ইউজার লগইন

দেখে এলাম টু জিরো জিরো ওয়ানের বিশ্বকাপ :: প্রথম খেলা :)

অনেক দিন ব্লগর ব্লগর করি না ... অনেক অজুহাতের আসল অজুহাত... যেটা সব্বাই সব সময় দেখায়.... সেটা হলো সময় Smile ... আমি অবশ্য ম্যাঙ্গো পাব্লিকের বাইরের কেউ না Smile ... আমিও সময়ের হাত দেখাইয়া গেলাম... যারা এইটা দেখতে পারেন না ... তারা দয়া কৈরা ণুঢ়ানি চুশমিশ দিয়া দেখেন Wink

যাউকগা... সে বহুকাল আগের কথা। নেট ঘাটতে ঘাটতে জানলাম বিশ্বকাপ ক্রিকেটের টিকেট অনলাইনে দেয়া শুরু হইছে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা যায়। ভাবলাম এইটা গরিপদের জন্য.... যেহেতু ডেবিট কার্ডের যোগ্যতা নাই Sad ... তাই আমার্টা লোকাল ক্রেডিট কার্ড Sad ... এইটা দিয়া টিকেট কাটা হপে না ... তো কি করা... আমাদের প্রিয় রুবাই... যার ব্লগ নিক মাথামোটা ওরে রিকুশ কর্লাম... এই পোলাটারে যা কই তাতেই রাজী হইয়া যায়। কাজ হইলো ... প্রায় ৬ মাস আগে বাংলাদেশ ভারত ম্যাচের ৪টা টিকেট কিনলাম ৪০০ টাকা দামের গ্যালারির। যদিও ক্লাব হাউজ আমার সবচাইতে পছন্দের জায়গা... সেইটার দাম ৭০০ টাকা ছিল। কিন্তু এত আগে অনলাইনে টিকেট কাটতেছি... কিঞ্চিত কনফিউশন ... টিকেট পাওয়া যাবেতো? বুঝেনিতো... পয়লা অনলাইনে কিছু কিন্তাছি... এইখানে যে ফক্কর নাই সেইটা কে কইতারে? তখন মনে হইলো লস গেলে (৪০০ x ৪ + vat) ১,৭৯৮ টাকাই যাক :)।

মজার বিষয় হইলো... তখন আমার বন্ধুরা আমারে কইছে "মফিজ.. এত আগে কাটনের কাম কি? টিকেটের কি আকাল হইবো নাকি?" খেলার আগে যখন দেখি তারা টিকেটের জন্য হন্যে হয়ে ঘুড়তেছে ... তখন আমি মুচকি হাইসা কই... কিডায় জানি মফিজ কইছিলো? Wink

১৬.০২.১১
সন্ধ্যায় মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে গেলাম একবার চোখ বুলাতে। এখান থেকেই টিকেট দিবে। গিয়েই চোখ ছানাবড়া Sad ... অনেক লোক রাত জাগার প্রস্তুতি নিয়ে এসেছে টিকেট কাটার লাইন ধরার জন্য। চারিদিকে এত মশা যে, হাটলে চোখেমুখে বাড়ি খায়। সাঈদের সাথে দেখা হইলো। তাকে রাইখাই বাং মার্তে বাইর হইয়া গেলাম Wink

১৭.০২.১১
সকালে আবার গেলাম কি অবস্থা দেখতে। ভয়াবহ Sad ... হাজার হাজার মানুষের স্রোত। বিশাল লাইন... সাঈদের সাথে আবার দেখা হলো... এই সময় এক সহকর্মীর সাথেও দেখা হলো... তার মানিব্যাগ পিকপকেট হয়েছে। চুট্টা ভদ্র গোছের... মানিব্যাগ থেকে কার্ড বের করে মোবাইলে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে, ব্যাগটা কোথায় আছে Smile .... ২টায় ঢাকা স্টেডিয়ামে যেতে হবে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। তাই আর লাইনে দাড়ানো হলো না ... এইবারও ফুটলাম Smile

