লিখতে পারছি না! :(
অনেকদিন ধরেই হাত দিয়ে কোন লেখা বের হচ্ছে না। যদিও মাথাই অনেক কিছুই ঘুরঘুর করতেছে। লিস্ট বানাইলে অনেক বড় একটা ফর্দ হয়ে যাবে। যেমন পিংক ফ্লয়েডের একটা গান নিয়ে লেখা রেডি করছি (মাথার ভিতরে), কিন্তু কী-বোর্ড চাপতে ইচ্ছা করতেছে না। ঈদের পর চট্টগ্রাম গিয়ে এক ইন্টারেস্টিং রিক্সাওয়ালার সাথে আধা-ঘন্টার মত কথা হয়েছিল, সে তার জীবনের মারাত্মক কিছু ঘটনা বলেছিল, সেটাও লেখার ইচ্ছা আছে। কিছু কবিতার লাইন বিড়বিড় করতেছে, সেগুলাও লিখে ফেলা দরকার, তা না হলে হারিয়ে যাবে। আবার জীবনে বেশ কয়েকটি ভুতুড়ে অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছিলাম, অনেককে জিজ্ঞাস করেও কোন হদীস বা ব্যাখ্যা পাই নি, সেটা নিয়ে একটা সিরিজ লেখারও ইচ্ছা আছে। কিন্তু কিছুই হচ্ছে না কিছুই!!!
পিসির সামনে বসলেই ইয়াহুতে চ্যাট করি! :( আর না হলে ফেসবুকে গ্যাজাই! আর এই কাজগুলা হচ্ছে মোস্ট ডামিশ কাজ। মাথা পুরা অলস করে ফেলে! সৃজনশীলতা নষ্ট হয়ে যায়! তারপরও কেন জানি খালি এগুলাই করি! কোন সমাধান পাচ্ছিনা... কি যে করি??!!!!
[ফেসবুকে কোন গ্রুপে ঢুকি না অনেকদিন, ভাল লাগে না বলে, তবে আজকে একটা গ্রুপ দেখে নস্টালজিক হয়ে পড়লাম, সাথে সাথেই জয়েন করলাম! আপনিও দেখতে পারেন। http://www.facebook.com/group.php?v=wall&ref=nf&gid=76993656929]
একই অবস্থা
:(
আপনারাও যদি এই কথা বলেন! তাহলে কেমনে কি?
সেম হিয়ার, ডিয়ার ঃ)
জ্বী আপু। পুরা খড়ার মৌসুম যাচ্ছে! :(
কুন ব্যাপারস না , বড় বড় লেখকদের এরকম লেখা-ক্লান্তি আসে মাঝে মাঝে।
এইভাবে ব্যাম্বু না দিলেও পারতেন সাইদ ভাই!
ahare...:( bepar na ..বড় বড় লেখকদের এরকম লেখা-ক্লান্তি আসে মাঝে মাঝে। :D but kobitata harai jawar age likhe felo Boss :)
mishaya likhsi :D টাইপ o korsi,কপি পেস্ট o marsi.... :P
তোমার দরকার ইনস্পেরেশন ।
জায়গা মত হাত দিছেন রায়হান ভাই!

কিন্তু কে দিবে আমাকে ইন্সপিরেশন???
ekta add diya dao " INSPIRATION CHAI" :D
জীবনে এমন বহুত সময় আহে, সো এটা ব্যাপার্স্না। মাঝে মাঝে মনে হয় বাঙ্গলা টাইপিঙ্গের জন্য একটা স্টেনো রাখি

আপাতত ভুতুরে টাইপ কিছু নামাইয়া ফেলান দেখবেন আরাপ বোধ হচ্ছে। এই ধরেনের সময়গুলোতে আমি হরর গল্প লেখি
চট্টগ্রামের কাহিনীটাই লিখে ফেলুন
এইটার প্ল্যান তো অনেকদিন ধরেই করতেছি!! কিন্তু লিখতে পারতেছি না! :(
হৈল কি?
একটা লেখা স্টার্ট দিলাম! দোয়া কইরেন, যেন শেষ করতে পারি! :)
মন্তব্য করুন