শিশুরাই দেশ গড়ার কল।
শিশুরাই দেশ গড়ার কল।
বিঃ দ্রঃ (এই কবিতাটি আমার নয়। আমার ছেলে জোনাঈদের লেখা দ্বিতীয় কবিতা )
দিন আসে দিন যায়
আমার চিন্তা বাড়ে ভাই,
স্যারের প্রশ্নের শেষ নাই
আমাদের পড়া বাড়ে ভাই।
রাতের আকাশে তারা অশেষ,
ছাত্রদের নাই সিলেবাসের শেষ।
বাবাক শুধাই তোমরাও এত পড়তে
বাবা বলল,সে কি আর বলতে
আকাশের যেমন অন্ত নাই
পড়ার তেমন শেষ নাই।
পড়াশুনাই হল আসল বল
আজকের শিশুরাই দেশ গড়ার কল।
০৭/০৬/২০১৩ইং
ঠিকই বলেছেন ! আসলেই শিশুরা দেশ গড়ার কল।
আসলেই তাই।
আপনার ছেলে খুব সুন্দর লেখে। এই বয়সের লেখা যখন অবশ্যই প্রশংসার দাবীদার।
ধন্যবাদ ভাইয়া, আপনারা দোয়া করবেন।
আমাদের দেশে ভালো মানের ইঁদুরের কল না থাকায় দেশ গড়ার কলগুলো ভালোভাবে কাজে লাগানো যাচ্ছে না। বাঁশিওয়ালারা সেগুলোকে বারবার পাহাড়ের ওই পাড়ে নিয়ে যাচ্ছে।
তবে আপনার 'কল'টির প্রতিভা আছে, স্বীকার করতেই হয়।
দোয়া করবেন যেন ওর প্রতিভা ভাল কাজে ভাল মানুষ হিসেবে কাজে লাগাতে পারে।
লেখাটা আপনার হলে কিছু বলতাম না, যেহেতু 'জোনাঈদ'-এর, সেই জন্য বলছি-
১। আমার নানা শিখিয়েছিলেন আমায়, তারিখের পর 'ইং' লেখাটা 'ইংরেজি' শব্দের সংক্ষেপিত রূপ এবং মোটেও শুদ্ধ নয়। এখানে 'খ্রীষ্টাব্দ' বলা উচিত। 'ইংরেজি সাল' বলতে আমরা যা বোঝাই তা আদতে যিশুখৃষ্টের মৃত্যু থেকে গণনা করা হয়। যিশুখৃষ্টের আগের সময়টা সে হিসেবেই 'খৃষ্টপূর্ব'
২। কবিতা অত বুঝি না, তাই বলতে আসি কম। তবে, নতুন লিখিয়েকে যদি অনেক অনেক ছড়া কবিতা পড়ার পরামর্শ দেই তাহলে ওর জন্য ভাল হয় বোধ হয়! ও রবীন্দ্রনাথ গিলুক, নজরুল গিলুক, সুকুমার গিলুক, জীবনানন্দ গিলুক, শামসুর রাহমান গিলুক, আহসান হাবীব গিলুক- এরপর একখানা দশাসই ঢেঁকুর তোলার পর প্রাণ আঁকুপাঁকু করে যে লেখাটা বেরুবে সেটা হবে অনেক অনেক অনেক অনেক ভাল! সে পর্যন্ত জোনাঈদ-এর জন্য তার বাবা উৎসাহ যুগিয়ে যাবেন, সে আশা; প্রতিভা থাকে কতজনের- বাবা/মায়েরা ওদের ছাঁচে নষ্ট করেন, সে কে না জানে!?
দুটি উপদেশই অনেক সম্পদ দামী। আমরা নিজেরাও কত ভুল করি তাঁর প্রমান তো পেলাম। ধন্যবাদ। ওর জন্য দোয়া করবেন।
জোনাঈদের জন্য শুভকামনা।
আপনার ছেলে খুব সুন্দর লেখে।
ওর জন্য দোয়া করবেন
মন্তব্য করুন