দায়শোধ- [৩য় পর্ব]
আমায় দিয়ে হয় না কিছুই;
নেই স্লোগানে নেইকো বসে থাকায়
নেই মিছিলে পোস্টারে নেই নেই কার্টুন আঁকায়!
বিক্ষোভে নেই, উৎসবে নেই, নেই জাগরণ গানে,
পথ হেঁটে যাই; কেবল দেখি- মানুষ সবই জানে!
তীব্র প্রতিবাদের সুরে এই ঐক্যের দেখা
এতেই থাকুক স্বপন আঁকা ভবিষ্যতের লেখা!
প্রকাশ যা হোক; এই জনতার আবেগটুকুন খঁটি-
আমায় দিয়ে কিছুই না হোক-
ভিড় বাড়াতেই হাঁটি!
[লেখাটা ফেসবুকে ছিল, ওখানেই থাকত শুধু। এই লেখাটা চোখে না পড়লে।]
ফেব্রুয়ারি ৯, ২০১২
মন্তব্য করুন