ফ্রয়েডজীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
গ্রামের এক কৃষক একবার হালচাষের সময় একটি মাথার খুলি পায় । কি মনে করে সে খুলিটি ভাল করে মুছে আলমারিতে রেখে দেয় । তার স্ত্রী একদিন আলমারি খুলে দেখে ভিতরে একটা খুলি । স্ত্রীর মনে সন্দেহ দানা বাঁধে । নিশ্চয় এটি স্বামীর বিয়ের আগের কোন প্রেমিকার খুলি । দাঁড়া দেখাচ্ছি মজা ! কৃষকের স্ত্রী পাটার মধ্যে খুলিটি রেখে শিল দিয়ে ছেঁচা শুরু করল এবং এরই মাঝে লক্ষ্য করল খুলির কপালে লেখা-‘কপালে আরো দুঃখ আছে !'
: এটা জানতাম যে, 'কপালের লিখন না যায় খন্ডন' কিন্তু আপনার এই গল্পের তাৎপর্য কি?
: গল্প থেকে নিশ্চয় বুঝেছো, খুলিটি যার সে জীবিতকালে অনেক দুঃখ সহ্য করেছে তবু তার কপালে লেখা ছিল '‘কপালে আরো দুঃখ আছে' । আর সেই দুঃখ সে পায় কৃষকের স্ত্রীর কাছে মৃত্যুর পরে । তবে, উপরের গল্পে খুলিটি আমি প্রতিকী হিসেবে ব্যবহার করেছি । এখানে , খুলি = মনুষ্য প্রজাতির অহং । আর কৃষানীর স্ত্রীর ভূমিকায় যিনি ছিলেন আজ তাঁর জন্মদিন ।
: কিছুই তো বুঝলাম না, জিলাপি বানানো বাদ দিয়ে খোলাসা করেন দেহি ।
: তবে, শোন বলছি, মনুষ্য প্রজাতির আত্মপ্রসাদ আর অহমিকার সীমা পরিসীমা কোনকালেই ছিল না কিন্তু কতিপয় মহাত্মা তাদের সেই অহমের বারটা বাজিয়েছেন গত পাঁচশত বছরে ।
: যেমন ?
: এই পৃথিবী তথা বাস্তুভিটাকে কেন্দ্র করে মনুষ্য প্রজাতি বড়ই আত্মপ্রসাদ লাভ করতো -ধুলির ধরা, বসুন্ধরা আরও কত কি বলে তাকে আদর করে সম্মোধন করত? তো তাদের এই অহং এর বারটা বাজালেন কোপার্নিকাস আর গ্যালিলিও । তারা দেখালেন ,এই পৃথিবী নামের গ্রহটা নক্ষত্র জগৎ তো দূর কি বাত খোদ সৌরজগতেরও কেন্দ্রভুমি নয়, বরং সুর্য ব্যাটার চারদিকে কলুর বলদের মত নিগড় বাঁধা এক ভবঘুরে মাত্র ।
: গ্রহ, নক্ষত্র,ছায়াপথ এই সব পেচাল পেরে লাভ কি ? আশরাফুল মাখলুকাত তো আর অন্য কোথাও অদ্যাবধি আবিস্কৃত হয়নি ?
