ইউজার লগইন

ফ্রুটিকা সংবাদ :: প্রতিদিন কত খবর আসে যে

শেয়ার

ক)
মন তরে পারলাম না বোঝাইতেরে...
তুই যে... আমার মন

বেকুব মন। কিছু বুঝতেই চায় না। এইসব মূর্খ মন গুলার আরো লেখাপড়া করা উচিত। না বুইঝাই ফাল পারে। বিষয়টা এরম হইলে ভাল হইতো...
মন শুধু মন ছুয়েঁছে...
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি

আহা কিরম ভালুবাসা... সুরের মূর্ছনায় শায়লাব বাংলাদেশে... পেমিকার মন উদ্বেলিত উচ্ছাস... বাতাসে পেমের আনচান করা আহ্বান... জীবনের পরতে পরতে পেম... এরমিতো হওয়ার কথা ছিল... এরম একটা স্বপ্ন মনেলয় আম্রার বেবাক্তেরি Smile ... কিন্তু...
এই কিন্তুটাই খাইলো আমাগোরে... সব কিছুর মধ্যেই খালি ভেজাল বাজইয়া দেয়... যত্তোসব

শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘আগের সরকারের আমলেও আমার নামে নানা অভিযোগ আনা হয়েছিল। সেই সময় কিন্তু দুর্নীতির মামলার মূল আসামি হয়েও আমি খালাস পেয়ে এসেছি। তাই এসব অভিযোগ নিয়ে ভাবছি না আমি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি নির্দোষ, এটা আমি বলব না

আহা কি সুন্দর ভালুবাসার সংলাপ দিলো আমাগোর একজন নির্বাচিত জনপ্রতিনিধি। এই ভাষন শুইনাই সকাল থিক্কা মন্টা পুরাই ফুরফুরা লাগতাছে। নিশ্চয় লুক্টা ফ্রুটি জুশ খাইয়া এরমন ভাষন দিছে? ভাষনে কিরম একটা রিদম টের পাওন যায়... আমি পুরাই মুগ্ধ হৈয়া গেলাম Smile

খ)
কামেল্লুকের পদাভারা বাংলাদেশ জর্জরিত ছিল ম্যালা আগের থিক্কাই... আমরা পীর দরবেশদের সাথে পরিচিত ছিলাম... একটা সময় ছিল যখন এইসপ দরবেশদের মাজারে যাইয়া মানত কর্লেই সকল মুশকিল আসান। বাংলা সিনেমায়তো হরহামেশাই দেক্তাম। মাঝে দরবেশের আছর কম ছিল... নয়া কৈরা আবার দরবেশের খেইল দেক্লাম আম্রার এই দেশে... লগে যুগ হইছে ইমাম সাহেবও। অথচ আগে ঈমামসাপদের কেউ পাত্তাই দিতো না Sad

এই ইমাম সাপের দাপটে এসএসির দুই বেকুব অনেস্ট থাক্তে যাইয়া সরকারের গুপন বাহিনির দ্বারা চড়াঘাত পাইছে বোনাস শেয়ার হিসেপে Smile ... চোরচোট্টার দোকানে গেছে সততা মারাইতে Smile ... এই লুকগুলারে জরিপানা করা উচিত... Smile

গ)
বৃষ্টি ঝড়ছে কেন... এই অসময়ে
নীলিমা বসে আছে
আমার পথ চেয়ে

সালমান বইসা আছে আপার পথ চেয়ে... কবে নিবার্চন আসপে.. টাকার জোগান দিপে নির্বাচনী খরচ চালানোর জন্য... সাত খুন মাপ হইয়া যাইপে... গভর্নররে ধমকি, অর্থমন্তিরে হুমকি ধামকি না দিতার্লে কি ট্যাকা কামাইলাম এতদিন?

বর্ষার বৃষ্টি শুরু হয় হয় করতাছে... চারিদিকে নিয়ম করে বৃষ্টির ঘনঘটা আগেই শুরু হয়ে গেছে... বর্ষায় আমাগো রোমান্টিকতা একটু বেশী থাকে মুনেলয়... এইটা ভালু Smile ... কিন্তু

