মা আর প্রেয়সী
মা আর প্রেয়সীর ভালবাসার পার্থক্য
গত কালই বুঝতে পারলাম, গুমের ওউষদ
খেয়ে যখন অচেতন, চেতন ফিরে দেখি
মা কাঁদছে আর প্রিয়া ফেইসবুকে চ্যাট
করছে। এই হল ভালবাসা। সেই গানটির
কথা খুব মনে পরছে, মায়ের কান্দন যাবত
জীবন
কয়েক মাস যায় বইনের কান্দন গো,
ঘরের পরিবারের কান্দন
কয়েক দিন পর থাকে না,
গর্বধারিণী মা ,জনমদঃখিনী মা,
দঃখের দরদী আমার জনম
দুঃখী মা।
অথচ দেখুন মায়ের কথা সারাদিন যত বার না ভেবেছি, তার চেয়ে বেশি ভেবেছি প্রেয়সীর কথা।।।।
ট্রিট ফর ট্রাট...
"গুমের ওউষদ" খেয়ে কতক্ষণ গুম হয়ে ছিলেন তাতো বল্লেন্না ভ্রাতঃ
অন্যান্য দিনের চেয়ে ৩ ঘন্টা বেশি গুমাতে পেরেছিলাম,,ওউষদের আশিরবাদে
মন্তব্য করুন