ইউজার লগইন

আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ৩

আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ১
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ২

আমরা বন্ধু ব্লগ সব সময় বন্ধুদের কাছে আহ্বান জানায় চমৎকার সব ব্যানারের জন্য। এ পর্যন্ত পাঠানো বন্ধুদের ব্যানারে আমরা বন্ধুর একটা বৈশিষ্ট তৈরী হয়েছে যে, যে কোন ইভেন্টে আমরা বন্ধুর ব্যানার ইভেন্টোপযোগী। যে কেউ যে কোন বিষয়ে ব্যানার পাঠাতে পারেন zogazog এট আমরাবন্ধু ডট কম এ। ব্যানাররের মাপ হচ্ছে 1000 x 150 এবং ১০০ কিলোবাইটের নিচে হলে ভাল হয়। নির্বাচক মণ্ডলীর বিবেচনায় ব্যানার সাইটে আপ করার সিন্ধান্তই চুড়ান্ত।

ব্যানার তৈরী করেছেন : ভাঙ্গা পেন্সিল
woodbanner.jpg

VP_240810.jpg

eid2010.jpg
২০১০ এর রমযানের ঈদ

ব্যানার তৈরী করেছেন : ভাষ্কর
banner.PNG
২০১০ এর রমযানের ঈদ

phulbariresistance.PNG

V_15th augustfin-1.PNG
১৫ই আগষ্ট :: জাতীয় শোক দিবস

V_120810_humayun azadbanner.PNG
হুমায়ুন আজাদ

V_120810_ramadanbanner.PNG
রমজানুল মোবারক

V_110810_rainydaybanner.PNG
বৃষ্টির ব্যানার

V_100810.PNG

V_060710_robithakurfinal.PNG
রবীন্দ্র নাথ ঠাকুর

V_cloudybannerfin.PNG
মেঘলা

V_bondhudiboshbanner.PNG
বন্ধু দিবস

V_240710_uttamKumar.PNG
উত্তম কুমার

V_bondhu banner.PNG
বন্ধু ব্যানার

V_mandellabanner.PNG
নেলসন ম্যান্ডেলা

V_140710_juddhoporadhi.PNG
যুদ্ধাপরাধীর বিচার চাই

V_flood.PNG
বন্যার ব্যানার

ব্যানার তৈরী করেছেন : ~স্বপ্নজয়~
JoyKabir_310810.jpg

ব্যানার তৈরী করেছেন : শাওন৩৫০৪

Sharat_revised.jpg

Kash_2_rvjd_small.jpg

পোস্টটি ২১ জন ব্লগার পছন্দ করেছেন

ভাঙ্গা পেন্সিল's picture


ভাস্করের কাজী নজরুল, বঙ্গবন্ধু আর বৃষ্টির ব্যানার তিনটা সুন্দর। বিশেষ করে বৃষ্টিরটা, এটা আগে দেখি নাই Sad

বাতিঘর's picture


পেন্সিল ভাইয়ের তিনটা ব্যানারের মধ্যে শেষেরটা আমার বেশি ভালো লাগছে।সবুজ রং টা এত্তো আরামদায়ক আর মায়াবী লাগছে কি কমু Smile আরো সুন্দর সুন্দর ব্যানার চাই পেন্সিল ভাই Smile ভাস্কর ভাইয়ের কথা নতুন করে আর কিছু বলছি না(আগেই কইছি ভাই Crazy )
শাওন এবং স্বপ্নজয় ভাইয়ের করা ব্যানার ভালা পাইছি Smile ব্যাপক ধইন্যা দুজনকেই। শাওনের
দ্বিতীয় ব্যানার( ঘুড়িসহ)টি বেশি কিউট! এই সুন্দর শিল্পচর্চা জারি থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের শ্রমসাধ্য কাজের জন্য। শুভেচ্ছা নিরন্তর।

