আস্তিক বা নাস্তিক-২য় পর্ব
আস্তিক বা নাস্তিক-২য় পর্ব
ফেবুতে এক জনের পোষ্ট দেখলাম শেখ হাসিনা তো ব্লগার নাস্তিক ও বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রধান মন্ত্রী মুসলমানদের প্রধান মন্ত্রী নন। বাংলাদেশে ৮৫-৯০% লোক মুসলমান বাকী সব মিলে ১০-১৫% বাংলা মায়ের সন্তান অন্যান্য ধর্মাবলম্বি। নাস্তিক যে দু চারজন আছে তাদের যদি % এর হিসেবে নিতে যাই তবে দশমিকের পর এতই শুন্য আসবে যে তা জিরো পাওয়ারের ভাল্বের নামান্তর হবে। তাই তাদের আমি কখনই হিসেবে ধরি না। আবার নাস্তিকদের মাঝেও অনেক প্রকার নাস্তিক আছে যেমন প্রকৃতি বাদী নাস্তিক, আবার কোন কোন নাস্তিক উপাস্যে বিশ্বাসী নন কিন্তু সৃষ্টি কর্তা একজন আছেন তা বিশ্বাস করেন। আমার মতে সে কি করে নাস্তিক হন। কারন আমরা যারা আমাদের আল্লাহকে ঊপাস্য হিসেবে মানি তাঁর একটি নাম খালেক যার অর্থ হল সৃষ্টি কর্তা। তাহলে সে কি করে নাস্তিক হয়। তাই আমি তাকে প্রশ্ন করেছিলাম আওয়ামীলীগ ভোট যে ৩৫-৪২% ভোট পায় ২৫-৩২% ভোট তো মুসলিমদের হওয়ার কথা, অথচ তাদের তুমি অমুসলিম বললে কি করে।
সে বলল প্রমান দেখাও
একজন মুসলমান শুধু আল্লাহতায়ালার কাছেই তার ইমানের বা মুসলমানিত্বের প্রমান দেন।(চলবে)
সাভার ট্রাজেডি
আমার লেখার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে।
আংগুল গুলো আড়ষ্ট হয়ে আসছে।
কি বোর্ড ঠিকমত কাজ করছে না।
চারবার চেষ্টা করার পর
আমার পাস ওয়ার্ড একসেপ্ট হল।
কেন এমন হচ্ছে,
ওরা তো কেঊ আমার ভাই নয়,
কেঊ আমার বোন নয়,
তার পরও ,
অফিসে অনেক কাজ আজ ঠিকমত করতে পরিনি।
কেন একজন প্রশিক্ষিত আর্মি অফিসার কেঁদে উঠে
কেন আমার সব কিছু এলো মেলো,
আমার সত্তায় আমি অচল। আমি আর পারছি না।
আর পারছি না ,আর না।
২৪/০৪/২০১৩ইং
্লগে যারা মূলতঃ কোরান ,ধর্ম, ইসলাম ও আল্লাহকে গালাগালি করেছে তারা নাস্তিক নয়।তারা মূর্খ জ্ঞানহীন।
সত্য সহায়।গুরুজী।।
আপনার সাথে একমত। শুধু কোরান ,ধর্ম, ইসলাম ও আল্লাহকে কেন, যে কোন ধর্ম বা বিশ্বাসকে গালি দেওয়া আমার মতে জ্ঞানহীন মুর্খতা।
মন্তব্য করুন