তমসা ভানু হে
আবুল হোসেন //তমসা ভানু হে।।
হাসনাবাদ
০১/০১/২০২১
তমসা ভানু হে//
এসো শ্যাম সুন্দর এসো তমসা ভানু হে
আপনা গরমে আপনা মরমে সাজাও শিশুকে
সাজাও সাজাও নতুন অতিথি এসেছে দ্বারে যে।
তমসা ভানু হে।।
আজি আকাশে বাতাসে সাজো সাজো রব, পুঞ্জবনে বিহগে কলরব
সাগরে পাহাড়ে মর্তে জীব যত, শূন্য ঝুলা ঝুলিছে কতশত।
ভরিয়া লহ ভরিয়া লহ অঞ্জলি হে।
তমসা ভানু হে
তন্দ্রা হারা সমীরণ, নতুনে করিবে বরণ,
শন শন বহে ক্ষণে ক্ষণে।
তারা নিহারিকার দলে, সারিসারি চলে
বিনায় মুরজে বাজে সারেগামাপা গাহে ওই নীল গগনে।
তমসা ভানু হে
মন্তব্য করুন