জ্যোতি's picture


বিলাইকে অনেক ধইন্যা। আজকের ব্যানারটা দারুণ লাগছে।মন যেনো উড়ে গেলো এই ঘুড়ির মতো।

টুটুল's picture


বিলায়ের প্রথম ব্যানারে একটা মিসকেট আছে Wink

বাতিঘর's picture


সেরাম বন্ধুর হাতে হাত রাখলে ভুলটা হইতেই পারে মিয়াভাই Wink

টুটুল's picture


বিলায় কার হাতে হাত রাখে? ঝাথি ঝান্থাম্ছায় Wink

জ্যোতি's picture


যার জন্য বিলাই আড্ডায় আসতে পারে না। ব্যস্ত থাকে।

শাওন৩৫০৪'s picture


বিলাই টের পাইয়া এবিতেই ঢুকেনাই আর, দেখলেই শরম লাগতো, পরে অবশ্য সেডা ঠিক করছি Tongue
এখন ভাবতাছি, আমি যদি ওডা ঠিক টা পাঠাইয়া দেই, তাইলে এইখানকার ফডু ডা সরাইয়া ঐ ঠিক টা দেয়া হবে কিনা? তাইলে পাঠাই দিতাম আরকি!! :Cool :Cool :Cool

রাসেল আশরাফ's picture


ঠিকই আছে.।.।এতদিন না হয় নিয়ে ঘুরছে এখন না হয় রেখে ঘুরুক। Wink Wink Wink

১০

জ্যোতি's picture


মডু ভাইয়া, বিলাই এর প্রস্তাব মনে নেয়া হোক।

১১

মডারেটর's picture


শাওন৩৫০৪
মানুষইতো ভুল করে। সেখান থেকে শেখে। ভুল না করলে শিখবে কোথা থেকে? আপনি দ্রুত সঠিক ব্যানারটা পাঠিয়ে দিন।

১২

নুশেরা's picture


অসাধারণ ব্যানার হয়েছে শাওন। তুমি ঋতুভিত্তিক ব্যানার আরও করো।

১৩

মডারেটর's picture


ব্যানার তৈরী করেছেন : মেঘ
megh_shilpo_Sep_25_2010.jpg

১৪

টুটুল's picture


ব্যানার জগতে স্বাগতম
সুন্দর হইছে Smile

১৫

মেঘ's picture


Smile Smile স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।

১৬

জ্যোতি's picture


আজকের ব্যানারটা অনেক ভালো লাগছে। মুগ্ধ হয়েছি।

১৭

মেঘ's picture


Smile

১৮

শাওন৩৫০৪'s picture


উফ, মেঘের ব্যানার মানেই আলাদা জিনিষ দাড়ায়, এই ব্যানারটা দেখলেই চোখ ঝকমক কৈরা উঠছে।

১৯

মেঘ's picture


আমার কাছে এই ব্যানারটা বেশী ভালো হয় নাই।

২০

আবদুর রাজ্জাক শিপন's picture


 

 

সব  ব্যানারই সুন্দর ।

 ভাস্করদার ব্যানারগুলো বেশী ভাল্লাগে । 

 আজকে আমাদের ছায়ার আলোর ব্যানারটাও জোসালী লাগলো ।

২১

মেঘ's picture


ছায়ার আলোর ব্যানারটা খুব সুন্দর।

২২

জ্যোতি's picture


ছালুর ব্যানার টা জোশ হইছে।আরো অনেক ব্যানার বানাও ইমু।

২৩

মডারেটর's picture


ব্যানার তৈরী করেছেন : ছায়ার আলো

Salu_031001_1.jpg

Salu_031001_2.jpg

২৪

মডারেটর's picture


পুজোর ব্যানার তৈরী করেছেন : মেঘ
megh_pujo_oct-4_2010 copy.jpg

megh_pujo_oct-5_2010 copy.jpg

২৫

মীর's picture


মেঘদি' যা একেকটা ব্যানার দিচ্ছেন! বাহ্! দুর্দান্ত।

২৬

আবদুর রাজ্জাক শিপন's picture


এইমাত্র বদলে গেল ব্যানার । বাংলাদেশের বিজয়ের পরপরই ।

আজকের বিজয়টা দারুণ ! সাবাশ বাংলাদেশ !

