খেলছো ইদুর বিড়াল
আবুল হোসেন
হাসনাবাদ
২৮/১২/২০২০
খেলছো ইদুর বিড়াল//
তুমি কি গো খেলছো ইদুর বিড়াল খেলো যদি মন চায়।
আমার কিছু ভাল লাগে না উরুউরু মন কি যেন আরো চায়
প্রথম দেখা কোথায় হলো মনে কি পড়ে তোমার
সেইতো পুকুর ঘাটে গাছের আড়ে আমরা গাছের ধার।
আমায় দেখে ভৌ-দৌড় দিলে যেন হুরপরি পালায়।
আমার কিছু ভাল লাগে না উরুউরু মন কি যেন আরো চায়।
সেই থেকে খেলছো ঈদুর বিড়াল সকাল দুপুর রাতে
ভয় কি গো পাও, একটু বলে যাও এসো না আমার সাথে
যার মনে যা সে পাবে তা করুনা ভরে মাওলার কাছে যদি চায়।
আমার কিছু ভাল লাগে না উরুউরু মন কি যেন আরো চায়।
মন্তব্য করুন