১৮.০২.১১
সকাল সাতটায় হাজির হলাম টিকেট কাউন্টারে। ৮/১০ জন লোক মাত্র। শান্তি পাইলাম। ধরলাম লাইন। ৮ বাজে Sad... ৯ টা বাজে Sad... ১০টা বাজে... কাউন্টার খোলার কোন খবর নাই। মাথুরে ডাইকা আনলাম। কারন ওর ক্রেডিট কার্ড দিয়া টিকেট কাটছি। শুনলাম যার ক্রেডিটকার্ড তাকে অথবা তার অথারাইজেশন লাগে।
লোকজন জিগায়... "ভাইজান তো এতক্ষর এক্লাই ছিলেন... ওনি আসলো কৈ থিক্কা?" ভাবছে চিপা দিয়া মাথুরে লাইনে নিয়া আইছি Sad
কৈলাম... ওনি আমার ক্রেডিট কার্ড Smile
১০:৩০ কাউন্টার খোলা হলো। ১১:৩০এর মধ্যে টিকেট হাতে পেলাম। মনে হইলো স্বপ্নের টিকেট Smile....

টিকেট লইয়া ক্যাচাল শেষ Smile

ঘড়ির কাটায় ঠিক ১০:৩০ এই সময় আমরা ৪ জন মিরপুর ২ নাম্বারে। গাড়ি যেতে দেবে না আর... তাই নেমেই হাটা শুরু করলাম। ভুভুজিলার বিকট শব্দে হাটাই মুশকিল হয়ে দাড়ালো। তখন মনে হইতেছিল স্টেডিয়ামে ভুভুজেলা নিষিদ্ধ করাটা আসলেই ভালো হইছে।

ধরেন এই প্যারাটা রাসেল লিখলে ক্যামন হতো?
স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় পুরা তব্দা খাওনের অবস্থা। বাঙালী একদিনে তার চেতনার ফেনা ছুটাইয়া ফেলতাছে। প্রতি ৩ জনের ২ জনেই ভুভুজিলা বাজাইয়া বিচি কারে ওঠাইয়া ফেলবো বইলা মনে হইতাছে। যত বেশী শব্দ হইবো তত দ্রুত বাংলাদেশ জিত্তা যাইবো এরম একটা ধারনা মনে হয় আমাগো প্রধান মন্ত্রী নিশ্চিত করেছে। সামনেই মিরপুর হার্ট ফাউন্ডেশন। গুরুত্বপূর্ণ এবং খুবি সেনসেটিভ একটা হাসপাতাল। প্রতিদিন কেউ না কেউ হয়তো মারাও যায়। সেই লাশ বয়ে নিয়ে যাওয়ার সময় এমন উৎসব শুধু আমাদের দিয়েই সম্ভব।

যাউক আমার মত কৈরা কই Wink

ইস্টার্নগ্যালারীর টিকেট তাই গেট খুজে বের করে লাইনে দাড়িয়ে গেলাম। বেশী লোক গেলে সুবিধা হলো একজন লাইনে দাড়ালে বাকিরা অন্যান্য লাইন গুলো চেক করতে পারে যে, সেই লাইনগুলো ছোট কিনা:)। এমন হিসাব নিকাশে দুইবার লাইন চেঞ্জ করে প্রায় ১২টার দিকে স্টেডিয়ামের বাউন্ডারি লাইন পার হওয়ার সময় একটা সিকিউরিটি গেট এবং ৩ জন নিরাপত্তা কর্মীর তল্লাশির মোকাবেলা করতে হলো। ভাবছিলাম ঝামেলা শেষ। কিসের কি... আবার লাইন... এবার গেট দিয়ে মূল স্টেডিয়ামে প্রবেশের। ধরলাম লাইন... এবারো এক লাইন থেকে আর এক লাইনে... এভাবে ২টা লাইন শেষ করে ৩নং লাইন দিয়ে প্রবেশের আগে ৫ বার নিরাপত্তাকর্মীদের ধকল পোহালাম। ঢুকলাম স্টেডিয়ামে Smile ... জোশ Smile

