ইউজার লগইন

আজকের সুসংবাদ গুলো

সারা দেশে যে গণজাগরণ তৈরী হয়েছে তার কিছু ধারাবাহিক সুসংবাদ।

১.
ফরিদ্পুর মেডিকাল কলেজ হাসপাতাল এ জামাত এর মালিকানাধীন ঔষুধ কম্পানী বর্জন করা হয়েছে। এবং আজ থেকে প্রতিটি ডিসচার্জ পেপার এ 'রাজাকারের ফাসী চাই' শিরনামে সীল বাবহার করা হচ্ছে।

২.
আজ থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ জামাত শিবির এর ওষুধ কোম্পানি ইবনে সিনা এবং বায়োফার্মা কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । আশা করব অন্যান্য মেডিকেলও অচিরেই এই কাজটা করবে ।

৩.
গনজাগরনের ধাক্কাটা কতো তীব্র সেটা উপলব্দি করতে হলে এখন আরো গভীরে চলে যেতে হবে, শাহবাগ এবং বিভাগীয় শহরগুলো পেরিয়ে। সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিদ্যালয়ে আজ শাহবাগ থেকে ঘোষিত কর্মসূচী পালিত হয়েছে, শহীদ রাজিব হত্যার বিচারের দাবিতে গ্রামের বাজারে মিছিল হয়েছে। ঐখানকার এক বন্ধু জানালেন দুএকদিনের ভেতর তারা ও গনজাগরন মঞ্চ তৈরী করে লাগাতার কর্মসূচী পালন করবেন, ঐ এলাকায় যারা জামাত করে তাদেরকে সংশোধনের একটা আলটিমেটাম দিয়ে সামাজিকভাবে বর্জনের ঘোষনা দেয়া হবে।

৪.
জামায়াতের মালিকানাধীন পরিবহন প্রতিষ্ঠানগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি।

রোববার রাজধানীর পরিবহন ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এ ঘোষণা দেন।

৫.
আর্ন্তজাতিক ইসলামী সংগঠন হতে জামাতী ইসলামি বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে । আজ একটি আর্ন্তজাতিক ইসলামীক সভায় বিশ্বের ১০৫ টি দেশের প্রতিনিধিত্ব ক্বারী আলেমদের মধ্যে ৯৭ জন আলেম জামাতকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন । এর মাধ্যমে জামাত আর্ন্তজাতিক ইসলামিক সংগঠনের পরিচয় হারালো । জয় বাংলা.......
(সূত্র সি এন এন )

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


জয়ী হওয়ার এটাই বড় সুযোগ

টুটুল's picture


ঝড়ঝঞ্ছা যাই হোক... আন্দোলন থামানো যাবে না ... জনগণ জাগছে ...

মেসবাহ য়াযাদ's picture


জয় বাংলা
এ বিজয় জনতার

রন's picture


এইভাবেই বর্জন করে যেতে হবে!
একটু একটু করে, প্রতিদিন! নতুন নতুন ক্ষেত্রে!

জয় বাংলা!

টুটুল's picture


মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল পাস করেছে জাতীয় সংসদ।

জয় বাংলা

নাজনীন খলিল's picture


জয় বাংলা

বাংলাদেশ

ধূসর's picture


একতাই আমাদের এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য।

জ্যোতি's picture


জয় আসবেই। জয় হোক জনতার। জয় হোক তারুণ্যের। সব অন্যায়-অনাচার ধুয়ে যাক, মুছে যাক।

অতিথি's picture


"আর্ন্তজাতিক ইসলামী সংগঠন হতে জামাতী ইসলামি বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে ।" ভাই নেটে সার্চ দিয়া সি এন এন এর এমন কোনও খবর পাইলাম না।। আর বাকি গুলার জন্য "জয় বাংলা"

১০

নিভৃত স্বপ্নচারী's picture


এ বিজয় তারুণ্যের! এ বিজয় নতুন প্রজন্মের!
স্যালুট কমরেডস!

১১

একজন মায়াবতী's picture


ধন্যবাদ শেয়ার করার জন্য।
জয় বাংলা

১২

আরাফাত শান্ত's picture


দারুন খবর দারুন শেয়ার!

১৩

মঈন আলী's picture


জয় বাংলা ..

চুড়ান্ত বিজয়ের অপেক্ষায় ..

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমৎকার কিছু খবর। Smile

১৫

তানবীরা's picture


জয় বাংলা.... বাংলাদেশ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