শিরোনামহীন
শিরোনামহীন (প্রথম পর্ব)
২২/০৭/২০২৩
ক'দিন থেকেই আমার একটা পাহাড় কিনার সাধ,
কিন্তু পাহাড় কে বিক্রি করে কোথায় পাওয়া যায় কিছুই জানা নাই।
পাহাড় কেমন হয়, পাহাড়ের গুনাগুন কি, কোনটা ভালো মানের, কোানটা খারাপ মানের,তার কিছুই জানা নাই।
তবু আমার পাহাড় কেনার সাধ হলো।
আমি আকাশ, বাতাস, নদী সাগর অনেককেই জিজ্ঞেস করলাম, কেউ কিছুই বলতে পারলো না।
পাহাড় কেনার সাধ আমার কখনো পূর্ণ হবে না এই ভেবে,
পাহাড় কেনার ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিলাম।
RTR তুর্কি টেলিভিশনে আর্তুগুল সিরিজ দেখছিলাম উর্দু ডাবিং এ।
বাংলা ডাবিং ও আছে কিন্তু ভিডিও ততো ভালো মানের ও ভিজিবল না,তাই উর্দুতেই দেখছিলাম।
হঠাৎ অনুভূত হলো বাতাস বার বার কানের কাছে এসে বাড়ি খাচ্ছে, বুঝলাম কিছু একটা বলবে।
আমার নির্লিপ্ততা দেখে, এবার বেশ জোরে শনশন শব্দে বাড়ি মেরে কানের কাছ দিয়ে বেরিয়ে গেল।
সিরিয়াল দেখা পাওস করে, মনোযোগ দিলাম বাতাসের কথায়।
বাতাস তার সুরেলা কন্ঠে হাসি হাসি মুখে বলতে লাগলো।
এবার মনে হয় তোমার সাধ পূর্ণ হবে,
মানে,
তোমার পাহাড় কেনার সাধ পূর্ণ হবে।
তাহলে পাহাড় বিক্রি হবে এমন পাহাড় পাওয়া গেছে।
ঠিক তাই,
এখানে একটু বলে রাখি, এই বাতাস আমার জন্মলগ্ন থেকেই অনেক অনেক আপন এবং বন্ধু,
জন্মলগ্ন থেকে আজ অবধি এক মুহুর্তের জন্যও সে আমাকে ছেড়ে যায় নি।
বরং জীবন চলার পথে,জীবনের উন্নতি, অবনতি সকল ক্ষেত্রেই সে আমার সাথে থেকেছে।
আমার অনেক গল্প, কবিতা গানে সে নিজেকে উজার করে উপস্থাপন করেছে।
তবে কখনো বায়, কখনো বায়ু, কখনো হাওয়া, কখনো বাতাস নামে, যেখানে যেটা মানিয়েছে, সেই নামেই হাজির হয়েছে,জায়গা দখল করেছে।
তাই ওর সাথে আমার সম্পর্ক কখনো তুমি, কখনো তুই, যদিও প্রথম দিকে আপনি বলেই ডাকতাম।
এবার বলো কোন পাহাড় বিক্রি হবে, কি তার নাম,
কোথায় তার ধাম।
তার বিশেষত্ব কি?
পাহাড়টা আর দশটা পাহাড়ের মতোই স্টেন্ডার্ড মালামাল দিয়েই তৈরী, তবে তার বিশেষত্ব হলো ধৈর্য। এই পাহাড়ের ধৈর্য হিমালয় ছাড়িয়ে আকাশ সম। তাই ওর দামটা বেশী।
তাই নাকি,
সকল গুনাগুন ও ধৈর্য মিলিয়ে দাম যদি বেশী হয় সমস্যা নাই। দাম নিয়ে আটকাবে না।
তুমি যাও দামাদামি ফাইনাল করে আমাকে জানিও। (চলবে)
মন্তব্য করুন