স্টেডিয়ামে ঢুকে দেখি সাইট স্ক্রিনে দেখাচ্ছে খেলার আরো ১২১ মিনিট বাকি Sad...
ছোট বেলায় একটা কবিতা পড়েছিলা...
বইতে বইতে সন্ধ্যা
বইছে বাতাস মন্দা

আমাদেরও এমন অবস্থা... বসতে বসতে অবস্থা খারাপ... দ্রুত ফিলাপ হয়ে যাচ্ছে গ্যালারী গুলো। লাঞ্চের জন্য হন্যে হয়ে ঘুড়ছি... বাইরে দুইবার লাইন একত্র করলে যত বড় হবে খাবার লাইন এবং পানির জন্য লাইন তার চাইতেও বড়। নিরাশ হয়ে ভাবলাম খেলা শুরু হলে হয়তো ভিড় কমবে।

খেলোয়াররা ওয়ার্ম আপ করলো... টস হলো... এক সময় খেলাও শুরু হলো... কিন্তু খাবার আর জুটলো না এখনো পর্যন্ত Sad... না পানি না কোন খাবার... এইদিকে ক্ষুধায় পেট চো চো করতেছে। গেট বন্ধ থাকায় বাইরে যাওয়াও বন্ধ। কিছুক্ষন পর পর এসে ঘুড়ে যাই ... নো ফুড Sad

বিকেল ৪টার দিকে অনেক ঝগড়া বিবাদ শেষে স্টেডিয়াম থেকে বেড় হতে পারলাম। কিন্তু বাইরের মূল ফটক থেকে বের হতে দিলো না Sad(... পরে আমরা বেশ কিছু দর্শক যখন একত্রিত হয়ে চিল্লাপাল্লা শুরু করলাম তখন তারা কিছু পানি এবং পেপসির ব্যবস্থা করলো... একটা ছোট পানির দাম ১০ টাকা আর একটা বড় পেপসির দাম ৮০ টাকা ... এমন দুইটা ছোট পানি এবং একটা বড় পেপসি ভাগে পেলাম ৩০০ টাকার বিনিময়ে ... Smile ৭টার দিকে ভিআইপি গ্যালারীর চিপা দিয়ে ৪টা বার্গার আর দু্ইটা চ্যাপ্টা বন রুটি (যেটার নাম নাকি পিৎজা) কেনা গেল Sad ... সে এক করুন দৃশ্য Sad

পোস্ট শেষ Smile

কারণ খেলাতো আপনার টিভিতে দেখছেনই... Smile

----

কিন্তু আপনারা এইটা জানেন না যে... প্রতিটা বলে কি পরিমান উল্লাস হয়েছে... প্রথম আউটে কতটা আনন্দে আমরা চিৎকার করেছি... বাংলাদেশের প্রতিটা রানে রানে কতটা ভালোবাসায় বাংলাদেশ দলকে উৎসাহ যুগিয়েছি। সে এক অসাধারণ ব্যাপার ... এটা শুধু মাঠেই সম্ভব।

তবে পুলিশের আচরনে মুগ্ধ হইলাম কালকে। আমার জীবনেও তাদের এমন বন্ধুবৎসল দেখি নাই। স্টেডিয়ামের ভেতরে কিভাবে আমাদের সহযোগীতা করবে সেই চেষ্টাই ছিল তাদের ব্রত। কি সুন্দর কথাবার্তা Smile ... সিট দেখিয়ে দেয়া... এখনো ঠিক বিশ্বাস হইতেছে না যে এরা আমাদের পুলিশ বাহিনি নাকি অন্য দেশের Smile
-----

বোনাস ফটুক Smile

ঘর থেকে শুরু হোক বিশ্বকাপ Smile
---
বিশ্বকাপটা কি শেষ পর্যন্ত রুমের উপরের বক্স এ রাখা?

