ইউজার লগইন

তিমির প্রেম

281321_10150325229616798_712956797_9313461_2385769_n.jpg

চমৎকার রোদ ভড়া সকালে রেডক্লিফ জেটিতে গিয়ে যখন দাড়ালাম আমরা তখনও চেকইনের আধা ঘন্টা বাকি। উত্তেজনায় ক্লিফ সাত সকালে উঠে রেডি হয়ে বসে আছে। কি আর করা সকাল ৯।৩০শে চেকইন হলেও ৯টায় গিয়ে পৌছালাম জেটিতে।
249241_10150325230006798_712956797_9313470_2917254_n.jpg
বোটের পাশে দাড়িয়ে দাড়িয়ে সময় মারতে গিয়ে সাগর থেকে আসা ঠান্ডা বাতাসে জমে যাচ্ছিলাম আমরা। যদিও শীত কমে এসেছে তবু সকালের সাগড়ের ঠান্ডা বাতাস হাড়ে কঁাপন ধরিয়ে দিল।
216791_10150325229871798_712956797_9313468_2695318_n.jpg
ক্লিফ ঠান্ডা কাটাতে চ্যানেল নাইনের টুডে মর্নিং শোর টি হয়ে পোজ দিতে থাকল আমাকে Wink

281786_10150325239066798_712956797_9313604_1039024_n.jpg
জীবনে প্রথম তিমি দেখব....উত্তেজনা আমারও কম কিছু নয়। ৯।৩০শে বোটে চেকইন করেই ক্যমেরা নিয়ে যা খুশি তাই তুলতে থাকলাম। জিবন্ত তিমি না পেয়ে বোটে রাখা সফ্ট টয়ের ছবি তুললাম Wink. মনে মনে ছটফট করি আর ভাবি সত্যই কি তিমি গুলো আমাদের কাছে এসে নাচা নাচি করবে যেমন বিঙ্গাপনে বলা আছে? ভাবতেই গা রিনরিন করে সত্যিকারে তিমি দেখব, টেলিভিশনে নয় একেবারে সত্যি!

জুন থেকে নভেম্বর পর্যন্ত এখানে তিমি দেখবার সময়। আটলান্টিক থেকে তিমিরা উষ্ণ স্রোতে গা ভাসিয়ে সঙ্গি খুজে প্রেম করতে আর বাচ্চা পাড়তে আসে উষ্ণ পানির দেশে। বাচ্চা প্রসব করতে আর নিউবর্ন দের জিইয়ে রেখে একটু বড় করে তুলতে ওদের উষ্ণতার দরকার হয়, আর তাই এত দুরদেশে মাইগ্রেট করে আসে বছরের এই সময়টায়। বাচ্চারা একটু বড় হলেই আবার ফিরে যায় ঠান্ডা পানির দেশে।

রেডক্লিফ থেকে ঘন্টা দেড়েকের পানি পথ খোলা সাগরে পৌছুতে। আমার সি সিকনেস নেই বলেই জানি। আগে একবার সমুদ্র অভিজানে যাবার অভিঙ্গতা আছে ৪ দিনের জন্য। তবে অনেক বড় শিপ ছিল ওটা। ৪,০০০ প্যাসেঞ্জার কেবিন ছিল ওটায়। ছিল মুভি থিয়েটার থেকে ওয়াটার থীম পার্ক পর্যন্ত অনেক কিছুই। সেবার কোন সিকনেস ফিল করিনি তাই খুবই কনফিডেন্ট ছিলাম এবারের সাগর সফরের ব্যপারে Wink, তাই যখন ক্রুরা সি সিকনেস মেডিসিন বিক্রি করতে এল গর্ব করে হেসে বললাম আমার সি সিকনেস নেই।
252131_10150325237596798_712956797_9313569_673090_n.jpg
এবারের এটা তে আমালাদা কোন কেবিন নেই, প্যাসেন্জার সিটিং এ্যরেন্জমেন্ট তিন লেভেলের তিন/চার তলার ছোট্ট বোটে।
249216_10150325238976798_712956797_9313599_3097916_n.jpg
খোলা সাগরেরর পথে রওনা দিয়ে উত্তেজনায় তিমি না পেয়ে সি-গালের সাগর ছুয়ে মাছ ধরা,
285276_10150325239026798_712956797_9313602_4876583_n.jpg

