এক গাছে কি সব ফল ফলায়
গীতিকবিতা/ এক গাছে কি সব ফল ফলায়।
আহসান হাবিব
৫/১১/২০২১
এক জনমে কি সব পাওয়া যায় ওগো বন্ধু,
এক গাছে কি সব ফল ফলায়।
বড় প্রেম শুধু কাছে টানে না দুরেও নিয়া যায়
ওগো বন্ধু, দুরেও নিয়া যায়।
এক গাছে কি সব ফল ফলায়।
সব নদী তো যায় না সাগরে নদীতেই মিলায়
সব কুড়িতে ফুল ফুটে না, অকালে ঝরে যায়
তোমার আমার হয়নি মিলন
তোমার আমার হয়নি মিলন
ছিলনা কপালে মোদের বিধাতার লেখায়।
এক গাছে কি সব ফল ফলায়।
স্থান কাল পাত্র সময় মেনে চলে জগত সংসার
স্থান কাল পাত্র সময় ছিলনা পক্ষে তোমার আমার
তাইতো ভালোবাসার কুড়িতে ফুল ফোটেনি
গেছে অন্তরে মিলায়,
ছিলনা কপালে মোদের বিধাতার লেখায়।
এক গাছে কি সব ফল ফলায়।
তুমিতো কখনো বলনি রেখেছ মনে মনে
আমিও লুকিয়ে রেখেছি মনের গহীন কোণে
আজ বলবো কাল বলবো বলে সময় গেল চলে
বুঝতে পারিনি হায়।
ছিলনা কপালে মোদের বিধাতার লেখায়।
এক গাছে কি সব ফল ফলায়।
মন্তব্য করুন