20110218_021.jpg

পোস্টটি ২১ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


তবে পুলিশের আচরনে মুগ্ধ হইলাম কালকে। আমার জীবনেও তাদের এমন বন্ধুবৎসল দেখি নাই। স্টেডিয়ামের ভেতরে কিভাবে আমাদের সহযোগীতা করবে সেই চেষ্টাই ছিল তাদের ব্রত। কি সুন্দর কথাবার্তা Smile ... সিট দেখিয়ে দেয়া... এখনো ঠিক বিশ্বাস হইতেছে না যে এরা আমাদের পুলিশ বাহিনি নাকি অন্য দেশের Smile

আহা আহা!

আমাদেরকে ছাড়া গেছেন এই জন্য খাওন পাননাই Crazy বন্ধুদের ছাড়া যারা যাবে সবারই এক অবস্থা হোক Tongue

টুটুল's picture


যতদুর জানি আপনিও বন্ধুদের ছাড়াই যাইপেন Wink

লীনা দিলরুবা's picture


Tongue

সেইটা দেইখা কাটাকাটি, পরের বার বন্ধুদের সাথে

নাজ's picture


বিশ্বকাপটা কি শেষ পর্যন্ত রুমের উপরের বক্স এ রাখা?

তাই তো মনে হয় Big smile

টুটুল's picture


তার মানে তুমিও জানো?

নাজ's picture


ও মা! ভাবটা এমন নিতেছো যেন তুমি জানো না? Tongue

রাসেল আশরাফ's picture


দোস্তের ভাব দেখে সেই রকম লাগছে। মজা মজা

টুটুল's picture


ধইন্যা পাতা

লীনা দিলরুবা's picture


হ রাসেল তোমার দোস্ত মাশাল্লাহ

পোলা তো নয় সেতো আগুনের গোলা Crazy

১০

রাসেল আশরাফ's picture


লীনাদির দাঁত এরাম লাগতেছে ক্যন????? Tongue Tongue Tongue

১১

টুটুল's picture


এইখানে দর্শকদের উচ্ছাস দেখতে পারবেন Wink

http://www.youtube.com/watch?v=0aaGHRqMhnU

১২

মামুন হক's picture


বিশ্বকাপে বাংলাদেশের একটা খেলাই দেখেছিলাম স্টেডিয়ামে। সেই ২০০৩ সালে, সাউথ আফ্রিকাতে। জোহানেসবার্গ স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশীরা মিলেই যেই হুল্লোড় করেছিলাম তাতে পরদেশী লোকজন সব ভড়কে গেছিল। আপনারা দেশের মাটিতে যা করতেছেন তা আমরা বিদেশে বসে কেবল পেট ভরা হিংসা নিয়ে কল্পনাই করতে পারি। লেখা এবং ছবির জন্য ধন্যবাদ বস।

১৩

টুটুল's picture


ব্যাপার না বস... কাটাকাটি Wink

আছেন ক্যামন?

১৪

জেবীন's picture


গ্যালারীর ভিতরের আরো মজার কান্ডকারখানার কথা জানান... আরে পাব্লিক কতো কি করে এইসব আরকি!... :)  
পোষ্ট পড়তে মজা লাগছে...

ঋহানটারে মশা কামড়াইছে!!... আহারে...

প্রথম ছবিটায় কি সমঝদার দর্শকরে দেখলাম...

এই পোলাটারে যা কই তাতেই রাজী হইয়া যায়।"

সবকিছুতেই?!!! 

১৫

টুটুল's picture


সবকিছুতেই?!!!

