চুল পাকিলে লাগিয়ে কালা
আবুল হোসেন
মানিকদী, ঢাকা সেনানিবাস
২৪/১২/২০২০
চুল পাকিলে লাগিয়ে কালা/
কালা যদি না হয় বালা চুল পাকিলে লাগিয়ে কালা
কালারে কেন খোঁজ?
সুন্দর সুন্দর স্বপন দেখতে আরাধ্যের হাতটি ছুঁতে
চোখটি কেন বুজ??
চুল পাকিলে লাগিয়ে কালা কালারে কেন খোঁজ।
সারা বেল কাজের খেলা, ঘরে ফিরে সন্ধ্যা বেল
ক্লান্ত শ্রান্ত দেহ খানি, গলিয়ে বিছেয়ে পাটিখানি
চোখ বুজিয়ে অমাবস্যার আঁধার কেন খোঁজ।
চুল পাকিলে লাগিয়ে কালা কালারে কেন খোঁজ।
যৌবন জোয়ার ফুরিয়ে গেলে,সায়াহ্নের দর্শন পেলে
সাদা কালো লম্বা খাটাে,কিছুতেই আর সুখ না মেলে।
পারের কড়ি সন্ধান করি, পারাবারের ফেরাফেরি
পেয়েছ কি, পেয়েছ কি আজো?
চুল পাকিলে লাগিয়ে কালা কালারে কেন খোঁজ।
মন্তব্য করুন