: মনুষ্য প্রজাতির ঠিক এই জায়গায় কুঠারাঘাত করেছিলেন আরেকজন, নাম তার চার্লস ডারউইন । তিনি দেখালেন, মানুষ প্রাণী জগতের কেন্দ্র নয়, আলাদা রাজা তো নয়ই, তার গোত্রীয়তা আছে অন্যপ্রাণীর সাথে । মানুষে আর দশপ্রাণীতে ভেদ অত নয়, যতটা চেতনলোকের অহমবাদী মানবসন্তান ভেবে আত্মপ্রসাদ লাভ করে ।
: তর্কের খাতিরে না হয় মানা গেল, মনুষ্য প্রজাতি বিশ্বজাহানের কেন্দ্রে সংসার বাঁধেনি । এটাও না হয় মেনে নেয়া গেল, মানুষ প্রাণীজগতের উত্স স্থল নহে । এমনকি "জীবজন্তু উদ্ভিদ সবই ঐ আশরাফুল মাখলুকাতের সেবা ও সন্তূষ্টির জন্য" এই কথাটিও না হয় প্রত্যাহার করা গেল । সো হোয়াট ? মানুষ যে বুদ্ধিমান প্রাণী, নীতিনিষ্ঠায় অটল সেটা কি অস্বীকার করা যাবে ? আধুনিক দর্শন শাস্ত্রের প্রবক্তা দেকার্ত যে বলতেন 'কজিতে এরগে সুম' সেটা কি ঠিক নয় ?
: ভাল প্রশ্ন করেছো এবং আমরা এবার আসল জায়গায় এসে গেছি । মনুষ্য প্রজাতি তখনও টের পায়নি যে, তার কপালে আরও দুঃখ আছে । (শুরুর প্রতিকী গল্প দ্রষ্টব্য ) মনুষ্য প্রজাতির অহমবাদের শেষ আশ্রয় -মানুষের যুক্তিনির্ভরতা সেটার বারটা বাজানোর দায় বর্তায় সিগমন্ড ফ্রয়েড মহাশয়ের ।

তার আবিস্কারের বড় দলিল "খোয়াবনামা"। ফরাসি দার্শনিক লুই আলথুসার তার আবিস্কারকে বলেছেন 'নতুন মহাদেশ'আবিস্কার । লাকাঁর মতে, ফ্রয়েড যাকে বলেন 'অচেতন' আর মার্কস যাকে বলেন 'ইতিহাস' তা একই বস্তু । দি আনকনসাস ইজ হিস্ট্রি ।  
ও হা, শুরুতেই বলতে ভুলে গেছি, ৬ ই মে ১৮৫৬ সালে সিগমন্ড ফ্রয়েড জন্মগ্রহন করেন ।
বোনাস গল্প : ফ্রয়েড আমেরিকা ভ্রমনকালে কার্ল ইয়ুং এর কাছে স্বীকার করেন যে, আমেরিকার মহিলাদের নিয়ে কয়েকটি যৌনাবেদনময় স্বপ্ন দেখেছেন এবং সেগুলো ছিল বিরক্তিকর ।
‘আমি বেশ্যাদের নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছি ’ -তিনি জানালেন ।
‘তাহলে আপনি এ নিয়ে গবেষণা করছেন না কেন ? ’ জানতে চাইলেন ইয়ুং ।
অসহায় ভঙ্গিতে ফ্রয়েড বললেন , ‘কিন্তু আমি যে বিবাহিত !’ 
