আস্তিক বা নাস্তিক
আমার অফিসের এক কলিগ সেদিন আমার চেম্বারে ঢুকে অনেকটা ফিস ফিসিয়ে বলল আপনি তো ব্লগ টগে লেখেন একটু সাবধানে থাকবেন যেমন চারদিকে ধর পাকড় আরম্ভ হইছে বলা তো যায় না। আমি তাকে আদর করে আমার সামনের চেয়ারে বসতে বললাম। কারন এ সময় তাদের কোন অবস্থায় চেতানো যাবে না। তার বিদ্যার দৌড় মাদ্রাসায় কয়েক বছর যাওয়া আসা। তাছাড়া আমি কার্য উদ্ধারের জন্য অনেকটা আলু স্বভাবের। যাকে যা মালিশ করলে কাজটা হবে তাকে তাই মালিশ করি। তবে তা কখনই নীতির বাইরে গিয়ে নয়। আমি তাকে বললাম আমি যদি ব্লগে লেখতে পারতাম তবে নিজেকে ধন্য মনে করতাম। তবে আমি বিভিন্ন বিষয়ে লিখি তা তো আপনারা জানেন, বিশেষ করে আপনি।
আমি যে কবিতা লিখি তা আপনি পড়েছেন, জি হাঁ
আমি যে গল্প লিখি তা আপনি পড়েছেন, জি, হাঁ,
আমি যে কয়েকটা গান লিখেছি পড়েছেন, জী,হাঁ
তাহলে বলুন তো এ লেখা গুলোই যদি আমি কোন ব্লগে লিখতাম তা হলে আপনার দৃষ্টিতে কি আমি নাস্তিক হয়ে যেতাম। না তা কেন?
তা হলে এই যে শ্লোগান চলছে নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই। ব্লগারদের মধ্যে গুটি কয়েক নাস্তিক থাকলেও তারা কি প্রকাশ্যে মিটিং মিছিল করে প্রচার করেছে যে তারা নাস্তিক। অথবা আমরা ইসলাম ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন সভা সমাবেশ ওয়াজ মাহফিল করছি তারা কি তা করছে। না এমন তো দেখিনি। (চলবে)
২৪/০৪/২০১৩ইং
ব্লগ দিয়ে যদি ইন্টারনেটে ঢুকতে পারে তাইলে তাগো ফাঁসি চাওনটা দোষের কিছু না
কারো যদি কোন ব্যাপারে আলাদা মত থাকে তাতে সমস্যা কি? প্রকাশ্যে বললেই সমস্যা কি? কারো মাথায় বারি দিতে গেছে লাঠি নিয়া?
আপনি আপনার মত প্রকাশ করতে পারেন সে স্বাধিনতা আপনার আছে।তাই বলে আপিন আপনার মত বিরোধীকে গালাগালি করবেন এটাকে আপনি অন্যায় বলে মনে করেন কি না?
সত্য সহায়।গুরুজী।
আপনি আপনার মত প্রকাশ করতে পারেন সে স্বাধিনতা আপনার আছে।তাই বলে আপিন আপনার মত বিরোধীকে গালাগালি করবেন এটাকে আপনি অন্যায় বলে মনে করেন কি না?
সত্য সহায়।গুরুজী।
মন্তব্য করুন