ফ্রুটিকা সংবাদ :: প্রতিদিন কত খবর আসে যে
ক)
মন তরে পারলাম না বোঝাইতেরে...
তুই যে... আমার মন
বেকুব মন। কিছু বুঝতেই চায় না। এইসব মূর্খ মন গুলার আরো লেখাপড়া করা উচিত। না বুইঝাই ফাল পারে। বিষয়টা এরম হইলে ভাল হইতো...
মন শুধু মন ছুয়েঁছে...
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
আহা কিরম ভালুবাসা... সুরের মূর্ছনায় শায়লাব বাংলাদেশে... পেমিকার মন উদ্বেলিত উচ্ছাস... বাতাসে পেমের আনচান করা আহ্বান... জীবনের পরতে পরতে পেম... এরমিতো হওয়ার কথা ছিল... এরম একটা স্বপ্ন মনেলয় আম্রার বেবাক্তেরি ... কিন্তু...
এই কিন্তুটাই খাইলো আমাগোরে... সব কিছুর মধ্যেই খালি ভেজাল বাজইয়া দেয়... যত্তোসব
আহা কি সুন্দর ভালুবাসার সংলাপ দিলো আমাগোর একজন নির্বাচিত জনপ্রতিনিধি। এই ভাষন শুইনাই সকাল থিক্কা মন্টা পুরাই ফুরফুরা লাগতাছে। নিশ্চয় লুক্টা ফ্রুটি জুশ খাইয়া এরমন ভাষন দিছে? ভাষনে কিরম একটা রিদম টের পাওন যায়... আমি পুরাই মুগ্ধ হৈয়া গেলাম
খ)
কামেল্লুকের পদাভারা বাংলাদেশ জর্জরিত ছিল ম্যালা আগের থিক্কাই... আমরা পীর দরবেশদের সাথে পরিচিত ছিলাম... একটা সময় ছিল যখন এইসপ দরবেশদের মাজারে যাইয়া মানত কর্লেই সকল মুশকিল আসান। বাংলা সিনেমায়তো হরহামেশাই দেক্তাম। মাঝে দরবেশের আছর কম ছিল... নয়া কৈরা আবার দরবেশের খেইল দেক্লাম আম্রার এই দেশে... লগে যুগ হইছে ইমাম সাহেবও। অথচ আগে ঈমামসাপদের কেউ পাত্তাই দিতো না
এই ইমাম সাপের দাপটে এসএসির দুই বেকুব অনেস্ট থাক্তে যাইয়া সরকারের গুপন বাহিনির দ্বারা চড়াঘাত পাইছে বোনাস শেয়ার হিসেপে ... চোরচোট্টার দোকানে গেছে সততা মারাইতে
... এই লুকগুলারে জরিপানা করা উচিত...
গ)
বৃষ্টি ঝড়ছে কেন... এই অসময়ে
নীলিমা বসে আছে
আমার পথ চেয়ে
সালমান বইসা আছে আপার পথ চেয়ে... কবে নিবার্চন আসপে.. টাকার জোগান দিপে নির্বাচনী খরচ চালানোর জন্য... সাত খুন মাপ হইয়া যাইপে... গভর্নররে ধমকি, অর্থমন্তিরে হুমকি ধামকি না দিতার্লে কি ট্যাকা কামাইলাম এতদিন?
