তুমি ভালবাস না মোরে
আহসান হাবিব
হাসনাবাদ
২৯/১/২০২১
তুমি ভালবাস না মোরে//গান
তুমি ভালবাস না মোরে সে তো আমি জানি
তবু থাকি থাকি জেগে উঠে তব দিলে প্রেমাগ্নি।
প্রেম তো তুষের আগুন সুপ্তভাবে জ্বলে ধিকেধিকে
কারো সমাপ্তি ঘটে মিলনে কারো ভালে শুধু গ্লানি।
তুমি ভালবাস না মোরে সে তো আমি জানি।
মাঝে মাঝে কর অভিনয় আমি ছাড়া আর কেউ আপন নয়
উচুনিচুর/ বড় ছোটর হাওয়া দিলে লেখে হয় তার অবক্ষয়
মন যমুনার নাগরদোলায়, সাজি শূন্য বেলা অবেলায়
এমনি করেই যাচ্ছে এগিয়ে মোদের প্রেমের তরি খানি
তুমি ভালবাস না মোরে সে তো আমি জানি।
এই যেন প্রেমের জোয়ার বইছে প্রেম যমুনায়
এই দেখি ভাটার টানে নেই কোন কানাকানি প্রেম ঝুলনায়
যাব কি যাব না, পাব কি পাব না,উচাটন মন
সদা হয় পেরেশানি।
তুমি ভালবাস না মোরে সে তো আমি জানি।
মন্তব্য করুন