তরণী না হয় তরুণী হলো
গীতিকবিতা/ তরণী না হয় তরুনী হলো,
আহসান হাবিব
হাসনাবাদ কোরানটাইন বিল্ডিং
২১/০৮/২০২১
তরণী না হয় তরুনী হলো, নৌকার জায়গায় নায়িকা হলো হতে দেনা হতে দে।
যেখানেই যাই, যাহা কিছুই করি, মন যে পড়ে থাকে তরুণীতেই রে?
তরণী না হয় তরুনী হলো, নৌকার জায়গায় নায়িকা হলো হতে দেনা হতে দে।
তোদের বোঝাবে কে, মন যে আমার হাওয়ায় হাওয়ায় ঘুরে
ওই যে নীলাকাশ তার পরে আরো আকাশ সাজানো স্তরে স্তরে
সুশোভিত এমনি, কোথাও ত্রুটি চোখে পড়েনি
পড়িবে কেমনি বানিয়েছেন যিনি মহানের মহান যে সে।
তরণী না হয় তরুনী হলো, নৌকার জায়গায় নায়িকা হলো হতে দেনা হতে দে।
চোখে যখন দেখি তরুণী, বিস্ময়ে স্তম্ভিত হতবাক হই তখনি
কত অপরূপ রূপে সাজিয়েছ তুমি,যতই দেখি বেড়ে যায় তৃষা, সে তৃষা মিটিবে সে কিসে।
তরণী না হয় তরুনী হলো, নৌকার জায়গায় নায়িকা হলো হতে দেনা হতে দে।
তরণী পারাবারের খেয়া, তরুণী বয় জীবন নদীর খেয়া
খেয়ায় খেয়ায় সাজিয়ে জীবনের খেয়া, বয়ে চলে অবনীর দেয়া।
তাই দেরে পাল তুলে দে তরণী তরুণীতে পাল তুলে দে,
করিস নে হেলা পাল তুলে দে।
তরণী না হয় তরুনী হলো, নৌকার জায়গায় নায়িকা হলো হতে দেনা হতে দে।
মন্তব্য করুন