একাত্তরের এদিনে বাংলাদশের ঘরে ঘরে স্বাধীনতার পতাকা ওড়ে
২৩ মার্চ ছিল পাকিস্তান প্রজাতন্ত্র দিবস। লাহোর প্রস্তাবের স্মরণে প্রতি বছর দিবসটি পালন করা হত। কিন্তু সেদিন ঢাকার প্রেসিডেন্ট ভবন ও সেনাবাহিনীর সদর দফতর ছাড়া বাংলাদেশে আর কোথাও পাকিস্তানের জাতীয় পতাকা ওড়েনি। ঢাকার সেক্রেটারিয়েট, হাইকোর্ট, গণপরিষদ, ইপিআর, রাজারবাগ পুলিশ সদর দফতর, ঢাকা বেতার, টেলিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রধান বিচারপতি ও মুখ্য সচিবের বাসভবনসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা তোলা হয়।
এদিনেই বঙ্গবন্ধু আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের সামরিক কায়দায় অভিবাদনের মধ্য দিয়ে তাঁর বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর আগে ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট নূরে আলম সিদ্দিকী এই পতাকা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর হাতে তুলে দেন।
পাকিস্তান দিবসে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিরোধ দিবসের ডাকে এদিন বাংলাদশের ঘরে ঘরে স্বাধীনতার পতাকা ওড়ে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সময় গান ফায়ারিং করেন স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সদস্য ও জয় বাংলা বাহিনীর উপপ্রধান কামরুল আলম খসরু।
এই বাহিনীর পাঁচ শতাধিক সদস্য সামরিক কায়দায় স্বাধীন বাংলার পতাকা নিয়ে মিছিল করে সারা ঢাকা শহরে। ছাত্রী মিছিলের নেতৃত্ব দেন মমতাজ বেগম। জয় বাংলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য প্যারেড করে বঙ্গবন্ধুর বাসভবনে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবকে তাঁরা সেখানে অভিবাদন জানান। বঙ্গবন্ধু সালাম গ্রহণ শেষে জয় বাংলা বাহিনীর সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণে বলেন, বাংলার মানুষ কারো করুণার পাত্র নয়। আপন শক্তির দুর্জয় ক্ষমতাবলেই আপনারা স্বাধীনতা ছিনিয়ে আনবেন। বাংলার জয় অনিবার্য।
আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ ও ড. কামাল হোসেন পাকিস্তানের প্রেসিডেন্টের উপদেষ্টা বিচারপতি এ.আর. কর্নেলিয়াস, লে. জেনারেল পীরজাদা, এম.এ আহমেদ কর্নেল হাসানের সঙ্গে দুপুর এবং বিকালে দুই দফায় দুই ঘন্টা স্থায়ী বৈঠকে মিলিত হন।
ধন্যবাদ মানিক ভাই।

জয় বাংলা !
কেমন আছেন মানিক ভাই ?
ভালু
মানিক ভাই কে
জয় বাংলা।
জয় বাংলা!
এইটা ডকুমেন্ট হিসেবে কাজে লাগবে ...
ধন্যবাদ মানিক ভাই
জয় বাংলা!
অনেক ধন্যবাদ মানিক।
জয় বাংলা!
জয় বাংলা!
জয় বাংলা!
আমাদের ইতিহাস ...... আমাদের অতীত ...... আমাদের গর্ব ........ভুলে যাওয়া চলবে না। সব কিছু মনে করিয়ে দেবার জন্য মানিক ভাইকে অশেষ ধন্যবাদ।
এত ডিটেইলস জানতাম না ।
আমি মনে করি এই দিনের গুরুত্ব কোন অংশে কম না । কিন্তু কি কারনে এই দিনের অবদান উপেক্ষিত হল ?
এই দিন কে আলাদা বিশেষ মর্যাদা দিয়ে পালন করা উচিত , কারন প্রকৃত পক্ষে এই পতাকা উত্তোলন , ব্ল্যাঙ্ক ফায়ার, প্যারেড - এসবের মধ্য দিয়েই স্বাধীনতার প্রারম্ভিক প্রস্তুতি হয়েছিল। সেটা স্বাধীনতার ঘোষনা , পরে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে একটি দেশের স্বাধীন অস্তিত্ব ঘোষনা করে আর পূর্ণতা পায় ১৬ ডিসেম্বর।
এই দিন কে আলাদা বিশেষ মর্যাদা দিয়ে পালন করা উচিত , কারন প্রকৃত পক্ষে এই পতাকা উত্তোলন , ব্ল্যাঙ্ক ফায়ার, প্যারেড - এসবের মধ্য দিয়েই স্বাধীনতার প্রারম্ভিক প্রস্তুতি হয়েছিল। সেটা স্বাধীনতার ঘোষনা , পরে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে একটি দেশের স্বাধীন অস্তিত্ব ঘোষনা করে আর পূর্ণতা পায় ১৬ ডিসেম্বর।
হ
আজকে খেলার সময় দেখলাম কিছু দেশী ভাই পাকিদের পতাকা নিয়া নাচানাচি করছে.............কেউ গালে চাঁদ-তারা পতাকা এঁকেছে; এদেরকে কি বলা যায়?
আজ একই দিনে ঢাকার আকাশে পাকিস্তানের পতাকা উঠেছে নুরু ভাই।
মেজাজ এমনিতেই বিলা , কমেন্টে ভাষার সুশীলতা বজায় রাখা মুশকিল তাই ইমো ভরসা
মানিক ভাই এর উদ্যোগকে সাধুবাদ।
চল্লিশ বছর পর আজকে পাকি পতাকা উড়তেছে, ক্রিকেটকে উপলক্ষ্য করে, ধিক সবাইকে ধিক
ধিক !
অনেক কিছু জানা হল। ধন্যবাদ নুরুজ্জামান মানিক। আশা করছি এভাবেই বার বার ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন।
কাল স্টেডিয়াম দেইখা মেজাজ খারাপ এখনো
আর এখন আমরা নিজেদের পতাকা বাদ দিয়া পাকিস্তানের পতাকা উড়াই... কী তামশা
ইতিহাস না জানলে নিজের শেকড় না জানলে তো পাকি পতাকা নিয়ে স্টেডিয়ামে নাচবেই।
মানিক ভাই - জয় বাংলা...
একাত্তরের এদিনে বাংলাদশের ঘরে ঘরে স্বাধীনতার পতাকা ওড়ে
আজ ২৬ মার্চ, স্বাধীনতা দিবস । আজকের দিন নিয়ে কোন একটা পোস্ট স্টিকি হলে মানাতো । কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
ইন্ডিয়ান আর্মির ওয়েব সাইটে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা নিয়ে কিছুক্ষন আগেও লেখা ছিলো উপরের ছবির মত "Yahya Khan left Daca abruptly on 25 March 1971 and Tikka Khan let loose his reign of terror the same night. The next day, while the whereabouts of Mujib remained unknown, Major Ziaur Rahman announced the formation of the Provisional Government of Bangladesh over Radio Chittagong."
এখন ওই লিঙ্কে গেলে দেখা যাচ্ছে "WEBPAGES WITHDRAWN FOR REVIEW"!
ইন্ডিয়ান আর্মির ওয়েব সাইটেও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নতুন করে লেখা হচ্ছে নাকি!
গুগলের ক্যাশ থেকে

মন্তব্য করুন