ইউজার লগইন

শুভ জন্মদিন নজরুল ভাই

অনেক আগে অন্য একটা ব্লগ সাইটে এই লেখাটা দিয়েছিলাম... মনে হলো এটা এখনো চলনসই আছে। তাছাড়া নজরুল ভাইয়ের যেরম বয়স বাড়ে না ঠিক তেমনি লেখার আবেদন ও কমে না।

"বাপের ধারনা ছিলো আমি পোলাডা বাউন্ডুলে হইলেও এক্কেরে খারাপ না।
শিক্ষকদের ধারনা ছিলো... যদি লেখাপড়াটা ঠিকঠাক করতো তাইলেই বড় কিছু হওনের
সম্ভাবনা ছিলো। আমার সহকর্মীদের ধারনা মাথায় মাল আছে, কিন্তু জীবন বড়
বেসামাল। আর আমার স্ত্রীর ধারনা... খালি যদি একটু সামাজিক হইতো... এই
অসংখ্য অপূর্ণতা নিয়া আমি আসলে নিজেই কনফিউজড... নজরুল ইসলাম"

কনটিনিউ কনফিশনের মধ্যে জীবন যাপনে অভ্যস্ত এই মানুষটা অনেক বছর আগে
স্বাধীনতার এই মাসে ঠিক এই দিনটিতে স্বাধীন এই দেশটাতে জন্ম নিয়েছিলেন।
রাজাকার মুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়েই তার বেড়ে ওঠা। রাজাকার বিরোধী সকল
আন্দোলনের সামনে থেকে লড়ে যাওয়া তার অভ্যাস।

প্রবল কনফিউশন নিয়েও ছোট্ট এই জীবনটাতে ইতিমধ্যে অনেক কিছু করে ফেলেছে।
সবগুলো মাধ্যমে লিখালিখি শেষে এখন ভিজ্যুয়াল মিডিয়াতেও দাপটের সাথে চষে
বেড়াচ্ছে। ব্যাক্তিগত জীবনে প্রচণ্ড এই সুখি মানুষটা আমার হবু শ্বশুর
হইতারে (কনফিউশন)।

আমার অনেক পছন্দের এই মানুষটার আজ জন্মদিন। শুভ জন্মদিন। অনেক শুভ হোক। অনেক সুখি হোক জীবনের বাকি সময়গুলো।

আজকের বাড্ডে বয়কে শুভ জন্মদিন

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


শুভ জন্মদিন নজরুল ভাই।কেক কখন কাটা হবে?কেক খেতে মন চায়!!!!!!!!

নজরুল ইসলাম's picture


ধন্যবাদ জয়িতা... কেক কুক খাওনের জন্য আবার জন্মদিন লাগে নাকি? যখন খুশি তখনই খাওন যায়

টুটুল's picture


নজরুল ভাইয়ের বাসায় কেক লৈয়া চৈলা যাও

অরিত্র's picture


শুভ জন্মদিন নজরুল
অনেক অনেক
ফুলেল শুভেচ্ছা আপনার জন্য

নজরুল ইসলাম's picture


অনেক অনেক ধন্যবাদ অরিত্র

লোকেন বোস's picture


শুভ জন্মদিন নজরুল ভাই, কেক কুক খাইতে চাই...

নজরুল ইসলাম's picture


ধন্যবাদ লোকেন বোস... কেক কুক পাঠায়ে দিতেছি... ঠিকানা দেন

টুটুল's picture


এইটা এবি বাসির প্রাণের দাপি :(
কেক্কুক খাইতাম্ছায়

কিন্তু গেল কৈ লুক্টা?

নজরুল ইসলাম's picture


এই তো আমি এখানে...

১০

শাতিল's picture


নাজু ভাই হেপী বাড্ডে
আমার কেক্কুক কই?

১১

নজরুল ইসলাম's picture


টিকেট পাঠান, অস্ট্রেলিয়া গিয়া কেক কুক খাওয়ায়া আসি...

১২

শিখর দবির's picture


 
শুভ জন্মদিন নাজুভাই
কেক্কুক খাইতে মঞ্চায়।

১৩

নজরুল ইসলাম's picture


কেক্কুক খায়া আর কী করবেন? বাসী হয়া গেছে

১৪

মেসবাহ য়াযাদ's picture


ভাই, বাঁইচা থাকেন শ খানেক বছর...

১৫

নজরুল ইসলাম's picture


এতো বছর? আইচ্ছা... দোয়া কইরেন

১৬

রন's picture


শুভ জন্মদিন নজরুল ভাই

১৭

নজরুল ইসলাম's picture


ধন্যবাদ রনি... কেমন আছেন?

১৮

রুবেল শাহ's picture


শুভ জন্মদিন নজরুল ভাই ...

22hhkধন্যবাদ টুটুল ভাই ............22

১৯

নজরুল ইসলাম's picture


ধন্যবাদ রুবেল শাহ্...

২০

জ্যোতি's picture


লুক্টা পলায়া গেলো কৈ?স্লুগান দেন সবতে...হৈ হৈ রৈ রৈ....নজরুল  ভাই গেলো কৈ?

২১

নজরুল ইসলাম's picture


হইছে... আর হৈ চৈ করতে হইবো না... এই যে আমি আইসা পড়ছি... কী করতে হইবো বলেন?

২২

সাঈদ's picture


কেক কুক খাইন্তে মঞ্চায়।

২৩

নজরুল ইসলাম's picture


বাসী হয়া পঁইচা গেছে... আগামী বছর তাজাটা খাইয়েন

২৪

জেবীন's picture


শুভজন্মদিন, নজরুলভাই :)
টুটুল@একটুর জন্য সময়পোযগী হইল না পোষ্টটা, আরে, এখন ও শ্বশুর আব্বা বানানের কনফিউশনে আছেন নাকি বুকে সাহস নিয়া!

২৫

নজরুল ইসলাম's picture


ধন্যবাদ জেবীন...

২৬

মলিকিউল's picture


শুভ জন্মদিন।

২৭

নজরুল ইসলাম's picture


ধন্যবাদ মলিকিউল

২৮

জ্যোতি's picture


অাপনে দেখি বিরাট ফাকিবাজ।খালি মুখে সবতেরে ধইন্যাপাতা দিলেন।কেক খেতে দিলেন না!

২৯

নজরুল ইসলাম's picture


টুটুল ভাই কী বলছে সেইটা পড়েন, সেই মতো কাজ করেন, মুরুব্বীদের কথা মানতে হয়

৩০

মাসরুর's picture


চিন্তা করতেছি বাড্ডেতে আর কাউরে উইশ কইরা পোস্ট দিমু না। হাতে লিখা বাসায় গিয়া উপস্থিত হমু। লুকজন সব ফাঁকিবাজ হয়ে গেছে, কেক্কুক খাওয়ায় না! :(

৩১

সুমনা's picture


শুভ জন্মদিন।

৩২

সোহেল কাজী's picture


আসতে লেট হয়ে গেল বাট হেপ্পি বাড্ডে
Najrul
৩৩

তানবীরা's picture


Laughingগজ মেরে যাই। তিন ফুটে এক গজ। হ্যাফী বাড্ডে সুসার ম্যান

৩৪

অতিথি পাখি's picture


হ্যাপি বাড্ডে

Free Pics Friends Pictures Upload Photos
Click here to more friends images

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