কি হবে ভেবে ভেবে
আবুল হোসেন
হাসনাবাদ
৪/১/২০২১
ব্যর্থ জীবন কি হবে ভেবে ভেবে
জীবন তো চলেই গেছে আর কতদিনই রব এ ভবে।।
যমুনায় দেখ শূন্য তরী দুলে যেমন
বাবুই পাখির বাসা শূন্যে দোলে কেমন
জীবন নদীর দু'ধারে তেমন শূন্য শূন্যই রবে।
কি হবে ভেবে ভেবে।
যোগ বিয়োগের অংক কষি মিলাতে হিসাব অহর্নিশি।
এখানে গড়ে তো ওখানে ভাংগে, ভাংগা গড়ায় চলে দিবানিশি
চলে জীবন ভাবি ক্ষনে ক্ষণ কি হবে কি হবে কি আর হবে।
কি হবে ভেবে ভেবে।
মন্তব্য করুন