একদেশ-য়ের গল্প
এক অঞ্চলে একদেশ নামে একটি দেশ ছিল
একদেশ-য়ের মন্ত্রী ভালো, সান্ত্রী ভালো, পন্ডিত ভালো, মূর্খ ভালো, ভেড়া ভালো, শুয়োরও ভালো
কিন্তু একদেশ ভালো নয়, একদেশ ভালো থাকে না
কি হলো একদেশ-য়ের, একদেশকে তো ভালো থাকতে হবে; তা নাহলে আর সবাই ভালো থাকবে কি করে
একদেশের সব ভালোরা মিলে একটি কমিটি গঠনের প্রস্তাব দিল
কমিটি ভেবে-চিন্তে, গবেষণা, তদন্ত করে একদেশ কে ভালো করার দিকনির্দেশনা দিবে
কিন্ত তাতেই গোল বাঁধলো; কমিটির প্রধান হবে কে
ঠিক হলো ঠিক যে-প্রধানতম কারণে একদেশ ভালো না সেই কারণ-বিষয়ে বরিষ্ঠ বিশেষজ্ঞ হবেন নতুন কমিটির প্রধান
তখন বাঁধলো আরেক গোল; ভিন্ন ভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ যুক্তি দিয়ে প্রমাণ করলেন ঠিক তারা যে-বিষয়ে বিশেষজ্ঞ
সেই কারণে একদেশ ভালো নয়; এই নিয়ে হৈ চৈ হলো; কমিটি আমজনতার সাহায্য চাইলো
তখন রাস্তার একটি আধ-ন্যাঙটা ছেলে এসে বললো," স্যার, আমাকে কমিটি-প্রধান করেন"
'কেন? কেন?' ব্যস্ত হয়ে পড়লো সকলে
"কারণ, আর সবাইরে কমিটি করে তো লাভ নেই, কমিটির রিপোর্ট তো গোপন থাকবে, প্রকাশ পাবে না"
"আর আমারে দেখেন", এই বলে সে নিজের হাফ-প্যান্টটা খুলে ফেললে বললো, "আমার কোনো কিছু গোপনীয় নয়, সবই প্রকাশ্য"
"এই করো করো কী, করো কী" বলে তখন সবাই চিৎকার করে উঠলেও সবচেয়ে মুরব্বী বিশেষজ্ঞটি বললেন_
" কিন্তু তুমি কি পারবে, বয়স কম, সাইজেও তো ছোট"
তখন ছেলেটি তার জানা একমাত্র ইংরেজি বাক্যটি ব্যবহার করে বললো:
স্যার, যে প্রকাশ্যে করতে পারে, তার বেলা, সাইজ ডাজ নট ম্যাটার
হুম...।
ওরে বাবা!
লেখা ভালৈছে..
সেটাই
ঠিকঠাকমতো বক্তব্য ধরতে ব্যর্থ হইলাম। তয় লেখা তো মুনয় ভালোই হইসে। চালায় যান।
মন্তব্য করুন