একটি গামছার আত্মপ্রকাশ
যে কোনও ব্লগে এটিই আমার প্রথম লিখা। নিক হিসেবে গামছা নামটি পছন্দ করার পেছনে ছোট একটি ঘটনা আছে। 'আইলসা' হিসেবে আমার পরিচিতি জগতবিখ্যাত(জগত বলতে এই আর কি বাবা-মা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব)। মা বলেন,"কত রবি জ্বলে রে'-র আইলসাগুলার থেকেও তুই আরও বেশি আইলসা"।আমার আলসেমি আর অগোছালো স্বভাবের কারনে আমার ছোট বোন ত্যক্ত-বিরক্ত। একদিন শুয়ে আছি বিছানায়, বোন এসে বলল "এতগুলা কাপড়ের উপর শুয়ে আছেন, কাপড়গুলা একটু গুছায় শুইলেও ত পারেন।" আমি বেশ ভেবে জবাব দিলাম, " আমি হইলাম বিছনায় পইড়া থাকা একটা গামছা।জীবনে দেখছস একটা গামছারে, উইঠা কাপড় গুছাইতেসে?"
এই আলসেমীর কারনে এতদিন কিছু লেখা হয়নি, যদিও আমরা বন্ধু-তে যোগ দিয়েছি অনেক অনে-এ-ক আগে। (আমরা বন্ধুর হিসেব অনুযায়ী ১ বছর ৪ সপ্তাহ আগে!)তাছাড়া লিখতে পারি না, সে অভ্যাসও নেই। কিন্তু খুব পছন্দ করি পড়তে, হাতের কাছে যাই পাই পড়ে ফেলি। বাংলা ব্লগ গুলোয় ঢুঁ মারতে খুব ভালো লাগে। কমেন্ট করতে গিয়ে আবার সেই আলসেমি।ফেসবুকে লাইক দিতে দিতে এখানেও ওই অপশন টা আছে কিনা খুঁজে দেখি। এইরকম স্বভাব নিয়ে কদ্দুর ব্লগাতে পারব জানি না।





আত্মপ্রকাশ যখন করছেন, নিয়মিত লেখালেখি শুরু করেন। আম্রা দেখি গামছার হাতের লেখা কেরম
এম্নিতে এই লেখা দেইখা মনে হইতেছে হাতের লেখা সুন্দরই হৈবো 
গামছা টাতে দুই দিকে দুইটা কাটি লাগায়ে জালের মত করেন তারপর পুকুরে গিয়া ওইটা দিয়া ছোট মাছ ধরতে পারেন। তাইলে আলসেমিও কমবে আবার মাছ ও ধরা হবে।

ভাই, আমি ত নিজেই গামছাটা। নিজের দুই দিকে কাঠি লাগায়ে মাছ ধরাটা বেশ শারীরিক কসরতের ব্যাপার হয়ে যাবে না? তাও আবার আমার মত আইলসার জন্য
একটা গভীর ভাবের কথা শিখলাম।
কারো নিক গামছা হতে পারে এইটাও দেখলাম
এনিওয়ে,
অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে । নিজেকে জড়পদার্থ হিসেবে উপস্থাপন করার জন্যই এমন নিক।
আমিও আত্নপ্রকাশ করলাম।
<হাই ফাইভের ইমো>
তাহলে তো মনে হয় আমিও গামছা। ইমপোর্টেড ফ্রম কাশিমপুর
টু এবি।
এনিওয়ে
সকাল-বিকাল বাপ-মা আর বোনদের মুখঝামটা নিয়মিত খাইলে নিশ্চিত হউন আপনিও গামছা
গামছা কান্ধে নিয়া ঘুরাফেরা করলে চুক্কা কথাও শুনতে হয়
এই তোর জামা কাপড় নাই ?
গামছা লইয়া ঘুরোছ ক্যা?
যাক তাহলে আর আপনি আইলসা সমিতির সভাপতি হইতে পারবেন না
আমিতো নতুন এবিতে আমার কি করতে হব?
শুভেচ্ছা আমারে জানাইবেন?
নাকি আমি জানাইবো?
আমিই শুভেচ্ছা জানাইলাম
আপনাকে এবিতে শুভেচ্ছা
আমিও শুভেচ্ছা জানায় আসলাম আপনার ব্লগে। এবং আপনাকে
জটিল!! এবি'তে
এ জন্যেই মুরুব্বীরা বলছে, বউ, ঢোল আর গামছা, সব সময় ঝাড়ের ওপর রাখতে হয়

আমি তো প্রথমে বংগবীরের সৈনিক ভেবেছিলাম।

পরে ভুল ভাংলো।
এবিতে
আহারে ভাই কোন্দিন কোন গামছারে ব্লগ পড়তেও দেখি নাই শুনি নাই। জানলাম শিখলাম জ্ঞান বৃদ্ধি পাইল।
নয়া ব্লগার ভাই, আইলসামি নিয়া একটা কৌতুক কইতে মন চাইতেছে। কিন্তু আপনি নাবালক না সাবালক বুইজবার পারতেছি না বইলা বইলতে পারলাম না। এইটা আবার বড় মানুষগো জোকস কিনা...
স্বাগতম।
কৌতুক শুনতে মঞ্চায়। কইয়া ফেলেন আপা। নাবালক নাই আর,বুড়াই হয়ে যাইতেসি। আর নাবালক হইলেও লুকায় লুকায় গিয়া ঠিকই খুঁজে বাইর করতাম কোন সাবালগের ব্লগে আপনে বড় মানুশের জোকস কইতেসেন
এ জন্যেই মুরুব্বী তানবীরা বলছে, বউ, ঢোল আর গামছা, সব সময় ঝাড়ের ওপর রাখতে হয়
না লিখলে কিন্তু তানবীরার ঝাড়ি খেয়ে বিছানা ছাইড়া দড়িতে ঝুলবেন...তখন বুঝবেন, কত আটায কত পরোটা হয়।
লেখা শুরু করেন মনের মতো যা খুশি, বন্ধুদের কাছে গল্প বলেন না তেমনি করে।
হাজির হয়েই গেলি?
আপনার হবু স্বামী / স্ত্রী 'র উদ্দেশ্যে - "বেশি বাড়াবাড়ি কইরিস না একদম গামছা দিয়া বাইন্ধা রাখুম"
মন্তব্য করুন