তুমি কি কিছু বলতে চাও তারে? Wink

কত্ত ঘটনা... যেমন ধরো আমাদের যেই সিট দেয়া হইছে সেইটা হইলো সি নম্বর লাইনে। সেইটায় বসলে আর খেলা দেখা হইতো না .... একেবারের সামনের সিট... খালি গ্রিল দেখা যাইতো। তো আম্রা কিহিনি কৈরা উপ্রের সিটে বইসা অন্যদের হাইকোর্ট দেখাইছি খালি Wink

১৬

মাহবুব সুমন's picture


Smile

১৭

টুটুল's picture


Big smile

১৮

শওকত মাসুম's picture


আমিও খেলা দেখছি। সে এক লম্বা ইতিহাস....

১৯

জ্যোতি's picture


লম্বা ইতিহাস লেখেন মাসুম্ভাই।পিলিজ লাগে। উদ্বোধনী সহ লিখবেন।

২০

টুটুল's picture


সারাদিনে তো লম্বা ইতিহাস হবেই Smile
তবে আইসিসির গিফটটা কিন্তু সুন্দর হইছে

২১

বকলম's picture


যাক বলটা আমাদের ঋহানের ইজ্জত বাচাইছে। Wink

[পোষ্ট পরে পড়ুম Tongue ]

২২

নাজ's picture


আরও ছবি আছে। সবগুলোতে ইজ্জত বাচে নাই কিন্তুক Crazy

২৩

টুটুল's picture


Star Star Star Day Dreaming

২৪

জ্যোতি's picture


এই ব্লগে নুহ নবীর আমলে টুটুল নামে একজন ব্লগার ছিলেন। আপনি কি সেই টুটুল?তাইলে আপনারে আবারো স্বাগতম এবং ধইন্যা পোষ্ট দেয়ার জন্য।
ঋহানকে তো খাইয়া ফেলতে মঞ্চাইতেছে।প্রথম ছবিটা বেশী জট্রিল। মাশাল্লাহ। পোলা তো পুরা আগুনের গোলা।
পোষ্ট ব্যপক ভালু পাইছি।আফসুস আমরা ষ্টেডিয়ামে খেলা দেখতে পারলাম না। ভালৈছে খাইতে পাও নাই। Big smile
বাংলাদেশের কোন এক্টা খেলা কি আমরো সবাই একসাথে দেখতে পারি?

২৫

রুমিয়া's picture


হ পুরাই আগুনের গোলা।আমি পুরাই কাইত।ঋহান আমারে ঘরে থাকতে দিব না..। ভাগন্তিস

২৬

টুটুল's picture


টিভিতে দেখতে পারো Smile

২৭

মুকুল's picture


a

২৮

টুটুল's picture


মজা

২৯

ঈশান মাহমুদ's picture


টুটুল ভাই, অনেক দিন পর মনে হচ্ছে .... জেগে উঠছে বাংলাদেশ, ক্রিকেটকে ঘিরে আজ ঐক্যবদ্ধ পুরো জাতি।দেশপ্রেমের চেতনায় উদ্বেলিত সবাই। আপসোস, আমাদের রাজনীতিকরা এই জাতীয় জাগরণের মূল্যই বুঝছে না। খেলা নিয়েও তারা রাজনীতি করছে...।

৩০

টুটুল's picture


তাদের প্রফেশন হইলো রাজনীতি... সো এইটা যদি ঠিক মত না করে তাহলে রুটি গোস কৈ পাইবো Wink

৩১

মীর's picture


পোস্ট ভালো লাগলো।

৩২

টুটুল's picture


এরম অফমান Sad

৩৩

বাতিঘর's picture


যেরাম কিউটু সুইটু নামটা সেরাম মাশাল্লাহ দেখতে পোলাটা! ঋহানের জন্ন এক পৃথিবী ভালোবাসা দোয়া নৃত্য মজা পার্টি টুটুল ভাই, কি ভাগ্য আপনেগো ..নিজের দেশের মাটিতে এমন একটা আনন্দ যজ্ঞে অংশ নিতার্লেন...আর আপনেগের পোষ্ট পড়ে পড়ে (পেটভর্তি হিংসা নিয়ে)আমরা তার উত্তাপটা পাচ্ছি, উপভোগ করতে চেষ্টা করছি, সেজন্য ব্যাপক ধইন্যা-শুভেচ্ছা।
অনেক ভালোবাসা বস আপনাদের জন্য হুক্কা

