নাম দর্শনের মাজেজা
নাম আছে। আছে আরেকটা শব্দ সেটা হলো ধাম। নাম-ধাম আছে। লোকটার নাম ধাম আছে।
নামটা না হয় বোঝা গেল কিন্তু ধামটা কি?
ধাম হচ্ছে ভিটা বা নামটার আবাস গৃহ।
যেমন এই ধামে আর ইলিয়াস থাকেন না!
অথবা এই ধামে সাধুরা আসেন না!
আমরা যখন কোন কিছু সৃষ্টি করি তখন তার একটা নাম দেই; মানুষ বা পশু পাখি বা জগতের যা কিছু দৃশ্যে বা অদৃশ্যে মানুষ যা টের পেয়েছে তার একটা নাম আছে। এই নাম ধরে সে তাকে ডাকে।
নাম হচ্ছে পদ। নামপদ বলি আমরা। ক্রিয়া পদও আছে। ক্রিয়া কে করে ? নামের মহাজন ছাড়া আর কে!
নাম ছাড়া যেন কোন কিছুই চলছে না।
ধারাবাহিক
আরে... সুন্দর তো
আপ্নে মাঝে মাঝে কি সব পোস্ট দেন ... সব কিছু পরিচিত... অথচ কখনোই বিষয়টা নিয়ে ভাবা হয় নি ... অথবা ভাবনায় আসেই নি
থ্যাংকু থ্যাংকু
আপনাকেও ধন্যবাদ না দিয়ে পারছিনা। লেখাটা কিন্তু শেষ হয়নি!
সুন্দর লিখেছেন নাম -ধাম নিয়ে। নামের র একটা প্রচলন পরিচিতি। এখন মানুষ খুব সহজে নামকরা হতে চায়। তা ভাল কাজের জন্য বা দুষ্কর্মের জন্যই হোক মিডিয়াতে আসলেই হলো। নাম তো হলো।
আপনার কথা কিন্তু এক্কেবারে সত্যি। আপনার কথাগুলো আমার লেখায়ও আসবে কিন্তু!
একটু ধূপের গন্ধ পাচ্ছিলাম, হুট করে ফুরিয়ে গেল।
না আ আ আ আ,,,,,,,,,,,,
লেখাটা কিন্তু শেষ হয়নি,,,
নাম দিয়ে ট্যাগ করে ফেলি সবকিছু। এ পোষ্টটা মনে হয় বুঝতেছি
মন্তব্য করুন