ইউজার লগইন

একটি গামছার আত্মপ্রকাশ

যে কোনও ব্লগে এটিই আমার প্রথম লিখা। নিক হিসেবে গামছা নামটি পছন্দ করার পেছনে ছোট একটি ঘটনা আছে। 'আইলসা' হিসেবে আমার পরিচিতি জগতবিখ্যাত(জগত বলতে এই আর কি বাবা-মা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব)। মা বলেন,"কত রবি জ্বলে রে'-র আইলসাগুলার থেকেও তুই আরও বেশি আইলসা"।আমার আলসেমি আর অগোছালো স্বভাবের কারনে আমার ছোট বোন ত্যক্ত-বিরক্ত। একদিন শুয়ে আছি বিছানায়, বোন এসে বলল "এতগুলা কাপড়ের উপর শুয়ে আছেন, কাপড়গুলা একটু গুছায় শুইলেও ত পারেন।" আমি বেশ ভেবে জবাব দিলাম, " আমি হইলাম বিছনায় পইড়া থাকা একটা গামছা।জীবনে দেখছস একটা গামছারে, উইঠা কাপড় গুছাইতেসে?"
এই আলসেমীর কারনে এতদিন কিছু লেখা হয়নি, যদিও আমরা বন্ধু-তে যোগ দিয়েছি অনেক অনে-এ-ক আগে। (আমরা বন্ধুর হিসেব অনুযায়ী ১ বছর ৪ সপ্তাহ আগে!)তাছাড়া লিখতে পারি না, সে অভ্যাসও নেই। কিন্তু খুব পছন্দ করি পড়তে, হাতের কাছে যাই পাই পড়ে ফেলি। বাংলা ব্লগ গুলোয় ঢুঁ মারতে খুব ভালো লাগে। কমেন্ট করতে গিয়ে আবার সেই আলসেমি।ফেসবুকে লাইক দিতে দিতে এখানেও ওই অপশন টা আছে কিনা খুঁজে দেখি। এইরকম স্বভাব নিয়ে কদ্দুর ব্লগাতে পারব জানি না।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


আত্মপ্রকাশ যখন করছেন, নিয়মিত লেখালেখি শুরু করেন। আম্রা দেখি গামছার হাতের লেখা কেরম Wink এম্নিতে এই লেখা দেইখা মনে হইতেছে হাতের লেখা সুন্দরই হৈবো Smile

Welcome

গামছা's picture


Smile ধন্যবাদ। আপনি হাতের লিখার কথা উল্লেখ করায় মনে হইল , ভাগ্যিস ব্লগে সত্যি সত্যি হাতে লিখা লাগে না। Big smile

মাহমুদ's picture


গামছা টাতে দুই দিকে দুইটা কাটি লাগায়ে জালের মত করেন তারপর পুকুরে গিয়া ওইটা দিয়া ছোট মাছ ধরতে পারেন। তাইলে আলসেমিও কমবে আবার মাছ ও ধরা হবে। SmileSmile

গামছা's picture


ভাই, আমি ত নিজেই গামছাটা। নিজের দুই দিকে কাঠি লাগায়ে মাছ ধরাটা বেশ শারীরিক কসরতের ব্যাপার হয়ে যাবে না? তাও আবার আমার মত আইলসার জন্য Sad

লীনা দিলরুবা's picture


আমি হইলাম বিছনায় পইড়া থাকা একটা গামছা।জীবনে দেখছস একটা গামছারে, উইঠা কাপড় গুছাইতেসে

একটা গভীর ভাবের কথা শিখলাম।

কারো নিক গামছা হতে পারে এইটাও দেখলাম Smile

এনিওয়ে, Welcome

গামছা's picture


অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে । নিজেকে জড়পদার্থ হিসেবে উপস্থাপন করার জন্যই এমন নিক।

ফিরোজ শাহরিয়ার's picture


আমিও আত্নপ্রকাশ করলাম। Big smile

গামছা's picture


<হাই ফাইভের ইমো> Smile

শাফায়েত's picture


তাহলে তো মনে হয় আমিও গামছা। ইমপোর্টেড ফ্রম কাশিমপুর Big smile
এনিওয়ে Welcome টু এবি।

১০

গামছা's picture


সকাল-বিকাল বাপ-মা আর বোনদের মুখঝামটা নিয়মিত খাইলে নিশ্চিত হউন আপনিও গামছা Big smile

১১

কারিমাট's picture


গামছা কান্ধে নিয়া ঘুরাফেরা করলে চুক্কা কথাও শুনতে হয়
এই তোর জামা কাপড় নাই ? Laughing out loud
গামছা লইয়া ঘুরোছ ক্যা? Big smile

যাক তাহলে আর আপনি আইলসা সমিতির সভাপতি হইতে পারবেন না Sad

আমিতো নতুন এবিতে আমার কি করতে হব?
শুভেচ্ছা আমারে জানাইবেন?
নাকি আমি জানাইবো?

