দেশপ্রেম
প্রতিবেশী দেশ ভারতে ইঁদুর হত্যার জন্য ৫ বছর করাদণ্ডের আইন করা হয়েছে। অথচ, আমাদের দেশে মানুষ হত্যা করেও অধিকাংশ খুনি কোনো রকম দণ্ডের আওতায় আসে না। আমার এমন মন্তব্যে প্রতিবাদী সুরে সহকর্মী ‘রশীদা আপা’ বলে উঠলেন, ‘নিজের দেশকে এতোটা অবহেলা করবেন না। দেশকে ভালোবাসুন।’ নিজের দেশ, নিজের সংস্কৃতিকে কে না ভালোবাসে। আমার মধ্যেও এর কমতি নেই। তবে এর ঘাটতি আছে আমাদের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও মন্ত্রীদের। তাইতো প্রতিবেশী দেশের কাছ থেকে তাদের শিক্ষা নেয়া উচিত। অন্যায় কাজের স্বীকৃতি দেয়া মানে দেশপ্রেম নয়। অন্য দেশের ভালো কাজের প্রশংসা করলে নিজের দেশকে খাটো করা হয়- এমনটি ভাবার অবকাশ নেই। বরং অন্যায়ের বিরুদ্ধে লড়ে ন্যায় প্রতিষ্ঠাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম। যা দেশকে মনে-প্রাণে ভালোবাসার শামিল। তাই অন্যায়কে ‘না’ এবং শাস্তিকে ‘হ্যাঁ’ বলুন।
তাই যদি বাস্তবে হতো
ইচ্ছা থাকলে উপায় হয়। এজন্য চাই- সরকার, সংশ্লিষ্ট প্রশাসন এবং জনগণের স্বতঃস্ফূর্ততা।
তাই অন্যায়কে ‘না’ এবং শাস্তিকে ‘হ্যাঁ’ বলুন।
ধন্যবাদ। বন্ধুদেরও 'না' এবং 'হ্যাঁ' সম্পর্কে সচেতন করুন।
ইন্দুর হত্যা বন্ধের আইনের শানে নযুল আর ব্যাখাটাও শুনতে চাই
দুঃখিত, আপনার 'ইন্দুর'-এর শানে নযুল বা ব্যাখ্যা আমার কাছে নেই। যা আছে তা হচ্ছে- ইঁদুর।
মন্তব্য করুন