আমি গান লিখি তোমার জন্য
গীতিকবিতা// আমি গান লিখি তোমার জন্য
আহসান হাবিব
৮/১২/২০২১
আমি গান লিখি শুধু তোমার জন্য
চোখ মেলে যেমন দেখেছি তোমায়
ওগো জন্মভূমি বাংলা মাগো
আজো আছ তেমনি অনন্য।
আমি গান লিখি শুধু তোমার জন্য।
ওগো জন্মভূমি বাংলা মাগো
আজো আছ তেমনি অনন্য।।
পাখির কিচির মিচির গান, ঝরনার কলকল তান
ফসল ফসলে ভরা মাঠ,সারি সারি নৌকায় ভরা নদী ঘাট
সেদিন যেমন বইতো ঝরণা ধারা আজো ঝরছে কত অনন্য।
আমি গান লিখি শুধু তোমার জন্য।
সেদিন বাতাস বইতো শনশন সুরে, ডাকিতো কেকা ঔই দুরে
রাখালের পাল ছুটটো মাঠে, হাটুরে অর্ধ দৌড়ে ছুটতো হাটে।
হাডুডু বল আরো কত খেলা খেলে হোতাম ধন্য।
তাই
আমি গান লিখি শুধু তোমার জন্য।
মন্তব্য করুন