ঘ)
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে

পুঁজি হারিয়ে অসুস্থ: পুঁজি হারানোর ধকল সামলাতে না পেরে গত সোমবার লেনদেন চলাকালে নূরুজ্জামান (৫২) নামের এক বিনিয়োগকারী হৃদেরাগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি রাজধানীর দিলকুশায় ফিনিক্স সিকিউরিটিজে লেনদেন করছিলেন। ব্রোকারেজ সূত্রে জানা যায়, আগের দিনগুলোর মতো ওই দিনও দরপতন অব্যাহত থাকলে তিনি বিচলিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভবের কথা বললে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস সূত্রে জানা গেছে, দরপতনের কারণে নূরুজ্জামানের একটি হিসাবে ১৬ লাখ ৩৫ হাজার টাকার বিনিয়োগ নেমে এসেছে মাত্র ৪৮ হাজার টাকায়। অপর একটি হিসাবে ২৪ লাখ ২২ হাজার টাকা এসে ঠেকেছে নয় লাখ টাকায়। এর কয়েক দিন আগে হাবিবুর রহমান নামে আরেকজন বিনিয়োগকারী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এক হিসাবেই তাঁকে পাঁচ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছে।

আমি নিশ্চিত খবরটা অনেকেই পড়েন নাই। প্রতিদিন কত খবর আসে... কে রাখে এইসব খবর? কিন্তু যাগো যায় টেরটা শুধু তারাই পায়। এর লাইগ্গাই আমাগো আরেক কবি কইছিলো

চির সুখি জন
ভ্রমে কি কখন
ব্যথিত বেদন
বুঝিতে পারে?

খটখটা রইদেও বৃষ্টি ঝড়ে... কেউ টের পায় না... কেউ জানে না... কেউ বোঝে না... এইটাও কিন্তু লতাজী কইছিলো ম্যালা আগেই...

বুঝপে না ...
কেউ বুঝপে না...
কি যে মনের ব্যাথা...

কি করা যায় আসলে? আপ্নারা একটু ভাইবা কন্তো .... আমি আমার প্রস্তাবনা জানাইলাম

১. পুজি বাজার থেকে সকল ধরনের সার্কিট ব্রেকার উঠিয়ে দেয়া হোক... যাতে একদিনে সুচক ০ তে নাইমা যাইতে পারে ... প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে আউগাইয়া যাওনের চাইতে একবারে মইরা যাওনটাই ভালু। মাননীয় অর্থমন্ত্রী দয়া করে এইটুকু উপকার আমাগোর লাইগ্যা করেন।

২. পুজিবাজারে বাজারে দীর্ঘদিন যাবত অবদান রাখায় প্রধান মন্ত্রীকে ৩০ লক্ষ শেয়ার ব্যবসায়ীর পক্ষ থেকে সন্মানসূচক "ডক্টরেট অব শেয়ার বিজিনেস" উপাধিতে ভুষিত করা হোক...

৩. ..... আপ্নার পালা

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

রশীদা আফরোজ's picture


Smile

মেসবাহ য়াযাদ's picture


৩. টাউক্কা টাকা মন্ত্রীরে আগে বহিষ্কার
৪. মিডিয়ার বাড়াবাড়ি বন্ধ করতে হৈবো
৫. অন্তত ১০ জন মাইনসেরে (নাকী অমাইনসেরে !) হ্যাং আনটিল ডেথ...
৬. সরকারি দায়িত্বে শেয়ারে বিনিয়োগ বিষয়ে বেকুব সাধারণ মাইনসেরে ব্যাপকভাবে প্রাথমিক জ্ঞান বিতরণ করা...

রশীদা আফরোজ's picture


আশপাশে শেয়ারব্যবসায়ীদের দেখে খারাপই লাগে।

চির সুখি জন
ভ্রমে কি কখন
ব্যথিত বেদন
বুঝিতে পারে?

বুঝি, বুঝি তাদের ব্যথা বুঝি।

মাহবুব সুমন's picture


টিসু
ভুটের আগে কিছু করা যাইতো না Puzzled

লীনা দিলরুবা's picture


এই বিষয়ে মুখে টেপ মারলাম, কিছু কমু না। কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিসলাম, আমার এক বান্ধবীর জামাই ফোন করে কয়, স্ট্যাটাস উঠায় দাও, সমস্যা হবে Shock

টুটুল's picture


হায়রে.... এখন তাহলে দু:খ কষ্টের কথা বলাও যাইবো না?
এমন দেশ চাই নাই Sad

মাসরুর's picture


সন্দেহটা আগে থেকেই ছিল। এখন মনে হইতেছে এটাই সত্যি! Stare

রাফি's picture


পাগলা বাবার দরবারে এই ফেলছি
চোখের জল
শেয়ার বাজার আবার কবে
চাংগা হবে বল.........। বল বল রে...............। Fishing

