ইউজার লগইন

শুভ হোক নতুন বর্ষ... শুরু হোক নতুন করে

দেশবাসী সব্বাই জানে যে, যেকোন উৎসবে লাইক ঈদ/নববর্ষে কিছু দরদী ভাইয়ের হঠাৎ দরদ উথলাইয়া ওঠে। সমস্ত মহল্লায় পোস্টারে শায়লাব ... ওমুক ভাই ঈদের/নববর্ষের শুভেচ্ছা জানাইছেন... কারন কি? সামনে নির্বাচন Smile ... আর তাই বিভিন্ন ভাইজানদের আমাদের জন্য দরদ উথলাইয়া ওঠে Smile

এবার কিন্তু সত্যি নির্বাচন সন্নিকটে... আবার ভাইবেননা যে আমি ইলেকশন সামনে দেইখা এইটা নির্বাচনী পোস্ট দিছি Wink ... লোকজন ভুইলা যাইতারে দেইখা এইটা একটা বাইচা আছি টাইপ পোস্ট Wink

কয়েকদিন আগেই আমরা একটি দুর্দান্ত পিকনিক কাটিয়ে এলাম। চমৎকার একটা দিন আমাদের ছিল। আর তাই পিকনিকের পেছনে থাকা কিছু অসাধারন মানুষকে একটু ধন্যবাদ না দিলে তো হপে না।

শুরুটা করি সাঈদকে দিয়ে... প্রথম জিগিরটা ওই শুরু করে... দ্যান সোহেল কাজী এবং নাহিদকে নিয়ে কিছু ভেন্যু ঘুরে ঘুরে আমাদের সব তথ্য অবগত করে। কিন্তু চাঁদার হারকে বিবেচনায় আনতে গিয়ে আমরা ভেন্যুর স্পন্সরের প্রয়োজনীয়তা অনুধাবন করি। উল্লেখ্য যে, গতবারের ভেন্যু মেসবাহ ভাই এরেঞ্জ করেছিলেন এবং আগামী বার যদি মেসবাহ ভাই কোটিপতি হয় পিকনিক ফ্রি ;)। সাঈদকে অনেক অনেক ধইন্যা জিগির তোলার জন্য

এরপরই পিকনিক চলে যায় মেসবাহ ভাইয়ের কাছে... কারন মেসবাহ ভাই একমাত্র ব্যক্তি যে, পুরো একটা পিকনিক একাই আয়োজন করতে পারে... করেছেও তাই। চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুতেই মেসবাহ ভাই। এবার মেসবাহ ভাইকে হেল্পাইছেন আমাদের মুক্ত বয়ান :)। ধন্যবাদ মুক্ত বয়ান:) ... আর মেসবাহ ভাই... স্যালুট আপনাকে ... অনেক ভালবাসা সকলের পক্ষ থেকে (কিন্তু ভালবাসা কে আপনার কাছে পৌছে দেবে সেটা অন্য বিষয় Wink )।

ভেন্যুর জন্য দ্বারস্থ হই মাসুম ভাইয়ের কাছে। বিভিন্ন জায়গায় ফোনাফুনি করে একটি ভেন্যু ম্যানেজও করে ফেলেন। চমৎকার একটি ভেন্যু আমাদের উপহার দেয়ার জন্য মাসুম ভাইকে মাইকে ধইন্যা Smile

পিকনিক যাত্রার ২ দিন আগে আমার হাতে পৌছে যায় এক বাক্স চকোলেট। সুদুর চট্টগ্রাম থেকে ডাকযোগে নুশেরা আপা পিকনিকে অংশগ্রহনকারীদের জন্য শুভেচ্ছাসহ চকলেট পাঠায়। ধন্যবাদ নুশেরা তাজরিন।

সবচাইতে বড় যেই কাজটি করেছেন তারাই যারা পিকনিকে অংশ গ্রহন করেছেন। কারণ এত্ত সব আয়োজন সম্পন্য হতো না যদিনা বন্ধুরাই না থাকতো। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় সকল বন্ধুদের। যারা সরাসরি অংশগ্রহন করেছেন... যারা দুরে বসে বসে আফসুস খেয়েছেন... সব্বাইকে এবির পিকনিক উৎসর্গ করলাম

