আমার মন চাহে না
আমার মন চাহে না
হাসনাবাদ
৬/১/২০২১
আমার মন চাহে না স্বজনী আমার মন চাহে না
সাত রঙা ধরনী সুধা ভরা জীবনী ছাড়িত অবনী
আমার মন চাহে না।
ওগো স্বজনী আমার মন চাহে না।
কি সুন্দর বাড়ি কত দামী গাড়ি বিউটিকুইন নারী
ছাড়িতে অবনী আমার মন চাহে না।
এ জমিদারি, টাকা কাড়িকাড়ি, যাইতে সকল ছাড়ি
ছাড়িতে অবনী আমার মন চাহে না।
আগে যদি জানিতাম, তবে কি আর আসিতাম,
ধরনীর রংগ নাট্য শালে,
মাওলারে করুনা ভরে, কহিতাম সকাতরে,
না ভাবিয়া কি আছে ভালে।
যত খেলা দেখিতে চাও, হেথায় খেলায়ে লাও
যাবো না তোমায় ছাড়ি
ওগো স্বজনী আমার মন চাহে না।
ছাড়িতে অবনী আমার মন চাহে না।
ছেলে মেয়ে ভাই বেরাদার, অকারণে করি অহংকার
যাইবার কালে কে হবে আর, সংগের সাথি
বালিশ ছাড়া মাটির বিছানা, কোল বালিশের নাইতো খানা, আন্ধার ঘরে নাইকো বাতি।
কেমনে থাকি সকাল বিকাল রাতের খাবার ছাড়ি।
ওগো স্বজনী আমার মন চাহে না।
ছাড়িতে অবনী আমার মন চাহে না।
মন্তব্য করুন