তানবীরা's picture


Puzzled Puzzled Puzzled

১০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


“মাইর হবে...কিন্তু সাউন্ড হবে না” – স্কুলের কোন স্যার বলছিল মনে হয় ।

লস খাইলে খাইবেন...কিন্তু কোন সাউন্ড করা চলবে না ।

লস খাইয়া সাউন্ড করলেই আপনে শেয়ার-সন্ত্রাসী । শুধু আপনে একা না, আপনের বাবা-মা-বউ-বাচ্চা সব ।

~

১১

কামরুল হাসান রাজন's picture


ডক্টরেটের ব্যাপারটা মনে ধরছে

১২

শওকত মাসুম's picture


গত বুধবার বাংলা ভিশনে অর্থমন্ত্রী রিনভীরে সাক্ষাৎকার দিয়া বলছেন যে, 'শেয়ারবাজারের সঙ্গে দেশের সামষ্টিক অর্থনীতির কোনো সম্পর্কই নাই। সুতরাং অর্থনীতিতে প্রভাব পরবে না। তাছাড়া শেয়ারবাজার ধস নামায় আমার জন্য ভালই হয়েছে। আমি কিছু নিয়ম কানুন ও আইন করতে পারবো এখন। ধস না নামলে তো এসব করা যেতো না।' মাইর গুল্লি

১৩

মাসরুর's picture


টাকলুর (এবির সকল টাকলুর কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক... Wink ) খালি মুখটাই আছে। কামের কাম কিছুই করতে পারে না। Stare

১৪

টুটুল's picture


বস... একটা বিষয় জানার ছিল...
১. সামষ্টিক অর্থনীতিতে শেয়ার মার্কেটের অবদান আসলে কতটুকু?
২. জিডিপিতে এর প্রাভাব কতটুকু...

১৫

তানবীরা's picture


লোকজন অসুস্থ হয়ে যাচ্ছে পড়ে খুব খুব খুব মন খারাপ হলো। কেউ মরে যাচ্ছে আর কারো লোভ যাচ্ছে না। কি নিষ্ঠুর এর পৃথিবী

১৬

নিশ্চুপ প্রকৃতি's picture


অর্থমন্ত্রীর সকল অর্থ সমেত শেয়ার বাজারে বিনিয়োগ কইরা ধস নামানো যাইতে পারে
তাইলে বুজবো অর্থনীতিতে কেমন সম্পর্ক সৃষ্টি হয়ে...। Cool Crazy

১৭

অতিথি's picture


পুজিবাজারে বাজারে দীর্ঘদিন যাবত অবদান রাখায় প্রধান মন্ত্রীকে ৩০ লক্ষ শেয়ার ব্যবসায়ীর পক্ষ থেকে সন্মানসূচক "ডক্টরেট অব শেয়ার বিজিনেস" উপাধিতে ভুষিত করা হোক...

১৮

টুটুল's picture


শেয়ার ব্যবসায়ী এবং তদন্তকারি দুই ই দুর্নীতিবাজ: আশরাফ
আওয়ামী লীগের এই লোকটারে পছন্দ করতাম... তার এই বক্তব্যে টাশকি খাইলাম।

১৯

বোহেমিয়ান's picture


লেখাটা খুবই সিরিয়াস ইস্যু নিয়ে! এম্নে লিখলেন দেখে হতাশ হইলাম। শেয়ার মার্কেট এর ভয়াবহ অবস্থাটা নিয়ে প্রত্যক্ষ পরোক্ষ কোন অভিজ্ঞতা/ কিংবা জ্ঞান না থাকায় কিছু বলতেও পারি না।

২০

টুটুল's picture


সিরিয়াসলী লেইখা তো কোন ফয়দা হইতেছে না Sad ... সরকারের কাছে বিষয়টা একটা তামাশায় পরিনত হইছে...

২১

জ্যোতি's picture


এত রুমান্টিকতা, এত প্রেম শেয়ারবাজারে! হুক্কা

২২

দুষ্ট বালিকা's picture


Sad

২৩

আহমাদ মোস্তফা কামাল's picture


৩. টুটুলরে অর্থমন্ত্রী ঘোষণা করা Wink
৪। মাসুম্ভাইরে দরবেশবাবার পোস্টে নিয়োগ দেয়া Wink

২৪

টুটুল's picture


আপ্নে কিন্তু টেকনিকেলি আমারে "মাল" কইলেন... Wink

২৫

রন্টি চৌধুরী's picture


মগের মুল্লুক শব্দটা তার কার্যকারিতা হারিয়ে বসে আছে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