আর একটা আজাইরা জোকস... ১৮+ কিনা জানিনা কিন্তু PG+
ফেসবুক পাওয়া একটা জোকস শেয়ার করলাম->
বাঘ বাঘিনিকে kiss করতে চাচ্ছিলো...
বাঘিনি অতি সন্তর্পনে এদিক ও দিক তাকাচ্ছিলো...
বাঘ জিজ্ঞেস করলো, " কি খুঁজছ?"...
বাঘিনিঃ "দেখতেছি, Discovery Channel আছে কিনা...
শালারা একটুও Privacy রাখে না....

জোকস... ১৮+ কিনা জানিনা কিন্তু PG+
ঘোলাপানি
বি.দ্রঃ ৫০ শব্দের পোষ্ট না হইলে নাকি আপলোড হবে না। এইডা কিছু হইল?






হা হা হা..
হি হি হি...
হো হো হো...
বুঝি নাই
মানে হইল, এই জোকস টা ১৮ বছর বয়স যাদের হইছে বা তার চাইতে বেশি বয়স যাদের তাদের জন্য কিনা জানিনা কিন্তু অবশ্যই Parental Guidance (PG) মানে ১৮ বছর বয়স যাদের হয় নাই তারা যেন অভিভাবক এর অনুমতি নিয়া দেখে!!!!!
বুঝেছেন???

জোক্স শ্যাষ? ওহ, কোন জায়গায় হাসতে হবে যদি একটু বলে দিতেন
বাস্তবে হাসতে হইবো না আপু একখান ডিজিটাল হাসি দিয়া দেন এইরম কইরা
মেঘের দেশে আপনার ডিজিটাল হাসিটা খুবই সুন্দর !!!
আপা এই জোকস পরলেই হাসতে হবেই এমন কোন কথা নাই। এরকম আজাইরা জোকস এ হাসার মানেও হয় না! আপনি আর এই জোকস এ কষ্ট কইরেন না। দেখি পরবর্তী কোন জোকস এ আপনাকে হাসানো যায় কিনা।
মন্তব্য করুন