আল্লাহ আমি তোমার বান্দা
গীতিকবিতা/ আল্লাহ আমি তোমার বান্দা
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
২৮/০৮/২০২১
ওগো... আল্লাহ...
আল্লাহ আমি তোমার বান্দা শেষ নবীর উম্মত আমি গুনাহগার
আমার সিনাও চাক করে ঘুচাও আমার মনের অন্ধকার।
চর্ম চক্ষে তোমায় দেখতে নারি, দিলের আঁখি খুলি
সদা কসরত করি দেখতে তোমায় খোদা খেই হারিয়ে ফেলি
কি করে দেখবো তোমায় বলো দিল যে আমার ময়লারও ভাগাড়।
আমার সিনাও চাক করে ঘুচাও মনের অন্ধকার।
নবীর সিনা চাক করেছে বার কয়েক করিতে নিস্পাপ
হিংসা লোভ অহংকারও না ছিল তাঁহার, কাউকে করেননি অভিসম্পাত
তাঁকে আপনি করেছেন সমুন্নত,কেউ নয় তো উনার মত
তার উছিলায়,দয়াল নবীর দয়ায় পুলসিরাত হবো আমি পার।।
আমার সিনাও চাক করে ঘুচাও মনের অন্ধকার।
দুঃখ থাকবে সুখও থাকবে,জীবনে উত্থান পতন আসবে
এটা তো আপনারই কথা, তাইতো আমি ঘামাই না মাথা
কাজ থেকে যখন হইবো বিরত, মাঙবো আমার চাহিদা যত
তুমি আমায় ফিরাবে না কভূ জানি আমি জানি প্রভু্।
আলোর দেখা পাবই পাবো, ঘুচবে জানি সকল আঁধার।
আমার সিনাও চাক করে ঘুচাও মনের অন্ধকার।
মন্তব্য করুন