তোমাকে পড়ে না মনে
কবিতা/ তোমাকে পড়ে না মনে
আহসান হাবিব
১৫/২/২০২২
এখন তোমাকে পড়ে না আর মনে
তোমাকে না দেখতে দেখতে
কেমন যেন ঝাপসা হয়ে গেছে
তোমার মুখখানা।
অথচ এই মুখখানাই ছিল
এক সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ।
এই মুখখানার যিনি মালিক
তাকে ছাড়া বাঁচতে পারব তা
কল্পনাতেও সম্ভব ছিল না।
তুমি যে দিন
বাংলাদেশ ছেড়ে চলে গেলে
তার ক'দিন আগে এসেছিলে
কত কথা হলো, হাসি আনন্দ,
বিশ্বাস কর তোমার দেশে ফেরার আনন্দ
আমাকেও কি ভাবে প্রভাবিত করেছিল।
আমি তোমাকে বলতে পারিনি।
দেশে পৌছার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্ত
একে অপরের আপডেট যেন লাইভ হচ্ছিল।
হঠাৎ দুূূদিন তুমি কন্টক্ট এর বাইরে।
দুশ্চিন্তায় অবর্ননীয় অবস্থা আমার।
তৃতীয় দিন তোমার ছোট্ট মেসেজ
আংগুল কেটে ফেলেছি
সাথে কাটা আংগুল এবং কান্না কান্না
কটা ছবি।
সেদিন তোমায় অনেক বকেছিলাম
তোমার অসাবধানতার জন্য।
মুখ বুঝে সব বকুনি সহ্য করেছিলে।
তার পর ধীরে ধীরে তোমার যোগাযোগ কমতে লাগলো।
এক থেকে দুদিন তার পর আরো দীর্ঘ।
একদিন বললে আর আসবে না
বাংলাদেশে।
পরিবারের কেউ আর রাজী নয়
তুমি আস বাংলাদেশে।
কারনটা হয়ত আমি,
তা বুঝতে বাকি রইলো না।
একসময় তুমি আর কোন যোগাযোগই রাখলে
না।
তাও কেন যেন আশায় বুক বাধতাম
হয়ত তুমি একদিন চলে আসবে।
আজ কত বছর হয়ে গেলে
চর পড়া নদীর মত
ভালোবাসার টগবগে দুরন্ত নদী
আজ চর পড়া চরে আগাছায় ভর্তি।
কেউ আর এখানে আসে না।
পাশ দিয়ে কত ডিংগি নৌকা,নৌকা
স্পীডবোট, ফেরী, জাহাজ চলাচল করে
আমার কাছেও ঘেসে না।
শুধু কি তাই,
আমার আশপাশে যেন আসতে না পারে
তার জন্য কি যেন খুটির নিশানা লাগিয়েছে।
আমার বুকে আজ কিসের কিসের সব বাস
আমি নিজেও জানিনা।
তবে এতে সবচেয়ে বড় উপকার হয়েছে
আমার।
এদের ডিংগিয়ে তোমার স্মৃতি, তোমার কষ্ট
এখন আর আমাকে স্পর্শ করে না।
এটাকেই হয়ত মানুষ বলে
সময়ের চিকিৎসা।
বা প্রকৃতির নিয়ম।
প্রকৃতি তার সন্তানকে বেশীদিন
কষ্টে রাখে না।
আমিও এখন আর কষ্টে নেই।
তুমিও ভালো থেকো।
মন্তব্য করুন