হেই বন্ধুরা... তোমরা থেকো সব সময় এভাবেই জড়িয়ে ... বন্ধুত্বের উষ্ণতায়... সকল সময়... যে কোন প্রান্ত থেকে... হাসিতে... কান্নায়... সুখে... অসুখে... আমরা আছি... আমরা থাকবো... জয় হোক বন্ধুত্বের

আজকের সূর্যটা ক্যামন ঝলমলিয়ে উঠেছে.. এ এক চমৎকার মুগ্ধতা জাগানিয়া প্রভাত... বছরের নতুন সূর্য। আনন্দময় হোক আমাদের বন্ধুদের জীবনের প্রতিটি দিন... প্রতিটি মুহুর্ত... প্রতিটি প্রভাত... প্রতিটি সন্ধ্যা। ২০১১ হোক আপনার জীবনের সবচাইতে সাফল্যমন্ডিত বছর।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

রন's picture


সবার জন্য শুভ হোক নতুন বছর Party

সাহাদাত উদরাজী's picture


এ বছরে আমি রনি'র বিবাহ খেতে চাই। আল্লাহ মেহেরবান।

টুটুল's picture


Smile
হ... তর একটা বিবাহ হোক Smile

জ্যোতি's picture


টুটুলকে এক বস্তা ধইন্যা পোষ্টের জন্য।পিকনিক আয়োজেনের জন্য মেসবাহ ভাইকে স্যালুট। দারুণ ভেন্যুর জন্য মাসুম ভাইকে ধইন্যা।পিকনিকের জিগির তেঅরার জন্য সাঈদ ভাই এর জন্য দোয়া রইলো।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

সাহাদাত উদরাজী's picture


আনন্দময় হোক আমাদের বন্ধুদের জীবনের প্রতিটি দিন... প্রতিটি মুহুর্ত... প্রতিটি প্রভাত... প্রতিটি সন্ধ্যা। ২০১১ হোক আপনার জীবনের সবচাইতে সাফল্যমন্ডিত বছর।

যারা এখনো বিবাহ করে নাই তাদের এ বছরে বিবাহ হোক।

ঈশান মাহমুদ's picture


নববর্ষের এই দিনে টুটুল সহ সব ব্ন্ধুকে ভালোবাসা। নতুন বছরে সবার জীবন মঙ্গলময় হোক।

উলটচন্ডাল's picture


শুভ নববর্ষ।
"আমরা বন্ধু"-তে আমি নবীন। কিন্তু খুনসুটি আর পেচ্ছাপেছির বদৌলতে সবাইকে অনেক আপন মনে হয়। এই খোঁচখুঁচি নতুন উদ্যমে চলুক - এটাই প্রত্যাশা।

- উলটচন্ডাল

বি দ্র: আমার একাউন্ট থেকে মন্তব্য করা যাচ্ছে না। মন্তব্য করতে গেলেই "অতিথি" লেখা আসছে।

টুটুল's picture


আপনি লগিন করার পর কমেন্টস করতে গেলে যদি 'অতিথি' দেখায় তাহলে Ctrl+F5 চাপুন... আশা করছি ঠিক হয়ে যাবে।

হাসান রায়হান's picture


সবাই সুখে থাকুক।

১০

রাসেল আশরাফ's picture


নববর্ষের এই দিনে টুটুল ভাই সহ সব ব্ন্ধুকে ভালোবাসা। নতুন বছরে সবার জীবন মঙ্গলময় হোক।

আর আমার জন্য একটু দোয়া করবেন।

১১

টুটুল's picture


রাসেলের আসার ডেট কবে?

১২

রাসেল আশরাফ's picture


এইতো বিশ তারিখ।

১৩

সাহাদাত উদরাজী's picture


আমি আমার ভাতিজার বিয়ে খাবো। ভাবতেই মনটা ভরে উঠে!

