রাতের অতিথি !
উৎসর্গ: অনিমেষ রহমান, আজকের এই দিনে যিনি ভবলোকে পদার্পণ করেছিলেন ! শুভ জন্মদিন আনি’দা !
ঘুমন্ত শহর, কোলাহলহীন সড়ক,
সড়ক বাতি, রাতের নির্জনতা
খোলা পার্ক কিংবা ফাঁকা ফুটপাত,
কেটে যায় খন্ডিত জীবন, দীর্ঘ রাত!
রাতের অতিথি ওরা,
খোঁজে মুক্তির স্বাদ !
উন্মুক্ত আকাশ, সামিয়ানা
উপহাস্যে নির্বাক চাঁদ !
নিয়ন আলোর নীচে
খোঁজে এতটুকু সুখ,
রাত্রি শেষের অপেক্ষায়
ঘরহীন কিছু উটকো মুখ!
এখানে জীবন ধূসর, বর্ণহীন !
বৃষ্টি-কাদা-জল, ভেজা বাতাস,
কেটে যায় কখনো বিনিদ্র প্রহর,
অভিযোগহীন !
তপ্ত হাওয়ায় কি ঘন কুয়াশায় !
কংক্রিটের বিছানা, আলোয়ান বিহীন!
এলিয়ে দেয় ক্লান্ত দেহখানি,
অনাকাঙ্ক্ষিত, কারো কাছে
তবুও ওরা বাঁচে, হয়ে মুক্ত, স্বাধীন !
ব্যাঙাচির জীবন, কি আসে যায় !
অট্টালিকা আকাশ ছোঁয়া
দূরে কিংবা খুব কাছে
বর্ণীল আলোর ঝলকানি !





ধন্যবাদ কবি ভাই।
প্রথম কবিতা লেখার চেষ্টা !
সুন্দর কবিতা।
শুভ জন্মদিন, অনিদা! কেবলমাত্র শ্বাস নেওয়াটাই যেন কখনো বেঁচে থাকা না হয়ে দাড়ায়। আনন্দম।
কবিতা ভাল লেগেছে আর শুভ জন্মদিন অনিমেষ ভাই!
অনি'দা, শুভ জন্মদিন!!
চমৎকার লাগলো!
অনেক সুন্দর হইছে
শুভ জন্মদিন অনিমেষদা ।

ভাইজান, জন্মদিপস কেমন কাটলো জানান। ইংরেজিতে একটা কথা আছে, মেনি হ্যাপী রিটার্নস্ অভ দ্য ডে।
আমার মাঝে মাঝে মনে হয়, এই কথাটা একটু লেস্-কমিউনিকেটিভ। কথাটার মাধ্যমে বলা হচ্ছে, অনেক বার এই সুখী দিনটি ফিরে আসুক। কিন্তু দিনটি তো কোনো এক বছরে ততটা সুখে নাও কাটতে পারে। তখন কি সেটিকেই কি তাহলে আমরা বারবার ফিরে পেতে চাইবো?
এই চিন্তা থেকে আমার ধারণা হইসে মেনি হ্যাপী রিটার্নস্ অভ দ্য ডে'র অর্থ হইলো, অনেকবার এই দিনটি সুখ বয়ে নিয়ে আসুক। আপনার জন্য এই শুভকামনাটাই থাকলো অনিমেষ ভাই। নিভৃতদা'র মতো এত ভালো কবিতা লিখলে পারলে একটা কবিতা অবশ্যই লিখতাম এবং সেটা আপনাকে উৎসর্গ করতাম
আর একটা কথা আছে। জানি আপনি নিজগুণেই ক্ষমা করবেন, আমার কখনো আলাদা করে চাইতে হবে না; তারপরেও দেরি করে উইশ করার জন্য ক্ষমাপ্রার্থী।
ভালোবাসা নিন, সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং লেখালেখি চলুক- পুরোদমে।
অনেমেষদাকে পয়লাই জানাই হ্যাফি বাড্ডো
পর সমাচার এই যে,
আমাগো কেক্কুক কৈ?
শুভ জন্মদিন অনিমেষ
মন্তব্য করুন