২৭

রাসেল আশরাফ's picture


শাওন তো দেখি বড়ই কামের পোলা হইতেছে দিন দিন।

মাথার মগজ পেটে চইলা আসছে আর এই কারনে ভরা মজলিশে প্যান্টের বোতাম ফাটতেছে।

কিন্তু ব্যনার টা আজ দেখার মতো হইছে।

শাবাস শাওন।

২৮

মেঘ's picture


শাওনের ব্যানার বড়ই সোন্দর্য হইছে রে বিলাই। Laughing out loud

২৯

মীর's picture


বাংলাদেশের জয় উপলক্ষে তৈরী ব্যানার জোস হৈছে। প্রস্তুতকারী ধইন্যা পৌছায় দিয়েন। আর পৃথিবীর 'রেফ'টাকে কি পৃথিবীর আরেকটু কাছে নিয়ে আসা যায়?

৩০

বাতিঘর's picture


পৃথিবী ছোটো হয়ে আসছে' তো তাই রেফ বেচারা তাল পায়না কই বসপে Tongue

৩১

রন's picture


বাংলাদেশের জয় উপলক্ষে তৈরী ব্যানারটা আসলেই জোস হৈছে Party

৩২

রাসেল আশরাফ's picture


শাওনের ব্যানারের বদলে আমার এখানে চে এর ব্যানার কেন দেখাচ্ছে?????

৩৩

বাতিঘর's picture


দারুণ সব ব্যানারের জন্য এর পেছনের কারিগরদের অভিনন্দন! চমৎকার কাজ জারি থাকুক...ধন্যবাদ মেঘ(এরাম গুনী মাইয়া দেখলে মনটা এত্তো খুশি হয় কী কমু Smile ) ছায়ার আলো(আপনার ২য় ব্যানারটা লা-জবাব হইছে!) শাওন(পোলাটা মাত্রই সেদিন নাকি ব্যানার বানানির কাজ শিখছে-- গুরুমারা বিদ্যা বুঝি এরেই কয়) শুভেচ্ছা।

৩৪

নড়বড়ে's picture


নিরাপদ সড়ক চাই ব্যানারটা খুব ভাল হইছে।

৩৫

ভাঙ্গা পেন্সিল's picture


নিরাপদ সড়কের অসাধারণ ব্যানার হইছে! হ্যাটস অফ! not worthynot worthy

৩৬

বাতিঘর's picture


ব্যানার খুব সুন্দর হইছে আইরিন আপু Applause Applause Applause

৩৭

জেবীন's picture


আইরিনের বানানো 'নিরাপদ সড়ক চাই'  ব্যানারটা সুন্দর হইছে...  

৩৮

ছায়ার আলো's picture


আইরিনের ব্যানারটা ভাল হয়েছে।
নিরাপদ সড়ক চাই।

৩৯

নাজমুল হুদা's picture


হঠাৎ বদলে গেল ব্যানার ! জাতিসংঘ থেকে একলাফে পাবলো পিকাসো । 'নাম প্রকাশে অনিচ্ছুক' নামের বন্ধুটি এমন সুন্দর সুন্দর ব্যানার-বৈচিত্রে ভরে তুলুক 'আমরা বন্ধু'কে । নামে কিবা আসে যায় !

৪০

মীর's picture


আর কতোকাল পদদলিত হবে মানুষের অধিকার...