বর্ষার বৃষ্টি শুরু হয় হয় করতাছে... চারিদিকে নিয়ম করে বৃষ্টির ঘনঘটা আগেই শুরু হয়ে গেছে... বর্ষায় আমাগো রোমান্টিকতা একটু বেশী থাকে মুনেলয়... এইটা ভালু ... কিন্তু
ঘ)
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে
পুঁজি হারিয়ে অসুস্থ: পুঁজি হারানোর ধকল সামলাতে না পেরে গত সোমবার লেনদেন চলাকালে নূরুজ্জামান (৫২) নামের এক বিনিয়োগকারী হৃদেরাগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি রাজধানীর দিলকুশায় ফিনিক্স সিকিউরিটিজে লেনদেন করছিলেন। ব্রোকারেজ সূত্রে জানা যায়, আগের দিনগুলোর মতো ওই দিনও দরপতন অব্যাহত থাকলে তিনি বিচলিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভবের কথা বললে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস সূত্রে জানা গেছে, দরপতনের কারণে নূরুজ্জামানের একটি হিসাবে ১৬ লাখ ৩৫ হাজার টাকার বিনিয়োগ নেমে এসেছে মাত্র ৪৮ হাজার টাকায়। অপর একটি হিসাবে ২৪ লাখ ২২ হাজার টাকা এসে ঠেকেছে নয় লাখ টাকায়। এর কয়েক দিন আগে হাবিবুর রহমান নামে আরেকজন বিনিয়োগকারী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এক হিসাবেই তাঁকে পাঁচ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছে।
আমি নিশ্চিত খবরটা অনেকেই পড়েন নাই। প্রতিদিন কত খবর আসে... কে রাখে এইসব খবর? কিন্তু যাগো যায় টেরটা শুধু তারাই পায়। এর লাইগ্গাই আমাগো আরেক কবি কইছিলো
চির সুখি জন
ভ্রমে কি কখন
ব্যথিত বেদন
বুঝিতে পারে?
খটখটা রইদেও বৃষ্টি ঝড়ে... কেউ টের পায় না... কেউ জানে না... কেউ বোঝে না... এইটাও কিন্তু লতাজী কইছিলো ম্যালা আগেই...
বুঝপে না ...
কেউ বুঝপে না...
কি যে মনের ব্যাথা...
কি করা যায় আসলে? আপ্নারা একটু ভাইবা কন্তো .... আমি আমার প্রস্তাবনা জানাইলাম
১. পুজি বাজার থেকে সকল ধরনের সার্কিট ব্রেকার উঠিয়ে দেয়া হোক... যাতে একদিনে সুচক ০ তে নাইমা যাইতে পারে ... প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে আউগাইয়া যাওনের চাইতে একবারে মইরা যাওনটাই ভালু। মাননীয় অর্থমন্ত্রী দয়া করে এইটুকু উপকার আমাগোর লাইগ্যা করেন।
২. পুজিবাজারে বাজারে দীর্ঘদিন যাবত অবদান রাখায় প্রধান মন্ত্রীকে ৩০ লক্ষ শেয়ার ব্যবসায়ীর পক্ষ থেকে সন্মানসূচক "ডক্টরেট অব শেয়ার বিজিনেস" উপাধিতে ভুষিত করা হোক...
৩. ..... আপ্নার পালা
৩. টাউক্কা টাকা মন্ত্রীরে আগে বহিষ্কার
৪. মিডিয়ার বাড়াবাড়ি বন্ধ করতে হৈবো
৫. অন্তত ১০ জন মাইনসেরে (নাকী অমাইনসেরে !) হ্যাং আনটিল ডেথ...
৬. সরকারি দায়িত্বে শেয়ারে বিনিয়োগ বিষয়ে বেকুব সাধারণ মাইনসেরে ব্যাপকভাবে প্রাথমিক জ্ঞান বিতরণ করা...
আশপাশে শেয়ারব্যবসায়ীদের দেখে খারাপই লাগে।
চির সুখি জন
ভ্রমে কি কখন
ব্যথিত বেদন
বুঝিতে পারে?
বুঝি, বুঝি তাদের ব্যথা বুঝি।
ভুটের আগে কিছু করা যাইতো না
এই বিষয়ে মুখে টেপ মারলাম, কিছু কমু না। কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিসলাম, আমার এক বান্ধবীর জামাই ফোন করে কয়, স্ট্যাটাস উঠায় দাও, সমস্যা হবে
হায়রে.... এখন তাহলে দু:খ কষ্টের কথা বলাও যাইবো না?