185510_10150325241496798_712956797_9313658_1698537_n.jpg
পেলিক্যানের রোদ পোহানো আর কিছু কার্গো শিপের ছবি তুলে সময় কাটাচ্ছিলাম।
281231_10150325238471798_712956797_9313585_4364693_n.jpg
সাগরের সাদা ফেনার খেলা দেখতে দেখতে যখন পেটে বড় রকমের একটা দোলা অনুভব করলাম জানলাম আমরা খোলা সাগরে পরতে চলেছি।
IMG_6115.jpg
মর্টন আইল্যান্ড কে পাশ কাটিয়ে চলেছি আমরা। এই মর্টন আইল্যান্ডটি বালুর তৈরি। কোথাও সাদা বালু কোথাও লালবালু চমৎকার কন্ট্রাস্ট তৈরি করেছে সবুজে লতা আর গাছের মাঝ দিয়ে, চমৎকার আইল্যান্ড ক্যাম্পিং এর জন্য।

মর্টন আইল্যান্ড পেরিয়ে অল্পক্ষনেই আমরা ঝপাত করেই খোলা সাগরে এসে পরলাম। এখানে সাগরের দোলায় আমাদের ছোট্ট বোট টা অথই সাগরে কলার মোচার খোলার মতন উথাল পাথাল দুলতে থাকলো তা'থই তা'থই করে। আমরা অবশেষে খোলা প্যাসিফিক সিতে পৌছালাম....সাগরে রোদের আলো পরে চমৎকার এক দেখবার মতন ব্যপার হয়েছে। দিগন্ত ছুয়ে কোন থই নেই কোথাও।
228856_10150325237951798_712956797_9313576_6449607_n.jpg
মনে শুধু একটাই শব্দ এলো - "অসাধারন"!

কোন কিছু ধরেও সোজা দাড়িয়ে থাকা দায় হয়ে দাড়াল ঢেউয়ের দোলায়। আমরা দুরে দেখতে পালাম তিমিরা পানি ছিটিয়ে খেলা করছে।
185570_10150325240726798_712956797_9313641_4726173_n.jpg
সবাইকে উপরের খোলা ডেকে যাবার ডাক পরল। এটা সেটা ধরে দুলতে দুলতে আমরা ডেকে গিয়ে দাড়ালাম।
262486_10150325241211798_712956797_9313651_1166874_n.jpg
হঠাৎ করেই যেন আমাদের সামনে পিছনে ডাইনে বায়ে যেদিকে তাকাই শুধুই তিমিদের জলকেলি চোখে পরতে থাকল। পুরুষ তিমি মেয়ে তিমিকে পানি ছিটিয়ে প্রেম নিবেদন করে পটাবার বিরামহীন চেষ্টা চালাচ্ছে।
250286_10150325240516798_712956797_9313637_6067239_n.jpg
দুজন মিলে হুটোপুটি করছে, হুস করে ভেসে উঠেই আবার সাথে সাথেই ডাইভ দিয়ে গভিরে তলিয়ে যাচ্ছে কিছুক্ষনের জন্য, আবারও ভেসে উঠে পুরুষ পানি ছিটিয়ে মেয়েটিকে টিজ করছে ;)। কি অপরুপ দৃশ্য!
263356_10150325240571798_712956797_9313638_6530820_n.jpg

282171_10150325239551798_712956797_9313615_6814195_n.jpg
ধুসর পিঠ, নিলচে সাদা পেটের আর সাদা ডানার তিমিরা চারিদিকে প্রেম-উৎসবে মত্ত।
229781_10150325240896798_712956797_9313644_1490221_n.jpg

