গোলাপবালা....
জানো তো, ভালোবাসা কেমন?
আমার হাতের এই গোলাপবালাটার মতোন
চিরযৌবনা, যুগে যুগে বারে বারে ফিরে আসে
সেই একই রূপ নিয়ে, একই আবেদন নিয়ে...
চিরসুন্দরী...
মা'র যুগেও যা, মেয়ের যুগেও তা....
রঙীন... জ্বলজ্বলে...দগদগে...
গোলাপবালা'র সৌন্দর্য্য পুরনো হয়না....
ভালোবাসারও...... ।।
মাঝে মাঝে শুধু সাদা-কালোয় হারিয়ে যায়
রক্ত লাল ভালোবাসা....
--
শিরোনামহীন/ পুত্তলিকা/ পুতুল
১৯শে এপ্রিল ২০০৯, রাত ১টা ৩৯।
ছবি : পুতুলের হাত
[কবিতাটা জেবীন আপার জন্য পোস্ট করলাম]
বাহ্ কবিতা ও ছবি দু'টোই দূর্দান্ত।
পছন্দের কবিতা এটা... :)
পুতুল@ এটা তো তোমার এফবি'তে পড়েছিলাম, যদি অন্য ব্লগে পোষ্ট করে থাকো তাহলে প্লীজ প্রথম পাতা থেকে সরিয়ে নেও, এবি'তে অন্যকোন ব্লগে আগে দেয়া পোষ্ট দেয়ার নিয়ম নাই। আর যদি না দিয়ে থাকো কোথাও তবে এখান থেকে রিপোষ্ট শব্দটা মুছে ফেল।
জেবীন আপু, অন্য ব্লগে নাই। আর এফবি এর ঐ একাউন্ট ও বন্ধ
ভালবাসা এত লাল? রোদ্রে জ্বলে যায় না?
যেমন সু্ন্দর কবিতা, তেমন সুন্দর ছবিটা। জোশ।
ভালবাসা মনে হয় হাতের কাঁচ?

রবীন্দ্রনাথের শুনিও আমার গোলাপবালা গানটার কথা মনে পড়ল। সুন্দর কবিতা
লাইক দিলাম
মন্তব্য করুন