সই বলে দে বলে দে আমায় কি করিল সে।
আহসান হাবিব //সই বলে দে বলে দে
হাসনাবাদ
১৪/১/২০২১
সই বল আমারে বল আমারে কি করিল সে
কাজে কর্মে সদা হেলা, হা-হুতাশে যায় যে বেলা
আমি তো নই আমার মাঝে কি হইতে যে কি হইয়াছে
সই বলে দে বলে দে আমায় কি করিল সে।
সখি তাহার ধৈর্য বেশী এটাই আমার গলার ফাঁসি
একবার যদি বিধে গলে ছুটে না আর এই জনমে
তাহারি তরে মর্ম পুড়ে অঙ্গার হইয়াছে।
সই বলে দে বলে দে আমায় কি করিল সে।
নিন্দার কাটা না লাগলে গায় প্রেম কি সফল হয়
এ সব ভেবে কেন তবে সে দুরে দুরে রয়
সই দুরে দুরে রয়।
আম বলিতে জাম বলি, ছাগল বলে পাগল বলি
তবে কি এই অভাগিনী তাহারি তরে পাগল হইয়াছে।
সই বলে দে বলে দে আমায় কি করিল সে।
মন্তব্য করুন