আমিই শুভেচ্ছা জানাইলাম

আপনাকে এবিতে শুভেচ্ছা

১২

গামছা's picture


আমিও শুভেচ্ছা জানায় আসলাম আপনার ব্লগে। এবং আপনাকে ধইন্যা পাতা

১৩

মীর's picture


জীবনে দেখছস একটা গামছারে, উইঠা কাপড় গুছাইতেসে?

জটিল!! এবি'তে Welcome

১৪

গামছা's picture


Smile ধইন্যা পাতা

১৫

তানবীরা's picture


এ জন্যেই মুরুব্বীরা বলছে, বউ, ঢোল আর গামছা, সব সময় ঝাড়ের ওপর রাখতে হয় Wink Tongue Laughing out loud

১৬

অপু's picture


আমি তো প্রথমে বংগবীরের সৈনিক ভেবেছিলাম। Big smile
পরে ভুল ভাংলো।
এবিতে Welcome

১৭

গামছা's picture


THNX

১৮

সামছা আকিদা জাহান's picture


আহারে ভাই কোন্দিন কোন গামছারে ব্লগ পড়তেও দেখি নাই শুনি নাই। জানলাম শিখলাম জ্ঞান বৃদ্ধি পাইল।

১৯

রশীদা আফরোজ's picture


নয়া ব্লগার ভাই, আইলসামি নিয়া একটা কৌতুক কইতে মন চাইতেছে। কিন্তু আপনি নাবালক না সাবালক বুইজবার পারতেছি না বইলা বইলতে পারলাম না। এইটা আবার বড় মানুষগো জোকস কিনা...
স্বাগতম।

২০

গামছা's picture


কৌতুক শুনতে মঞ্চায়। কইয়া ফেলেন আপা। নাবালক নাই আর,বুড়াই হয়ে যাইতেসি। আর নাবালক হইলেও লুকায় লুকায় গিয়া ঠিকই খুঁজে বাইর করতাম কোন সাবালগের ব্লগে আপনে বড় মানুশের জোকস কইতেসেন Big smile

২১

শাপলা's picture


এ জন্যেই মুরুব্বী তানবীরা বলছে, বউ, ঢোল আর গামছা, সব সময় ঝাড়ের ওপর রাখতে হয়

না লিখলে কিন্তু তানবীরার ঝাড়ি খেয়ে বিছানা ছাইড়া দড়িতে ঝুলবেন...তখন বুঝবেন, কত আটায কত পরোটা হয়।

২২

একজন মায়াবতী's picture


মুরুব্বী তানবীরা, শাপলা বলেছেন, বউ, ঢোল আর গামছা, সব সময় ঝাড়ের ওপর রাখতে হয়

২৩

জেবীন's picture


ছুটকি একজন মায়াবতী আর মুরুব্বী তানবীরা, শাপলা বলেছেন, বউ, ঢোল আর গামছা, সব সময় ঝাড়ের ওপর রাখতে হয়

লেখা শুরু করেন মনের মতো যা খুশি, বন্ধুদের কাছে গল্প বলেন না তেমনি করে। Smile

২৪

আনিকা's picture


হাজির হয়েই গেলি? Party

২৫

নাম দিয়া কাম কি 's picture


আপনার হবু স্বামী / স্ত্রী 'র উদ্দেশ্যে - "বেশি বাড়াবাড়ি কইরিস না একদম গামছা দিয়া বাইন্ধা রাখুম"

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

গামছা's picture

নিজের সম্পর্কে

আমি প্রচন্ড নিরাশাবাদী....না না , তা কি করে হয়...আমি তো বেশ আশাবাদী ।স্থপতি যারা আছেন কিংবা এ বিষয়ে পড়াশুনা করছেন তারা ভালো করেই জানেন যে চার-পাঁচ বছর এখানে টিকে থাকতে পারলে বেঁচে থাকার ইচ্ছাই আশাবাদী হওয়ার লক্ষন ।

সাম্প্রতিক মন্তব্য

mahmuda'র সাম্প্রতিক লেখা