কাঠপুতুল
কমেন্ট করেছেন: (৩৬)
Personal information
- বাংলায় নাম
- কাঠপুতুল
- নিজের সম্পর্কে
-
"জীবনটা অনেকটা পুতুলখেলার মত। কখনও নিজেরা অন্যদের নিয়ে খেলি, কখনও অন্যেরা আমাদের নিয়ে খেলে। আর সবসময় মাথার ওপরে যিনি আছেন, তিনি তো সৃষ্টি করেছেন, খেলবার অধিকার তো তার আছেই!"-নিকটা নেবার পেছনে এই ভাবনাই কাজ করছে। আমি সাধারণ মানুষ, ছোট্ট একটা মানুষ, বয়সের দিক থেকেও, অভিজ্ঞতার দিক থেকেও। শতভাগ বাঙালিয়ানা ধরে রাখতে চাই। আর দেশের সীমারেখা পেরোলে এই পরিচয়টাই আমার সবচেয়ে বড় গর্ব, কেননা, এটা ছাড়া সেরকম কিছু নেই, যা আগ বাড়িয়ে বলতে পারি।
পরিসংখ্যান
- সময়কাল
- 13 years 9 সপ্তাহ
- ব্লগ
- সাম্প্রতিক ব্লগ দেখুন