লিখেছেন: নক্ষত্র | ডিসেম্বর ১৯, ২০০৯ - ১১:৪৮ পূর্বাহ্ন
বাংলা ব্লগের কাক কারা সেটা বোধকরি সবাই জানে। নতুন করে ঘর গোছাতে আসলাম। এইখানে আসার জন্য কয়দিন ধরেই উড়তাছি। আগে একটু রেষ্ট নিয়ে নিই। তারপর শুরু করুমনে। ধন্যবাদ সবাইকে।
"আমরা বন্ধু" ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ব্লগ কর্তৃপক্ষকে এজন্য কোনভাবেই দায়ী করা যাবে না।
পোস্ট প্রদান কারী ব্লগার এবং মন্তব্য প্রদান কারী ব্লগারের পোস্টে অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব পোস্টের এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের বা মন্তব্য প্রদানকারী ব্লগার কর্তৃক সংরক্ষিত থাকবে। ব্লগার অথবা মন্তব্য প্রদানকারী ব্লগার/অতিথি ব্লগারের অনুমতি ব্যতিরেকে পোস্টের অথবা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
কপিরাইট (c) ২০১১ - ২০১২২ | আমরা ব্ন্ধু ডট কম
স্বাগতম আপনাকে
ধন্যবাদ আপনাকে।
শুরু করে দেন, স্বাগতম
আজ একটু বিজি আছি। কাল থেইক্যা এখানে আড্ডা হইপে
আপনার চমৎকার লেখা পর্তে অধির আগ্রহে অপেক্ষায় আছি
স্বাগতম আপনাকে
এবি'র ব্লগে নক্ষত্রকে স্বাগতম
কা কা কা কা কা (স্বাগতম স্বাগতম
)
উড়াল থেকে বসার অপেক্ষায় রইলাম
এইসব কই পান? কেম্নে পান? এই ঘড়িডা পছন্দ হইছে...
এই লিঙ্কে টিবি দেন।

অটঃ দেশে কি এখন ডিজ়ি টাল টাইম চলে?
কা কা কা ............
স্বাগতম।
কা কা াকা কা কা ............
এনে ইমো দেয় কেম্বে
আরে বিহঙ্গ যে। স্বাগতম স্বাগতম।
তৈলেই বুঝতারবেন
কমেন্ট বক্সের নিচে দেখেন "এনেবল রিচ টেক্সট লেখা আছে সেইখানে টিপি দেন
হা াহা হাহাহাহাহহাহা থ্যাঙ্কু মুরব্বি
:D
ইমো ছাড়া স্বাগতম দেয় কেমনে? :(
কা কা কর্তে কর্তে সেই ডাল থেকে এই ডালে যখন আইসাই পড়ছেন, তখন স্বাগতম জানাইতেই হয়।
কাকাকাকাক্কাকাকাকাকাকাকাকা......(আম্মো আইসা পড়ছি!!)
স্ব্যাগেতম।
কা কা কা কা কা কা কা ......
বাকা আয়া শায়াতানাকা কা কা কা
কেমন আছেন রুবেল ভাই ???
স্বাগতম জানাই গেলাম
সোমবার মানে রেষ্ট শেষ
মন্তব্য করুন