পিকাসোর নায়ীকারা ও একজন সজিব মাহফুজ।
তোমার লেখা প্রথম কবিতা পড়ে
মুগ্ধ, অভিভুত হয়েছিলাম।
তাও খুঁত বের করে টক জাল মিষ্টি নয়
ভীষন তিতা মন্তব্য করেছিলাম।
প্রস্তুতি নিয়েছিলাম আসন্ন আক্রমনের
কিন্তু না তুমি এলে যা ভেবেছিলাম তার
ঊল্টোটা নিয়ে,
হয়ে গেলাম তোমার লেখার অন্ধ ভক্ত।
গোগ্রাসে পড়তাম তোমার কবিতা
তোমার লেখা পিকাসোর নায়িকারা পড়তাম আর ভাবতাম
নিজের মত করে, নিজের নায়িকাদের মত করে ভাবতাম।
কি আশ্চর্য তোমার কবিতায় তুমি যে Photo caption গুলো দিতে
ঘুমের আড়ালে তারা হুবহু আমার কাছে আসত।
আমি কত দেশ মহাদেশ, কল্পনার সকল স্থানে
তাদের নিয়ে ঘুরে বেড়িয়েছি।
কিন্তু তুমি কোথায়?
কোথায় হারিয়ে গেলে তুমি
আমি তোমায় অনেক খুজেছি
অমিয় রহমান,পিয়াল, অনিমেষ রহমান
আর কত জনকে পুঁছেছি।
কেউ তোমার কথা বলল না।
আমি তো তোমাকে চিনতেও পাড়ব না।
তোমার ছবিটা তো ছবি ছিল না।
ছিল একটা camouflage বা ছদ্মবেশ।
আমি তোমাকে বহুবার বলেছি
যার লেখা এত সুন্দর সে কেন ছদ্মবেশ ধারন করবে।
নাকি খ্যাতির বিড়ম্বনা, হতে বাঁচার জন্য।
তুমি শুধু চুপ থাকতে।
জান, সজীব, তুমি আমাকে ভাঈয়া বলতে,
আমার কানে আজও সে আওয়াজ ভেশে আসে।
কিন্তু কী আশ্বর্য, যে দিন থেকে তুমি নেই
পিকাসোর সে নায়িকারাও আর কেও আসে না।
আমি তাদের ও তোমার অপেক্ষায় আছি।
আমি মজা করে বলতাম, হাজার নায়িকারা...
তুমি বলতে না ভাইয়া একটা নিয়েই
সুখে আছি,দোয়া চাই তাই যেন থাকতে পারি।
ভাই দোয়া করি, তুমি তাই থাক।
ভাল থাক। আর আমার জন্য
আর একটি কবিতা লেখো।
০৪/২০/২০১৩ইং
চমত্কার কবিতা, ভালো লাগলো খুব।
এবিতে সুস্বাগতম।
লেখাটা দুইবার এসেছে
ভাল লেগেছে, তাই অনুপ্ররনা পেলাম। ভাল থাকবেন।
মন্তব্য করুন