১৪

মীর's picture


আপ্নারে দাওয়াত দিসে? Big smile

১৫

সাহাদাত উদরাজী's picture


আমি কোরিয়ান হাজীদের চিনি।
বিবাহের পর দারুন বদলে যায়! হা হা হা

১৬

সাঈদ's picture


সবাইরে শুভ নববর্ষ ।

১৭

মাইনুল এইচ সিরাজী's picture


জগতের সকল প্রাণী সুখী হোক

১৮

মাহবুব সুমন's picture


জগতের সকল নারি সুখি হোক
ঈদ মোবারক Cool

১৯

শাওন৩৫০৪'s picture


হাতির নিউ গীয়ার,

২০

নাজমুল হুদা's picture


সকলকে নতুন বছরের শুভেচ্ছা ।
পোস্টে আমার কোন খপর নাই । আমি সক্কলের আগে চাঁদা দিয়ে শুভ উদ্বোধন করলাম - সেই উদ্বোধনী ছবিসহ আমার নাম আসলোনা কেনু-কেনু-কেনু........অতি মারাত্মক পোস্ট হলেও দিলাম পোস্টে একখান মাইনাস ।
[ http://www.amrabondhu.com/aajad/2112#comments

মেসবাহ য়াযাদ's picture
মেসবাহ য়াযাদ | ডিসেম্বর ৪, ২০১০ - ৯:০৭ অপরাহ্ন

একজনের চান্দা পাইছি। মাশাল্লাহ... যাত্রা শুরু হৈছে। পথ্থম টেকা দিছে- নাজমুল হুদা ভাই... তারে থ্যাংকু]

২১

সকাল's picture


জয় হোক বন্ধুত্বের, অটুট থাকুক বন্ধন।
শুভ নববর্ষ।

২২

আপন_আধার's picture


সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
বন্ধুত্বের জয় হোক

২৩

মীর's picture


হেডিংটা ভাল্লাগলো। শুরু হোক নতুন করে।

২৪

মুকুল's picture


ঠিকাছে। Smile

২৫

শওকত মাসুম's picture


সব কিছুর জন্য টুটুলকেও একটা আলাদা করে ধন্যবাদ দিলাম। ভাল থাকুক সবাই।

২৬

বকলম's picture


নতুন বছরে তেমন করে কিছু চাওয়া পাওয়ার নেই। টুটুল ভাইয়ের প্রোফাইলে হুমায়ুন আজাদের ইচ্ছেটুকুই একান্ত কামনা।

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো,
অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর;
আমি প্রস্তুত, তবে আজ নয়।
আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই,
ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই,
মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত;
কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ

২৭

আবদুর রাজ্জাক শিপন's picture


২০১১ হোক আপনার জীবনের সাফল্যমন্ডিত বছর।

সাফল্যমন্ডিত হোক জীবনের প্রতিটা বছর ।

২৮

সুবর্ণা's picture


নতুন বছরের শুভেচ্ছা আপনাকে, আমরাবন্ধুর সব বন্ধুকে।

২৯

নুশেরা's picture


সবাইকে শুভেচ্ছা। টুটুলদাকে ধন্যবাদ দিতে দিতে টায়ার্ড হয়ে গেলাম Smile

৩০

তানবীরা's picture


এ বছর মেসবাহ ভাই কোটিপতি হয়ে গেলে, আমাকে একটা টিকিট পাঠাবেন বলেছেন, তাহলে সামনের পিকনিকে আমিও থাকবো ওওওওওওওও Big smile

৩১

জুলিয়ান সিদ্দিকী's picture


জয় হোক বন্ধুত্বের

৩২

নাজ's picture


বন্ধুত্বের উষ্ণতায়... সকল সময়... যে কোন প্রান্ত থেকে... হাসিতে... কান্নায়... সুখে... অসুখে... আমরা আছি... আমরা থাকবো... জয় হোক বন্ধুত্বের


জয় হোক!

৩৩

নাজমুল হুদা's picture


শুভ কামনা নাজ । টুটুল আর ছোট্ট সোনামনির জন্যও ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