শুভ জন্মদিন নজরুল ভাই
অনেক আগে অন্য একটা ব্লগ সাইটে এই লেখাটা দিয়েছিলাম... মনে হলো এটা এখনো চলনসই আছে। তাছাড়া নজরুল ভাইয়ের যেরম বয়স বাড়ে না ঠিক তেমনি লেখার আবেদন ও কমে না।
"বাপের ধারনা ছিলো আমি পোলাডা বাউন্ডুলে হইলেও এক্কেরে খারাপ না।
শিক্ষকদের ধারনা ছিলো... যদি লেখাপড়াটা ঠিকঠাক করতো তাইলেই বড় কিছু হওনের
সম্ভাবনা ছিলো। আমার সহকর্মীদের ধারনা মাথায় মাল আছে, কিন্তু জীবন বড়
বেসামাল। আর আমার স্ত্রীর ধারনা... খালি যদি একটু সামাজিক হইতো... এই
অসংখ্য অপূর্ণতা নিয়া আমি আসলে নিজেই কনফিউজড... নজরুল ইসলাম"
কনটিনিউ কনফিশনের মধ্যে জীবন যাপনে অভ্যস্ত এই মানুষটা অনেক বছর আগে
স্বাধীনতার এই মাসে ঠিক এই দিনটিতে স্বাধীন এই দেশটাতে জন্ম নিয়েছিলেন।
রাজাকার মুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়েই তার বেড়ে ওঠা। রাজাকার বিরোধী সকল
আন্দোলনের সামনে থেকে লড়ে যাওয়া তার অভ্যাস।
প্রবল কনফিউশন নিয়েও ছোট্ট এই জীবনটাতে ইতিমধ্যে অনেক কিছু করে ফেলেছে।
সবগুলো মাধ্যমে লিখালিখি শেষে এখন ভিজ্যুয়াল মিডিয়াতেও দাপটের সাথে চষে
বেড়াচ্ছে। ব্যাক্তিগত জীবনে প্রচণ্ড এই সুখি মানুষটা আমার হবু শ্বশুর
হইতারে (কনফিউশন)।
আমার অনেক পছন্দের এই মানুষটার আজ জন্মদিন। শুভ জন্মদিন। অনেক শুভ হোক। অনেক সুখি হোক জীবনের বাকি সময়গুলো।
আজকের বাড্ডে বয়কে শুভ জন্মদিন
শুভ জন্মদিন নজরুল ভাই।কেক কখন কাটা হবে?কেক খেতে মন চায়!!!!!!!!
ধন্যবাদ জয়িতা... কেক কুক খাওনের জন্য আবার জন্মদিন লাগে নাকি? যখন খুশি তখনই খাওন যায়
নজরুল ভাইয়ের বাসায় কেক লৈয়া চৈলা যাও
শুভ জন্মদিন নজরুল
অনেক অনেক
ফুলেল শুভেচ্ছা আপনার জন্য
অনেক অনেক ধন্যবাদ অরিত্র
শুভ জন্মদিন নজরুল ভাই, কেক কুক খাইতে চাই...
ধন্যবাদ লোকেন বোস... কেক কুক পাঠায়ে দিতেছি... ঠিকানা দেন
এইটা এবি বাসির প্রাণের দাপি :(
কেক্কুক খাইতাম্ছায়
কিন্তু গেল কৈ লুক্টা?
এই তো আমি এখানে...
নাজু ভাই হেপী বাড্ডে
আমার কেক্কুক কই?
টিকেট পাঠান, অস্ট্রেলিয়া গিয়া কেক কুক খাওয়ায়া আসি...
শুভ জন্মদিন নাজুভাই
কেক্কুক খাইতে মঞ্চায়।
কেক্কুক খায়া আর কী করবেন? বাসী হয়া গেছে
ভাই, বাঁইচা থাকেন শ খানেক বছর...
এতো বছর? আইচ্ছা... দোয়া কইরেন
শুভ জন্মদিন নজরুল ভাই
ধন্যবাদ রনি... কেমন আছেন?
শুভ জন্মদিন নজরুল ভাই ...
22hhkধন্যবাদ টুটুল ভাই ............22
ধন্যবাদ রুবেল শাহ্...
লুক্টা পলায়া গেলো কৈ?স্লুগান দেন সবতে...হৈ হৈ রৈ রৈ....নজরুল ভাই গেলো কৈ?
হইছে... আর হৈ চৈ করতে হইবো না... এই যে আমি আইসা পড়ছি... কী করতে হইবো বলেন?
কেক কুক খাইন্তে মঞ্চায়।
বাসী হয়া পঁইচা গেছে... আগামী বছর তাজাটা খাইয়েন
শুভজন্মদিন, নজরুলভাই :)
টুটুল@একটুর জন্য সময়পোযগী হইল না পোষ্টটা, আরে, এখন ও শ্বশুর আব্বা বানানের কনফিউশনে আছেন নাকি বুকে সাহস নিয়া!
ধন্যবাদ জেবীন...
শুভ জন্মদিন।
ধন্যবাদ মলিকিউল
অাপনে দেখি বিরাট ফাকিবাজ।খালি মুখে সবতেরে ধইন্যাপাতা দিলেন।কেক খেতে দিলেন না!
টুটুল ভাই কী বলছে সেইটা পড়েন, সেই মতো কাজ করেন, মুরুব্বীদের কথা মানতে হয়
চিন্তা করতেছি বাড্ডেতে আর কাউরে উইশ কইরা পোস্ট দিমু না। হাতে লিখা বাসায় গিয়া উপস্থিত হমু। লুকজন সব ফাঁকিবাজ হয়ে গেছে, কেক্কুক খাওয়ায় না! :(
শুভ জন্মদিন।
হ্যাপি বাড্ডে
Click here to more friends images
মন্তব্য করুন