৪১

শাওন৩৫০৪'s picture


সাহসী ব্যানারের জন্য অভিনন্দন।

৪২

খালেদ's picture


আমি ঠিক নিশ্চিত নই। হেনরী ডুনান্ট বোধহয় রেড ক্রসের প্রতিষ্ঠাতা। রেড ক্রিসেন্টের নন। এটা যদি হয়, তাহলে ব্যানারটি ঠিক করা উচিৎ যত দ্রুত সম্ভব। ধন্যবাদ।

৪৩

শাওন৩৫০৪'s picture


ওয়াও, আজকের জেল হত্যা দিবসের ব্যানার টা অসাধারন।

৪৪

ছায়ার আলো's picture


আইরিনের আজকের ব্যানার টাও দারুন হয়েছে।

৪৫

মীর's picture


ইদানীং এবি'তে ব্যনারগুলো চরম হচ্ছে।

৪৬

শাওন৩৫০৪'s picture


বাহ, আইরিনের সব গুলা ব্যানার দারুন লাগলো।

৪৭

মডারেটর's picture


জন লেনন এর জন্মদিনের ব্যানার
Lennon 071010.jpg

জাতীসংঘ দিবস
henry dunantfinal.PNG

চে
che 091010.PNG

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
BD.jpg

রূপগঞ্জ
army bootbanner.PNG

দেয়ালী
diwalibanner.png

জেল হত্যা দিবস: ব্যানার করেছেন আইরিন সুলতানা
3rdNov_by_IreenSultana.png

ইভ টিজিং: ব্যানার করেছেন আইরিন সুলতানা
EveTeasingBannerForAB_By_IreenSultana.jpg

৪৮

বোহেমিয়ান's picture


ইভটিজিং এর ব্যানার টার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৪৯

নুশেরা's picture


প্রথমে নিরাপদ সড়ক, তারপর ইভটিজিং বিরোধী দুর্দান্ত ব্যানার। আইরিনকে অভিবাদন।

৫০

ভাঙ্গা পেন্সিল's picture


ইভ টিজিং এর ব্যানারটা সুন্দর Smile

৫১

ভাঙ্গা পেন্সিল's picture


রুবেল শাহর ব্যানারটা খুব সুন্দর হয়েছে, তবে দৃষ্টিকটু বানান ভুলসহযোগে। তাড়াতাড়ি ঠিক করে নেয়ার অনুরোধ।

জয়া=জায়া

৫২

রুবেল শাহ's picture


Tongue
মেইল করেছি

৫৩

আবদুর রাজ্জাক শিপন's picture


 

 

আইরিনের ব্যানারগুলো দারুণ ছিলো ।

রুবেল এর আজকের ব্যানারটাও সুন্দর মাশাল্লাহ !

৫৪

রাসেল আশরাফ's picture


রুবেল ভাইয়ের ব্যানারটা দেখে চোখ মন জুড়িয়ে গেল।

৫৫

আবদুর রাজ্জাক শিপন's picture


রুবেলের ঈদের ব্যানারটা, সিম্পল , কিন্তু ভাবনা জাগানিয়া ...

৫৬

মীর's picture


ব্যনারে প্রথম আলো পত্রিকার নাম দুইবার ব্যবহৃত হয়েছে।

৫৭

মীর's picture


মানে 'প্রথম আলো' বলে বলছি না, একটা পত্রিকার নাম দুইবার এক ব্যানারে??

৫৮

শাওন৩৫০৪'s picture


আজাক এবিতে ঢুইকা চমকাই গেলাম, সবুজ বাঁচান, সবুজে বাঁচান ব্যানারটা এক্সসেপশনাল ব্রাইট, ভালো লাগছে।

৫৯

আপন_আধার's picture


সবুজ নিয়া আজকের ব্যানার'টা অসম্ভব সুন্দর হইছে ......

৬০

নাজমুল হুদা's picture


এবারের ব্যানারটা বেশ ভাল । শীত তা'হলে আসছে ।

৬১

মীর's picture


শাওন ভাই'র সিজনিং ব্যানার-গুলা বেশি জোস্।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.