পুনশ্চঃ গতকাল আবার ছিল মহাত্মা কার্ল মার্কসের জন্মদিন । এই দুই দাঁড়িওয়ালা আমার মগজে স্থায়ী আসন গেড়ে আমার বারটা বাজিয়েছেন । কিছুদিন আগেও বাংলাদেশের ইতিহাসের কিছু প্রশ্নের জবাব মিলছিল না ,মানে হিসাব মেলাতে পারছিলাম না , মহাত্মা মার্কস এসে আমাকে উদ্ধার করলেন ।
কৈফিয়ত: পোষ্টের কিছু কন্টেন্ট পূর্বে অন্তর্জালে প্রকাশিত ।





আপ্নে ক্যান যে লেখেননা বুঝি না ... ডভুর কাছে এই পোস্টে শুধু মাত্র মানিক ভাই নাম লেইখা তার পাশে একটা মাইনাচ বাটন দেয়ার বিনীত অনুরোধ জানাই... যাতে পোস্টকে নয় ... মানিক ভাইকে মাইনাচ দিতে পারি
 ... ডভুর কাছে এই পোস্টে শুধু মাত্র মানিক ভাই নাম লেইখা তার পাশে একটা মাইনাচ বাটন দেয়ার বিনীত অনুরোধ জানাই... যাতে পোস্টকে নয় ... মানিক ভাইকে মাইনাচ দিতে পারি  
 
এককথায় চমৎকার বস
এই তো লিখলাম । এটার জন্মের জন্য অবশ্য আপনি দায়ী ।
আর নিয়মিত না লেখার জন্য আরেক টুটুল (আহমেদুর রশিদ) দায়ী গতকালও যিনি আমাকে তাগিদ দিয়েছেন জুনের মধ্যে তার পান্ডুলিপি চাই ।
মানিক ভাই'র তুলনা মানিক ভাই।
আপনার লেখা নিয়মিত চাই।
ধন্যবাদ । ওকে ।
বান্ধায়া রাখনের মতো পোস্ট হইছে
ধন্যবাদ ।
দুই দাড়িওয়ালার জন্মদিন উপলক্ষে চমৎকার পোষ্টের জন্য ধন্যাপাতা মানিক ভাই!!
ধন্যাপাতা
ধন্যাপাতা
মানিক ভাইয়ের যে ধরনের লেখার সাথে পরিচিত, এইটা সেগুলোর চেয়ে আলাদা....।
হেভি লাগলো মানিক ভাই, অনবদ্য.......
ধন্যাপাতা
রাফির মতই বলি আলাদা স্টাইলটা ভালো লাগল।
ধন্যাপাতা
গ্রেট রাইটিং!!
ধন্যাপাতা
অসাধারণ লিখেছেন
ধন্যাপাতা
আমারো প্রশ্ন এতো কম লেখেন কেন?
চমৎকার একটা লেখা। একসময় ফ্রয়েড নিয়া খুব মাতছিলাম। তারে আমার ব্যাপক পছন্দ।
ধন্যাপাতা ।
ফ্রয়েডের বেশিরভাগ কথাবার্তা কনফিউজিং টাইপ লাগে, আর তার মতে, সব রহস্যের একটাই মাত্র কারন/সমাধান ভালো লাগে না।
নারী নিয়ে তার অনেক সুখ্যাতির কথা জানা যায়, কোথায় যেন পড়েছিলাম শালী নিয়েও নাকি তার বিশাল কাহিনী ছিলো...
লেখাটা ভালো লাগছে...
ধন্যাপাতা ।
খুব যত্ন করে লিখেছিস দোস্ত। ভালো লাগলো পড়তে। লাইক।
ধন্যাপাতা ।
অসাধারণ লিখেছেন মানিক ভাই।
ধন্যাপাতা ।
লাইক দিলাম।
এত দেরিতে !
তোমাকে তো শুরুতে আশা করেছিলাম ।
ধন্যাপাতা ।
আপনার সম্পর্কে বিস্তর জানা এবং ভাবার সুযোগ হলো মানিক ভাই। এটা যেনো পোস্ট নয়, পোস্টের খনি। যার ভেতরে ঢুকতে থাকলে শুধু মণি আর মানিক। সরাসরি প্রিয়তে।
ধন্যাপাতা ।
খালি তো ভনিতা করেই পোস্ট শেষ করলেন, কপালে যে আরো দুঃখ আছে সেই দুঃখের কথাগুলো কিন্তু বললেন না। দুঃখের কথাগুলো জানার অপেক্ষায় রইলাম।
আর দাঁড়িওয়ালা শয়তানগুলোর দেখেছেন কি! আর দুই/একটা দিন অপেক্ষা করেন। ১৮৬১ সালে্র ৭ই মে যে দাঁড়িওয়ালা শয়তান জন্মেছে তাঁর হাত থেকে আপনি কেন আপনার অধস্তন চৌদ্দ পুরুষও রক্ষা পাবেনা।
হ
মন্তব্য করুন