এর মাঝে আমরা যখন আরো গভির সাগরের পথে রওনা দেব তখনই এক দম্পতি হুস
189360_10150325241081798_712956797_9313648_2841637_n.jpg
করে বিশাল বিশাল দেহ নিয়ে একদম বোটের ১০ হাতের ভেতর ভেসে উঠে ডানা নেরে আমাদের যেন বিদায় জানাল আর লেজ ঝাপটিয়ে চলে গেল গভিরে।
223031_10150325240371798_712956797_9313634_681850_n.jpg
আমরা যতই খোলা সাগরে যেতে থাকলাম ততই আমাদের বোট টা যেন আরো জোড়া দোলা দিতে থাকলো। ডেকে দাড়িয়ে আমার মনে হলো আমার সারা পেট দোলায় দোলায় বেরিয়ে আসবে যেকোন সময়। মনে মনে ভাবি এত গর্ব করে সি সিকনেস মেডিসিন ফিরিয়ে দিলাম Sad, বমি করার অদম্য ও আকুল ইচ্ছেটাকে সমস্ত শরীর দিয়ে দমানোর চেষ্টা চালাতে থাকলাম। এর মাঝে আমাদের লাঞ্চের ডাক পরল নিচে। সাগরের পানির নাচানাচির সাথে সাথে আমার পেটের নাচানাচিতে আমার তখন এই সেই অবস্থা :(। যে কোন মুহুর্তে সব বেড়িয়ে আসার আসংকা /#)। এর উপর খাওয়া পেটে ঢোকাবো কি করে সেই চিন্তায় পরলাম, এদিকে পেটে খিদের চোটে ছুচোও ছুটছে। খাবার নিলাম কম করেই কিন্তু খিদের চোটে আবারও নিলাম। আরো খোলা সাগরে চলে যাওয়ায় দুলুনি আরো বেড়ে গেছে, মনে হচ্ছিল যা খেলাম সব এখনই বেরিয়ে আসবে :(। আবারও ডাক পড়ল উপরের ডেকে আরো তিমি দেখতে। আমি বমি থামানোর চেষ্টা করতে করতে উপরে গেলাম এই অপুর্ব দৃশ্য মিস না করার জন্য। এবার আরো জোরে আমার পেট মোচর দিয়ে আপত্তি জানালো কঠিন ভাবে। মনে হলো মানুষ জনের গায়ের উপরই বমিটা হয়ে যাবে। এর মাঝে আরো একঝাক তিমি দেখে মনটা অন্য দিকে গেল। হঠাৎ কোথা থেকে এক ঝাক ডলফিন লুটোপুটি করতে করতে তিমিদের মাঝে এসে পরল। এদিক সেদিক লাফিয়ে ঝাপিয়ে দুষ্টুমি করতে করতে ওরা আরেক দিকে চলে গেল,
250286_10150325240516798_712956797_9313637_6067239_n.jpg
সেই সাথে ছেলে তিমিটা দুবার ভুষভুষ করে পানি ছিটিয়ে সঙ্গিনী কে ইম্প্রেস করতে উল্টিয়ে পাল্টিয়ে দু তিনটে ডিগবাজি দিয়ে ফেলল ;)।
216896_10150325240146798_712956797_9313629_5589_n.jpg

283861_10150325240086798_712956797_9313627_8120681_n.jpg
ওদের এই নাচানাচি আর প্রেমলীলা দেখে আমার এযাত্রা বমি করারা প্রবল চাপটা বন্ধ হলো কোন রকমে Smile বাবা কি বাঁচা বাঁচলাম Smile
284591_10150325240326798_712956797_9313633_4919904_n.jpg

283416_10150325240016798_712956797_9313625_3879104_n.jpg
ফেরার জন্য নিচে নামতেই এক ক্রু এসে দেড় কেজির মতন টাইগার প্রন দিয়ে গেল আমাদের টেবিলে। পেটে তখনও আমার খিদে, আমি আর ক্লিফ পাশের জানালা দিয়ে তিমির নাচা নাচি দেখতে দেখতে দেড় কেজি টাইগার প্রন সবার করে দিলাম Tongue
284541_10150325241046798_712956797_9313647_5353507_n.jpg

185570_10150325240726798_712956797_9313641_4726173_n.jpg
ফিরতি পথে আবারও সাগর আর দু একটা বড় শিপ দেখতে দেখতে দুরে ব্রিসবেন পোর্ট চোখে পরলো আর তা পেরিয়েই ব্রিসবেন সিটি আর আমাদের রেড ক্লিফ বিচের রেখা চোখের আয়তায় এল, দেখতে পেলাম আমাদের বিলডিংটা।
229626_10150325241461798_712956797_9313657_4203916_n.jpg