৩৪

টুটুল's picture


হে হে হে হে
আপনাদের হিংসা তৈরীর জন্যইতো এই পোস্ট Wink

৩৫

তানবীরা's picture


১. ব্যাপার না, অন লাইন কেনাকাটা অভ্যাসের ব্যাপার, আস্তে আস্তে সাহস হইয়া যাইবো Wink
২. ষ্টেডিয়ামের ডিজে ব্যাপাক ছিল, এই মুহূর্তে শুনি মাইলসের ফিরিয়ে দাও তো পরের মুহূর্তে আসে মমতাজের আগুনেরি গোলা
৩. আপনে আমারে টিভি থেকে হাই কইলেন না ক্যান? Stare
৪. অনেকগুলো বাচ্চাদের দেখাচ্ছিলো দোয়া পড়তেছে বাংলাদেশের জয়ের জন্য, বুকটা ভেঙ্গে গেছে, বাচ্চা মেয়েগুলোর চোখ ভর্তি পানি, দেশপ্রেম কাকে বলে।
৫. ঋহানতো মাশাল্লাহ এর ওপরে টাশাল্লাহ হইছে, চটকাইয়া ভর্তা কইরা দেয়ার জন্য হাত নিশপিশ করতেছে।

৩৬

টুটুল's picture


১. এই দেশে চিটিংটা এত বেশী যে বিশ্বাস স্থাপন অনেক কঠিন Sad
২. যাস্ট একটা কথাই মনে হলো .... পুরাতন সেই গানের আবেদন একটুও কমে নাই। বরং নতুন গান গুলো তেমন আবেদন রাখতে পারছে না।
৩. ক্ষুধার চোটে এমনেই হাই উঠতেছিল Sad
৪. এটা আসলেই খুবি কষ্টের Sad ... নিজের দেশের জন্য যে ক্যামন লাগে বোঝানো যায় না... যাবেও না Sad ... ভারত আর বাংলাদেশ পার্থক্য হয়তো অনেক বেশী ... তারপরেও কষ্টটা বুকে বাজে Sad ... গলায় আটকে থাকে ... চোখ ঝাপসা হয় Sad
৫. Smile

৩৭

নড়বড়ে's picture


হিংসা! হিংসা! হিংসা! দেশে না থাকার জন্য আফসোস!

ঢাকা স্টেডিয়ামে যে কতবার বাংলাদেশের খেলা দেখছি বলতে পারব না। সেই যখন বাংলাদেশ ম্যাড়মেড়ে ক্রিকেট খেলত তখন থেকে মাঠে খেলা দেখি- যখন জিম্বাবুয়ে ৩০০'র বেশি করত আর বাংলাদেশ দেড়শ রানে অলআউট হইত। তারপরে ৯৮এর প্রথম নকআউট বিশ্বকাপ দেখছি, এরপর থেকে যতদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হইছে, সুযোগমত দেখছি। অনেকেই বলে মাঠে দেইখা কি লাভ, রিপ্লে নাই, ঠিকমত কিছুই দেখা যায় না। এইটা যে না গেছে তারে বুঝানো সম্ভব না। আপনেসহ আর যত মানুষ এই অমানুষিক ঝক্কিঝামেলা সামলায়ে টিকেট কাইটা খেলা দেখতে গেছে/যাবে- তাদের স্যালুট। এরা যতদিন আছে বাংলাদেশ ক্রিকেট ততদিন পিছাবে না।

মাঠের ছবিটা দেইখা অসাধারণ লাগল।

শিরোনামে টু জিরো ওয়ান ওয়ান না?

