না যেও না যেও না গো
আহসান হাবিব
হাসনাবাদ সেনা ক্যাম্প
৪/১/২০২১
না যেও না যেও না গো//গান
না যেও না, যেও না গো, রজনী এখনো বাকি। শুকতারা উঠেছে কি? সাজি ভরেনি ফুলে,
আরো কিছু নাও গো
না যেও না যেও না গো।
হেলায় ফেলায় কাটলো রাতি, কুঞ্জে ডাকেনি পাখি
কত কথা বুকে রেখেছি গাথি, হলো না হলো না বলা ওগো।
না যেও না যেও না গো।
এই তো সেদিন এলে দ্বারে, সাধ না মিটিতে শর বিধা পাখিটারে।।
রেখে একেলা কোথায় যাবে চলে, যেও না, না যেয়ো না গো।
মন্তব্য করুন