দিক।আমিন।
কাল ঢাকার বাইরে ছিলাম খেলার সময়ে
মোবাইলে আপডেট দেখতেছিলাম ।
আফসুস!!!
সাথে আছিল বদমাইশ আর্জেন্টাইন ফ্যান গুলা ।
আর্জেন্টাইন গো লেগা 
যাই হোক
ব্যাপার না ।
৫ বার জিতছে ।
আগামীতেও জিতবে ।
আজকা রাইতেই নামুম আনন্দ মিছিল
জার্মানীর আজ জয় হোক
আজাইরা বিশ্বকাপ দেইখা লাভ নাই... বেশ কয়েক রাতের ঘুম বেচেঁ গেছে ... কন শুকুর-আলহামদুলিল্লাহ ...
~
কোথাও থেকে ঘুরে আসুন। কি আর বলব। সান্তনা দেবার ভাষা নেই। মনটাকে শান্ত রাখুন। পৃথিবীতে এমন ঘটতেই পারে।
তবে এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ব্রাজিল নিয়ে ফালাফালি একটু কম কইরেন।
প্রীয় রন্টি...
কোথাও থেকে ঘুরে আসো। কি আর বলব। সান্তনা দেবার ভাষা নেই। মনটাকে শান্ত রাখো। পৃথিবীতে এমন ঘটতেই পারে।
তবে এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর্জেন্টিনা নিয়ে ফালাফালি একটু কম কইরো।
(টুটুল ভাইরে কপি মারলাম)
~
ব্রাজিল এতো তাড়াতাড়ি বিদায় নিলো ! এখন আর কোন প্রতিপক্ষের পরাজয়ে খুশী হবো ! আর্জেন্টিনাও হারলো! এখন আর কার জয়ে খুশী হবো? আশা ছিল শেষতক ফাইনাল ম্যাচটা ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে হবে............! তাহলে শেষে যেই জিতুক ..অন্তত এই ফ্যানদের আনন্দ-দু:খ-খুনসুঁটিগুলো জমতো আসলেই ....
তবে ২০১৪ কিন্তু বাকি আছে। ব্রাজিলেই হবে। ফাইনাল ম্যাচটা পেন্ডিং ধরে রাখসি আমি।
ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা !
নেদারল্যান্ডস ফুটবলে জিতে যাওয়ার কতিপয় ব্রাজিল সর্মথক আমাকে এড়িয়ে চলছেন
কনকি?
ভাল লাগল আপনার ফুটবল যুদ্ধ কাহিনী। শেষে আরও একখান ভাল কথা কইছেন। ব্রাজিল হউক আর আর্জেন্টিনাই হউক, "মনে রাইখো... বিশ্বকাপ তোমরা হারাও নাই... বিশ্বকাপ তোমাগো হারালো। অনেক অনেক ভালোবাসা তোমাগো জন্য ..."
মন্তব্য করুন