৩৮

টুটুল's picture


এই মাঠ আমার চির চেনা মাঠ ... সেই মোহামেডান আবাহনীর ফুটবল থেকে ... এই মাঠ কখনোই ভুলে যাওয়া সম্ভব না ... অনেক স্মৃতী এই মাঠ দুটোতে

অনেকেই বলে মাঠে দেইখা কি লাভ, রিপ্লে নাই, ঠিকমত কিছুই দেখা যায় না। এইটা যে না গেছে তারে বুঝানো সম্ভব না।

যারা টিভি লইয়া বিজি ... তাদের এখন আর বুঝাই না Smile

৩৯

জ্বিনের বাদশা's picture


খেলা দেখা তো বিরাট হ্যাপা ...। Wink
খাবারের সাপ্লাই ঠিক না থাকলে কেম্নে কি? Sad

বাই দ্য ওয়ে, ভাতিজা তো মাশাল্লাহ, দিনকে দিন নায়ক নায়ক হইয়া উঠতেছে ... বাপ কা বেটা! Wink

৪০

টুটুল's picture


বিশ্বকাপ বলে কথা Smile
খাওয়া দাওয়া পর্যাপ্ত ছিল না ... সে এক বিদিকিচ্ছিরি অবস্থা Sad
সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনের লগে ব্যাপক কাইজ্জা করছি Smile ... বিনিময়ে ২ লিটার পেপসি আর ছোট ২ বোতল পানি কয়েকগুন দাম দিয়েও পেয়েছি Smile

৪১

নাজ's picture


দিনকে দিন নায়ক নায়ক হইয়া উঠতেছে ... বাপ কা বেটা!

আর মা কা কিছু না? Stare

৪২

সাহাদাত উদরাজী's picture


টিপ সই

৪৩

টুটুল's picture


টিপ সই

৪৪

নাহীদ Hossain's picture


সবই ঠিক আছে তবে আমি মোটামুটি ১২ ঘন্টার লাইনে দাড়াইয়া টিকেট উঠাইছিলাম প্রথম দিন। এইরকম স্মৃতির ভারে হাসা উচিৎ না কান্দা উচিৎ বুঝতাছি না .........

ঋহানের ছবিগুলা মারাত্নক সুন্দর হইছে ...

৪৫

টুটুল's picture


সেইটা লেইখা ফেলেন Smile

৪৬

টুটুল's picture


জিতবে এবার জিতবে ক্রিকেট! বিশ্বকাপের থিম সং!!

গানটি শুনতে হলে ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে>>
http://www.mediafire.com/?8zl018as98h9c5v

গানটির পুরো লিরিক দেয়া হলো নিচে
লিরিক- রানা
ভয়েস- রাঘব
কম্পোজিশন- শঙ্কর-এহসান-লয়

জিতবে এবার জিতবে ক্রিকেট
জিতবে এবার জিতবে ক্রিকেট
আরো জোরে সবার আগে
চতুর্পাশে ক্রিকেট তাপে
চার ছক্কা মাঠ পেরিয়ে
খেলছে দ্যাখো দামাল ছেলে।
পেরিয়ে বাঁধা, ঘূর্ণি ধাঁধাঁ, কিংবা গতির তুমুল কোনো ঝড়

কোরাসঃ

মার ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে
মার ঘুরিয়ে উড়িয়ে
জিতবে এবার জিতবে ক্রিকেট..
জিতবে ক্রিকেট
বাতাস কেটে, তুমুল বেগে, হাজার উল্লাসে জয়ের নিশান গড়।।

আকাশে আজ তোরই কথা
নীল মেঘ চায় তোর বন্ধুতা
রোদ্দুর তোর সাহস ঘামে
জড়িয়ে দেখ বিজয় আনে..
তোকে দেখে তরুণ যুবা, হাজার অযুত দৃপ্ত শপথ
তোকে দেখে সবুজ পাতা, বৃষ্টি ভেজা এই যে পথ।।

