প্রেম একটি জলন্ত কাঠি
আবুল হোসেন
মানিকদী, ঢাকা সেনানিবাস
২৬/১২/২০২০
প্রেম একটি জলন্ত কাঠি//
প্রেম একটি জলন্ত কাঠি ধীরে ধীরে অঙ্গার হয়।
নিন্দার কাটা না লাগলে গায় প্রেম কি কভু সার্থক হয়।
প্রেম একটি জলন্ত কাঠি ধীরে ধীরে অঙ্গার হয়।।
ফুলের ঘ্রাণে ভ্রমর এসে গুনগুনিয়ে গেয়ে যায়
ভ্রমর ছুঁয়া না পাইলে ফুল রেণুর দেখা নাহি পায়।
মওলার প্রেমে ডুবলে হৃদয়, হৃদয় পুড়ে সোনা হয়
প্রেম একটি জলন্ত কাঠি ধীরে ধীরে অঙ্গার হয়।
জোয়ার ভাটা হয় নদীতে প্রেমের জোয়ার উজান বয়।
রঙ্গিন চশমা না পড়িলেও রঙ্গের দুনিয়ায় ডুবে রয়
জেনে শুনেই প্রেমিক হৃদয় প্রেম যমুনায় দেয় হৃদয়।
প্রেম একটি জলন্ত কাঠি ধীরে ধীরে অঙ্গার হয়।।
মন্তব্য করুন