এমন দেশ চাই নাই
সন্দেহটা আগে থেকেই ছিল। এখন মনে হইতেছে এটাই সত্যি!
পাগলা বাবার দরবারে এই ফেলছি
চোখের জল
শেয়ার বাজার আবার কবে
চাংগা হবে বল.........। বল বল রে...............।
“মাইর হবে...কিন্তু সাউন্ড হবে না” – স্কুলের কোন স্যার বলছিল মনে হয় ।
লস খাইলে খাইবেন...কিন্তু কোন সাউন্ড করা চলবে না ।
লস খাইয়া সাউন্ড করলেই আপনে শেয়ার-সন্ত্রাসী । শুধু আপনে একা না, আপনের বাবা-মা-বউ-বাচ্চা সব ।
~
ডক্টরেটের ব্যাপারটা মনে ধরছে
গত বুধবার বাংলা ভিশনে অর্থমন্ত্রী রিনভীরে সাক্ষাৎকার দিয়া বলছেন যে, 'শেয়ারবাজারের সঙ্গে দেশের সামষ্টিক অর্থনীতির কোনো সম্পর্কই নাই। সুতরাং অর্থনীতিতে প্রভাব পরবে না। তাছাড়া শেয়ারবাজার ধস নামায় আমার জন্য ভালই হয়েছে। আমি কিছু নিয়ম কানুন ও আইন করতে পারবো এখন। ধস না নামলে তো এসব করা যেতো না।'

টাকলুর (এবির সকল টাকলুর কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক...
) খালি মুখটাই আছে। কামের কাম কিছুই করতে পারে না। 
বস... একটা বিষয় জানার ছিল...
১. সামষ্টিক অর্থনীতিতে শেয়ার মার্কেটের অবদান আসলে কতটুকু?
২. জিডিপিতে এর প্রাভাব কতটুকু...
লোকজন অসুস্থ হয়ে যাচ্ছে পড়ে খুব খুব খুব মন খারাপ হলো। কেউ মরে যাচ্ছে আর কারো লোভ যাচ্ছে না। কি নিষ্ঠুর এর পৃথিবী
অর্থমন্ত্রীর সকল অর্থ সমেত শেয়ার বাজারে বিনিয়োগ কইরা ধস নামানো যাইতে পারে

তাইলে বুজবো অর্থনীতিতে কেমন সম্পর্ক সৃষ্টি হয়ে...।
শেয়ার ব্যবসায়ী এবং তদন্তকারি দুই ই দুর্নীতিবাজ: আশরাফ
আওয়ামী লীগের এই লোকটারে পছন্দ করতাম... তার এই বক্তব্যে টাশকি খাইলাম।
লেখাটা খুবই সিরিয়াস ইস্যু নিয়ে! এম্নে লিখলেন দেখে হতাশ হইলাম। শেয়ার মার্কেট এর ভয়াবহ অবস্থাটা নিয়ে প্রত্যক্ষ পরোক্ষ কোন অভিজ্ঞতা/ কিংবা জ্ঞান না থাকায় কিছু বলতেও পারি না।
সিরিয়াসলী লেইখা তো কোন ফয়দা হইতেছে না
... সরকারের কাছে বিষয়টা একটা তামাশায় পরিনত হইছে...
এত রুমান্টিকতা, এত প্রেম শেয়ারবাজারে!
৩. টুটুলরে অর্থমন্ত্রী ঘোষণা করা

৪। মাসুম্ভাইরে দরবেশবাবার পোস্টে নিয়োগ দেয়া
আপ্নে কিন্তু টেকনিকেলি আমারে "মাল" কইলেন...
মগের মুল্লুক শব্দটা তার কার্যকারিতা হারিয়ে বসে আছে।
মন্তব্য করুন