ফেরার সময় বার বার মনে হলো আমি সেই ক'জন ভাগ্যবানদের একজন যারা নিজের চোখে সত্যিকারের তিমির প্রেম, বিয়ে, বাচ্চা কাহিনি দেখবার সুযোগ পেয়েছে এই পৃথিবীতে। কৃতঙ্গতা সৃস্টিকর্তাকে এত বড় অভিঙ্গতা পাবার সুযোগ করে দেবার জন্য জীবনে, তাই আপনারা যারা দেখেন নাই এখনও তাদের সাথে শেয়ার করলাম আমার এই দুর্লভ অভিঙ্গতা।
249261_10150325241871798_712956797_9313664_583976_n.jpg
বাড়ি ফিরেই আবারও খিদে পেয়ে গেল সাগরের বাতাসের ছোয়ায়, যদিও আমি থাকিই সাগরের পাড়ে তাই সব সময় খিদে পেয়েই থাকে। বানালাম স্টেক উইথ ভেজিটেবল। Smile

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


ছবি গুলো চমৎকার। এককথায় অসাধারণ!!

দিশা স্যান্ডফোর্ড's picture


অনেক ধন্যবাদ Smile ভাল থাকবেন।

মাহমুদ's picture


ভালো লেগেছে
অনেক শ্রম দিয়ে লিখেছেন
ভালো থাকবেন
মাহমুদ
জেনেভা, সুইজারল্যান্ড

দিশা স্যান্ডফোর্ড's picture


অনেক ধন্যবাদ মাহমুদ Smile

তানবীরা's picture


ছবি আর বরননা, অসাধারণ!!

শেয়ারের জন্য ধন্যবাদ।

এত কম দেখা যায় কেন? Laughing out loud

মডারেটর's picture


গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ৪৮ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

নীতিমালা ভঙ্গের কারনে পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে লেখকের ব্লগে স্থানান্তরিত করা হল।

কামরুল হাসান রাজন's picture


এই নামে সেবা প্রকাশনীর একটা বই ছিল Smile তিমি দেখতে মন চায় Sad

দিশা স্যান্ডফোর্ড's picture


তাই নাকি :)।

লীনা দিলরুবা's picture


ছবিগুলো দেখে মুগ্ধ হলাম।

১০

দিশা স্যান্ডফোর্ড's picture


ধন্যবাদ লীনা। খুব কষ্ট করে ছবি গুলো তুলেছিলাম। ঢেউয়ের দোলায় সোজা হয়ে দঁাড়ানো কঠিন হয়ে দাড়িয়েছিল। ভয়ে ছিলাম নিজেই না ছিটকে পরি সাগরে। ক্লিফ ধরে ছিল আমাকে যখন আমার দুহাত বন্ধ ছিল ক্যমেরায় Smile

১১

মাহবুব সুমন's picture


তিমির টি বোন স্টেক খাইতে মন্চায় Smile

১২

দিশা স্যান্ডফোর্ড's picture


Wink Smile

১৩

প্রিয়'s picture


তিমি দেখতে মঞ্চায় Wink

১৪

দিশা স্যান্ডফোর্ড's picture


Smile Smile

১৫

শামান সাত্ত্বিক's picture


ভাল লাগলো। শুভেচ্ছা।

১৬

দিশা স্যান্ডফোর্ড's picture


ধন্যবাদ সাত্ত্বিক Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

দিশা স্যান্ডফোর্ড's picture

নিজের সম্পর্কে

আমি লেখক নই, গ্রাফিক ডিজাইনার। লেখালেখির হাত কখনই ছিল না। ১৩/১৪ বছর বয়সে একবার বিচিত্রায় লিখেছিলাম বিচিত্রার প্রতি আমার ভালবাসা নিয়ে। লজ্জায় কাওকে বলা হয়নি। তবে নিজের লেখা নিজেই লুকিয়ে বহুবার পড়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম হা হা..............! তারপর আর লেখা হয়নি কোনদিন।

এই ব্লগের কথা শুনেছি এক বন্ধুর কাছ থেকে যে আমাকে এখানে লিখতে উৎসাহিত করে বাংলায় আমি অগা বগা জেনেও ;)। তো তাই এখানে শুরু করলাম লেখা। নিশ্চই আমার ছগা মগা লেখা দিয়ে খুব বেশি ঝামেলায় ফেলবনা আপনাদের Smile