গ্যালারি দ্যাখো রুদ্ধশ্বাসে, অপেক্ষা আজ বিজয়ীর
শেষ ওভার, বল আসছে ছুটে, বিজয় ছিনিয়ে আনবে বীর…
উল্লাসে তাই পড়ছে ফেটে, হাজার কোটি ক্রিকেট ফ্যান
ক্রিকেট জ্বরে পুড়ছে বিশ্ব, ক্রিকেট ক্রিকেট গাই জয়গান

কোরাসঃ

মার ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে
মার ঘুরিয়ে উড়িয়ে
জিতবে এবার জিতবে ক্রিকেট…

৪৭

জ্যোতি's picture


ধইন্যা পাতা THNX

৪৮

মীর's picture


আরে পোস্ট রাইখা দিসি, আস্তে আস্তে কমেন্টামু তাই। জ্বিনদা'র একটা কথা পছন্দ হৈসে। দিন দিন বাপকা বেটা হয়ে উঠছে পিচ্চুটা।

৪৯

নাজ's picture


জ্বিনদা'র একটা কথা পছন্দ হৈসে। দিন দিন বাপকা বেটা হয়ে উঠছে পিচ্চুটা।

এক নিষ্টুর পুরুষে নিষ্টুর কথা কয়, আরেক নিষ্টুর পুরুষে আবার সেটা পছন্দও করে মাইর
বাপ কা বেটা আর মা যে এত্ত কষ্ট করে তার কোন ক্রেডিট নাই টিসু

৫০

বাতিঘর's picture


বোইন রে দুঃখ করিয়েন না! আল্লাহ মিয়া বড়ই ইনসাফ করেন, তাই না 'মায়ের পায়ের নীচে বেহেশত' দান করছেন। তাইলে জ্যাকপটটা তো আমার বোনটাই জিতলো নাকি কন? সেই খুশিতে ঋহানসহ আম্রা সবাই নাচি পার্টি পার্টি পার্টি

৫১

আবদুর রাজ্জাক শিপন's picture


লেখা জোশ হইছে ।

খেলাও জোশ আছিলো ।

বাংলাদেশ হারলেও লড়াইটা উপভোগ করছি ।

৫২

টুটুল's picture


অনেকে হেডিং দেইখা ভাবছে... ব্যাটায় তো পচুর ভুল করে ... সো হেডিংয়ে ভুল থাকপে এইটাই স্বাভাবিক Smile .... আপ্নাগো জন্য লিংকু দিলাম একটা
http://www.facebook.com/video/video.php?v=146894072038180&comments

৫৩

সাঈদ's picture


ভালো কথা মনে করাইছেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রীর টু যেরো যেরো ওয়ান শুনে প্রথমে বুঝিনাই কি কইলো

টু জিরো ওয়ান ওয়ান কইতে গিয়া মন্ত্রী বার বার কইলেন একই কথা, ২০১১ এর বিশ্বকাপ রে নিয়া গেলেন ২০০১ ।

আমিও ভাবতেছিলাম এইগুলি নিয়া একটা পোষ্ট দিমু।

ইন ফ্যাক্ট এখনও ভাবতেছি চোখ টিপি

৫৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমি লাইনে ছিলাম টানা ১৯ ঘন্টা! ব্যাংকের সামনে সিড়িতে শুয়ে আছি টিকিটের জইন্যে,এই অবস্হা টিফিতেও আসছিল! Tongue

তয়, আয়ারল্যান্ড ম্যাচ বাদে বাকি সব ম্যাচ মাঠে বইসাই দেখসি। চট্টগ্রামে গিয়া দেখা ইংল্যান্ড বধ আমার লাইফে দেখা সেরা ক্রিকেট ম্যাচ! Big smile Big smile Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