আল্লাহ আল্লাহ বলে
আহসান হাবিব
হাসনাবাদ
১৭/১/২০২১
আল্লাহ আল্লাহ বলে//
আল্লাহ আল্লাহ বলে কাঁদে প্রাণী কুলে
কাঁদে নিপতরু কাঁদে মৎস্য কুলে
আল্লাহ আল্লাহ বলে।।
কত না জীবে কাঁদে, কাঁদে ওই সমুদ্র তলে
আল্লাহ আল্লাহ বলে।
দেখা যায় না চোখে জ্বীন পরীর দলে
শূন্য গগন তলে হাজারো কোটি ফেরেসতা দলে
কাঁদে আল্লাহ আল্লাহ বলে।
পীর পয়গম্বর গনে রাত্রি জাগরণে
কি অমোঘ টানে কি সুধা পেতে প্রাণে
সুখ শান্তি ত্যজ্য করে, বিবি বাচ্চাকে ভুলে
কাঁদে আল্লাহ আল্লাহ বলে।
মাটির চাদর তলে, আছে যত প্রাণী মৃতচ্ছলে
চলিতে নাহি পারে দেখিতে পায় কি তোমারে
তবু সুখ দুখ যা দাও তারে, পুরস্কার জ্ঞানে বলে,
কাঁদে আল্লাহ আল্লাহ বলে।
মন্তব্য করুন