যতই যেতে চাই গো দুরে
গীতিকবিতা/ যতই যেতে চাই দুরে
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
২৭/৮/২০২১
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
ছেড়েও দেও না কাছেও নেও না যাচ্ছি আমি মরমে মরে
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
এই প্রেম পীরিতি কি যে রহস্যময়, মানে না বয়স থাকেনা ডর থাকেনা ভয়।
মাটির সাথে আকাশের ভাব বৃষ্টি হয়ে হয় আবির্ভাব
তাদের মিলনে মা মাটি কেমনে সবুজে সবুজে যায় গো ভরে।
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
নদীর সাথে সাগরের পীরিত, সদাই নদী সাগড় পানে বয়
কেউ কি পারে রুখতে নদীকে সাগরে মিলন হবেই হয়।
চাইলে রবে মিলন হবেই মোদের কেউ কি কভূ রুধিত পারে।
যতই যেতে চাই গো দুরে,ততই বাঁধো নতুন করে নতুন নতুন ডোরে
মন্তব্য করুন