ভিন্নতার আজব সমাহার
ভিন্নতার আজব সমাহার
হাসনাবাদ
০৩/০১/২০২১
ভিন্নতার আজব সমাহার//
বছর আসে বছর যায়, পালিত হয় একই কায়দায়
কেউবা নাখেয়ে থাকে কেউবা আধ পেটা কেউবা বিরিয়ানি খায়।
কোথাও জ্বলে কপি বাতি, কোথায় লন্ঠন কোথাও আলোর ফোয়ারায়।
চোখ ধাঁধানো আলোর ছটায় নাচের তালে তাল হারায়, তাল হারায়ে যায়।
নতুন বছর আসবে যাবে, যতদিন এই ধরনী রবে
আলো বা অন্ধকারের হারে বিভাবরীর সাজন হবে
এটাই যে প্রকৃতির নিয়ম, তবে কেন কত সজন
উল্টাপাল্টা খায়।
হুশ হারায়ে জ্ঞান হারায়ে শেষ রাতে বাসায় ফেরে মাতাল অবস্থায়।
আধপেটা খাওয়া ছেলে গুলো, জ্বালিয়ে আবছা
মৃদু আলো
মাদ্রাসার ওই খুপড়ে ঘরে ছোট্ট স্বরে কোরান পড়ে
লাগে কি যে ভালো।
আহ্ কি যে ভাল লাগে।
বিশ্বাস না হয় দেখ একদিন, ভালো নিশ্চয় লাগবে সেদিন
কিসের নেশায় কিসের টানে,ছুটছে অহর্নিশ মৌন ধ্যানে।
এই ধরা হরেক রকম সাজিয়েছেন মাওলা যখন
আমি তুমি কি করব আর, ভিন্নতার আজব সমাহার
তাই যার আসে আপনা মনে,কর তুমি দিব্য জ্ঞানে।
আজ তবে এখানেই রাখি, আসব তোমাদের মাঝে থাকি থাকি।
আপনার ব্লগের সাম্প্রতিক পোস্টগুলোর লেখক কি আপনিই? অনেকদিন ধরে দেখছি, পোস্টের শুরুতে লেখকের জায়গায় নাম লেখা "আবুল হোসেন", আর অন্যদিকে ব্লগের আপনার নাম লেখা "আহসান হাবীব"- তাই জিজ্ঞেস করলাম।
মীর ভাই। আশা করি ভাল আছেন। আমি এত বড় একটা ভুল করে যাচ্ছি মনেই পড়েনি। আমি মোবাইলের নোট পেডে লেখাগুলো লিখি তারপর প্রথমে আমরা বন্ধুতে, পরে ফেবু বা অন্যান্য ব্লগে পোষ্ট করি।
আমার লেখার মান কেমন হবে, আদৌ আমরা বন্ধুতে সুযোগ পাব কি না, তাই আমি ছদ্দ নাম আহসান হাবিবে লেখা পাঠাই। সুযোগ পেয়ে বেশ কিছদিন নিয়মিত লেখার পর মাঝে দীর্ঘ বিরতি পরে। আবার লেখতে আরম্ভ করছি।
আমি নামটা বদল করে দিব।
আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন?
মন্তব্য করুন