শুভ জন্মদিন আমরা বন্ধু
আজকে আমরা বন্ধু গ্রুপ এর জন্মদিন। এই দিন এবির শুরু হয়েছিল। ব্যস্ততার কারনে সবাই আমরা ভুলে গেছি।
যাই হোক
শুভ জন্মদিন আমরা বন্ধু। সব বন্ধুদের শুভেচ্ছা।
আমারো মনে ছিল না। কলি আপার স্ট্যাটাস দেখে মনে পরলো।
আমরা বন্ধু আরো অনেক দূর এগিয়ে যাক এই শুভ কামনা রইল। বিশেষ করে রনির প্রতি অনেক অনেক ধন্যবাদ রইল।
রাব্বী






শুভ জন্মদিন আমরা বন্ধু
শুভেচ্ছা সবাইকে। বলতে হয় শুভ দিনে এলাম।
শুভ জন্মদিন আমরা বন্ধু।
শুভ জন্মদিন , এই শুভেচ্ছাও কেক্কুক ছাড়া দিলাম
(
জন্মদিনের শুভেচ্ছা এবি গ্রুপকে। পথচলা আরো বিস্তৃত হোক।
(এইডা যে মডুব্লগ আগে বুঝি নাই।
)
কয় কি?
এডা তো জব্বর খবর, এমন ম্যাড়ম্যাড়া কেন?
আইচ্ছা, এডা কি আমরা বন্ধু ইয়াহু গ্রুপের বাড্ডে?
নাকি আমরা বন্ধু ব্লগের বাড্ডে?
কারে বাড্ডে দিমু আর কার থেইকা খামু?
ভাইজান, এইটা ইয়াহু গ্রুপের বাড্ডে ।.।.।.।.।.।
এবি দীর্ঘজীবি হউক
শুভ জন্মদিন আমরা বন্ধু
শুভ জন্মদিন

শুভ জন্মদিন আমরা বন্ধু
তোমরা ছিলে বলে আমরা আছি
আমরা বন্ধু হয়েছিল বলেই আজ আমরা বন্ধু।
শুভ জন্মদিন।আমাদের পথচলা দীর্ঘ হোক।
শুভ জন্মদিন আমরা বন্ধু
শুভ জন্মদিন।
আমরা বন্ধু ইয়াহু গ্রুপ এখনো একটিভ। আমাদের বন্ধু আশরাফ এখনো মেইল দিয়ে যাচ্ছেন।
http://groups.yahoo.com/group/amrabondhu/
আমি গত ২৩ তারিখে ব্লগে লিখেছিলাম, "আমরা বন্ধুত্বের জয়গান গাই। বন্ধুর মতো একে অপরের পাশে দাঁড়াই , পাশে দাঁড়াই গোটা মানবজাতির, এমনই শ্লোগান সামনে রেখে ২০০৪ সালের ২৮ অক্টোবর 'আমরা বন্ধু'র যাত্রা শুরু হয়েছিল । আর মাত্র ক'দিন পরেই ছয় বছর পূর্ণ হবে । বর্ষপূর্তিতে বিশেষ কোন আয়োজন আছে কিনা তা জানা নাই ।"
মনে করিয়ে দেবার চেষ্টা আর কি ?
শুভ জন্মদিন আমরা বন্ধু ।
শুভ জন্মদিন- আমরা বন্ধু
শুভ জন্মদিন আমরা বন্ধু ইয়াহু গ্রুপ।
শুভ জন্মদিন আমরা বন্ধু
শুভ জন্মদিন আমরা বন্ধু।
~
আরো বৈচিত্র আশা করছি, আমরা বন্ধুর কাছ থেকে।
কিছু আইডিয়া দেন
শুভ জন্মদিন আমরা বন্ধু
মন্তব্য করুন