ওগো বন্ধু আমার একটু বস
আহসান হাবিব
হাসনাবাদ
২৮/১/২০২১
ওগো বন্ধু আমার একটু বস মনের কথা এখনো
হয়নি বলা।
কতদিন কত রাত কেটে গেছে মনের কথা মনেই আছে যায়নি বলা।
ওগো বন্ধু আমার একটু বস মনের কথা এখনো
হয়নি বলা।
ওই যে দেখ গাছে ফুল ধরেছে, আবার তাতে ফলও হয়েছে
আমরাও সবার মতো সবই করেছি তবু কেন যে মনে হয় কিছু কথা হয়নি বলা।
ওগো বন্ধু আমার একটু বস মনের কথা এখনো
হয়নি বলা।
ভ্রমরের মত আমি এসেছি তব দ্বারে, তুমিও দিয়েছ সবই উজার করে
হেসেছি খেলেছি গেয়েছি গান,সুর তাল লয়ের উড়িয়েছি বাণ।
তবু কিছু কথা কিছু গান সুর তাল লয়ের বান উড়ানো হয়নি হয়নি বলা।
ওগো বন্ধু আমার একটু বস মনের কথা এখনো
হয়নি বলা।
মন্তব্য করুন