হতবাক !!!!!!!!!!!!
আমি চাই নি এমন আনন্দের দিনে এই পোষ্টটা দিতে , কিন্তু ছবিটা দেখে খুব খারাপ লাগল !!!!!!
আনন্দও আমিও অনেক করেছি গতকাল, কিন্তু এভাবে আনন্দ করতে গিয়ে যদি মুল্যবান কিছু ধ্বংস করে ফেলি ????
যে ওইটার উপরে উঠছে সে হয়তো এভারেস্ট জয় করার মত কিছু করে ফেলছে এই ভাব নিয়া পোজ দিছে
কিন্তু সে নিজেও জানে না কাজটা কত খারাপ করেছে।
একটু ভাবা দরকার !!!
আসলেই ভাবা দরকার।
হ্যা, তাই তো, আমরা শিক্ষিতরাই যদি এরকম ভুল করি........।
শিক্ষার পশ্চদপদতাই এই সকল মূর্খতার কারণ মনে হয় আমার কাছে
সহমত.....।
ছাগু দিয়া দ্যাশটা ভইরা গেলো
ছাগু কিনা জানি না, তবে আমরা যে কতটা হুজুগে তা বলার অপেক্ষা রাখে না।
এই ছাগুদের কি করা যায় ? প্রতিদিন যে এরা শ'য়ে শ'য়ে জন্মাচ্ছে ! আমিতো বেকুব বনে গেছি ! আমাদের এত এত নিষ্টাবান বুদ্ধিজীবি, এত এত সুশীল ! কারো কথায় আছ্র হচ্ছেনা ! আছ্র হচ্ছে আম্পাড়া পড়া কাঠমোল্লার ওয়াজে ! আমাদের শিক্ষানীতিতে কি আদ্র্শগত কোন ত্রুটি আছে ? স্ক্রেটিস্তো সে অন্ধকার যুগেও শ্ত শ্ত ফ্লো্যার পেয়েছিলেন, আমাদের কোন স্ক্রেটিস নাই কেন !
মন্তব্য করুন