আমি যারে আমি ভালোবাসি
গীতিকবিতা/ আমি যারে আমি ভালোবাসি
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
কোরানটাইন বিল্ডিং
২৪/০৮/২০২১
আমি যারে আমি ভালোবাসি আমার সকলি তাহার, সকলি তাহারি দান
অর্থ সম্পদ মান সন্মান বিত্ত বৈভব আমার শিক্ষা আমার জ্ঞান।
আমি যারে আমি ভালোবাসি আমার সকলি তাহার সকলি তাহারি দান।
কে সৃজিছে এই দেহটারে, কেই বা আছে মম অন্তরে
চর্ম চক্ষে দেখিতে নারে, কে কথা কয় মম অন্তরে।
আমার আমার করেছি সদা আমার আমিতে হয়েছি হয়রান।
আমি যারে আমি ভালোবাসি আমার সকলি তাহার সকলি তাহারি দান।
যেদিন বুজেছি আমি নই আমারে খুজেছি তাহারে অন্তরে বাহিরে
আকাশে পর আকাশে খুজেছি, পাতালের পর পাতালে দেখেছি
খুজেছি যত আপনা আপনা মত বুজেছি তত এখানে মম অন্তরে নহে নহে নহে তার স্থান।
আমি যারে আমি ভালোবাসি আমার সকলি তাহার সকলি তাহারি দান।
সে হয়েছিল মম সহযাত্রী, থেকেছে সাথে কটা দিন কটা রাত্রি।
কতো হিল্লোল,কতো কোলাহল, কতো বনলতা কতো শতদল
কতো সুর কতো তরঙ্গ, কতো জীব কতো বিহঙ্গ
সেও তো দেখেছে সেও তো গেয়েছে, তুলেছে সুর গেয়েছে কত গান।
আমি যারে আমি ভালোবাসি আমার সকলি তাহার সকলি তাহারি দান।।
মন্তব্য করুন